টপিকঃ বিপিএলে কোন খেলোয়ার কত টাকায় বিক্রি হলেন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে পাকিস্তানের ইমরান নাজিরের। দ্বিতীয় সর্বোচ্চ পেয়েছেন শহীদ আফ্রিদি। অন্যদিকে দেশি খেলোয়াড়দের মূল্যে সাকিব আল হাসান সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন। তিনি প্রতিযোগিতার সবচেয়ে দামি খেলোয়াড়ও বটে।
দেশি বিদেশি গোল্ড, এ ও বি শ্রেণীর ক্যাটাগরিতে বিক্রি হওয়া খেলোয়াড়দের মূল্য :
বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ২ লাখ ৮০ হাজর ডলারে বিক্রি হয়েছেন ইমরান নাজির। এছাড়া শহীদ আফ্রিদী দুই লাখ ৭৫ হাজার, আজহার মাহমুদ ২ লাখ ৬ হাজার, সাইদ আজমল এক লাখ ১৫ হাজার, ব্র্যাড হজ ১ লাখ ২৫ হাজার, রবি বোপারা ১ লাখ ২৫ হাজার, ড্যারেন ব্রাভো ১ লাখ ১৫ হাজার, আন্দ্রে রাসেল ১ লাখ ১৫ হাজার, মারলন স্যামুয়েলস ১ লাখ ১৫ ও লাসিথ মালিঙ্গা ১ লাখ ১৫ হাজার ডলার, জ্যাকব ওরাম ১ লাখ ১১ হাজার, আহমেদ শেহজাদ ১ লাখ ১১ হাজার, রায়ান টেন ডেসকাট ১ লাখ, আব্দুল রাজ্জাক ৯১ হাজার, শোয়েব মালিক ৮৫ হাজার, মোহাম্মদ সামি ৮৩ হাজার ডলার, শাহবাজ হাসান ৭৬ হাজার, কামরান আকমল ৭৫ হাজার, লুক রাইট ৭৫ হাজার, ওয়াইজ শাহ ৭৫ হাজার, টিনো বেস্ট ৭৫ হাজার, সুনিল নারিন ৭৫ হাজার, ফিদেল অ্যাডওয়ার্ডস ৭৫ হাজার, দিলশান ৭৫ হাজার , ড্যারেন স্মিথ ৭০ হাজার, অ্যালেক্স হালস ৬২ হাজার,উমর গুল ৬০ হাজার, ওহাব রিয়াজ ৬০ হাজার ডলার, কেভিন কুপার ৫০ হাজার ও ফিল মুস্টার্ড ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছেন।
অন্যান্যের মধ্যে কেভিন ওব্রায়েন ৪৫ হাজার, উমর আমিন ৪০ হাজার, ক্রিস লিডল ৪০ হাজার,জুলফিকার বাবর ৩০ হাজার, ওয়াইজ জিয়া ৩০ হাজার, আজিম গুম্মান ৩০ হাজার, জোসোয়া কোব ৩০ হাজার, জ্যাসন রয় ৩০ হাজার, ইয়ান স্টিভেন ৩০ হাজার, হেমিল্টন মাসাকাদজা ৩০ হাজার, ব্রেন্ডন টেইলর ৩০ হাজার ডলারে বিক্রি হন।
স্থানীয় তারকাদের মধ্যে সর্বোচ্চ ৩ লাখ ৬৫ হাজার ডলার পেয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে মুশফিকুর রহিম দুই লাখ ৫ হাজার, নাসির হোসেন দুই লাখ আট হাজার, তামিম ইকবাল ১ লাখ ৬৫ হাজার, সোহাগ গাজী ১ লাখ ৫৬ হাজার, মাশরাফি বিন মর্তুজা ১ লাখ ৪১ হাজার, জিয়াউর রহমান ১ লাখ ৩৭ হাজার, মমিনুল হক ১ লাখ ২৭ হাজার, মাহমুদুল্লাহ ১ লাখ ২৫ হাজার পেয়েছেন। এছাড়া এনামুল হক ১ লাখ ২১ হাজার, আবুল হাসান রাজু ১ লাখ ২১ হাজার, এনামুল হক জুনিয়র ১ লাখ ২০ হাজার, জহুরুল ইসলাম ১ লাখ ১০ হাজার, মোহাম্মদ ইলিয়াস ১ লাখ ৬ হাজার, আরাফাত সানি ১ লাখ, আব্দুল রাজ্জাক ৯২ হাজার, মোশাররফ হোসেন ৯১ হাজার নাইম ইসলাম ৮৫ হাজার, অলক কাপালি ৮৩ হাজার, নাজমুল হোসেন ৭১ হাজার, জুনায়েদ সিদ্দিকী ৬৭ হাজার, শফিউল ইসলাম ৬৭ হাজার, রুবেল হোসেন ৬০ হাজার, আশরাফুল ৬০ হাজার, ৫১ হাজার ৫শত, ইমরুল কায়েস ৪৪ হাজার ১শত, শাহরিয়ার নাফিস ৪০ হাজার, নাজিমউদ্দিন ২৫ হাজার ও ফরহাদ রেজা শাহাদাত হোসেন ২০ হাজার ডলারে বিক্রি হন।