টপিকঃ ইন্টার্নশীপ নিয়ে কিছু সাহায্য চাই

আমি সিএসটিই তে পড়ি। সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ আমার আগ্রহ।বএর্তমানে ওয়েব সাইট ডিজাইন এন্ড ডেভলপিং এর কাজ করছি কিছু।
ইন্টার্নশীপ যদি নেটওয়ার্কিং এ করি,তা কি আমার সফটওয়ার জব চাহিদার ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে? যদি থাকে তবে তা কি রকম? সাহায্য চাই

Re: ইন্টার্নশীপ নিয়ে কিছু সাহায্য চাই

ইন্টার্নশীপ  এর সাথে জব এর কুন সম্পর্ক নেই । জবে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না যে কথায় আপনি ইন্টার্নশীপ করছেন । এটা নিয়ে চিন্তা করার কিছু নেই  smile

Re: ইন্টার্নশীপ নিয়ে কিছু সাহায্য চাই

Re: ইন্টার্নশীপ নিয়ে কিছু সাহায্য চাই

dream সাহাজ্যের জন্য ফোরামের অভিজ্ঞ কম্পিটার ইঞ্জিনিয়ারদের দ্‌ষ্টি আকর্ষন করছি  thinking

সর্বশেষ সম্পাদনা করেছেন anch (১৭-০১-২০১৩ ২২:৩৫)

Re: ইন্টার্নশীপ নিয়ে কিছু সাহায্য চাই

আমি নিজেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার  । কি শিখাবে তারা এটা না ভাবে আপনি নিজে সেলফ study করে শিখে নিন । এক এক কোম্পানির এক এক নিয়ম । আপনি যেটা ভাল পারবেন বলে মনে হয় সেটা নিয়ে ডুবে যান । সেটা তে পাকাপোক্ত হন ।  smile smile

Re: ইন্টার্নশীপ নিয়ে কিছু সাহায্য চাই

ধন্যবাদ anch ভাইয়া।