Re: মাইক্রোকন্ট্রোলার, রোবট ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন
Re: মাইক্রোকন্ট্রোলার, রোবট ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন
আমি PIC18F4520 দিয়ে কাজ করেছি। প্রোগ্রামার হিসেবে PICKIT3 ব্যবহার করেছিলাম। সফটওয়্যার ছিল MPLAB. এসেম্বলি ভাষা ব্যবহার করে SERIAL COMMUNICATION এর উপর কাজ করেছিলাম।
সে কহিল, ফিরে দেখ; দেখিলাম ফিরি
সন্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।
Re: মাইক্রোকন্ট্রোলার, রোবট ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন
রোবোটের কি হল ?
২৫ ১৮-০১-২০১৩ ০৬:৪৭ সর্বশেষ সম্পাদনা করেছেন শর্তাধীন (১৮-০১-২০১৩ ১০:০১)
Re: মাইক্রোকন্ট্রোলার, রোবট ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন
আমার মতে microcontroller নিয়ে কাজ শুরু করতে চাইলে BASIC language দিয়ে শুরু করুন. পরে প্রয়োজন মতো c তে চলে যাবেন - কখন যাবেন আপনি নিজেই বুঝবেন না . প্রথমেই c নিয়ে শুরু করলে pointer, address বুঝতে বুঝতেই আগ্রহ মিলিয়ে যেতে পারে. যখন বইয়ের পড়ার সাথে অন্যের source code দেখে মেলাতে পারবেন না, তখন আরো হতাশ লাগতে পারে. Programming শেখার সাথে সাথে আপনাকে hardware (microcontroller)এর বিষয়ও শিখতে হচ্ছে. তো একসাথে বেশী চাপে ফলাফল কিছু না হওয়ারই কথা. অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে - বইপত্র, শিক্ষক এবং সমমনা ব্ন্ধু বা 'গুরু' তেমন যখন কিছুই পাবেননা.
আর যদি আপনি খুব মেধাবী হন, তাহলে assembly দিয়ে শুরু করতে পারেন. যদিও এখন আর assembly তে program করা practical না (কয়েকটি ক্ষেত্র ছাড়া). c জানাই যথেষ্ট. এ বিষয়ে বিতর্ক হতে পারে, এবং প্রায়ই হয়. অর্থহীন.
আপনি Arduino শিখতে পারেন. এর জন্য Arduino বোর্ড না হলেও চলে. Usbasp নিজে বানিয়ে নিতে পারেন. এটা দিয়ে Arduino-র program write করতে পারেন. Atmega-8 দিয়ে শুরু করতে পারেন. Arduino ছাড়াও অন্য language ব্যবহার করতে পারেন, যেমন Bascom AVR - BASIC language, খুবই ভালো program, অল্প দাম. পরে নানা ধরনের c আছে, যদি migrate করতে চান.
PIC microcontroller দিয়েও শুরু করতে পারেন. ভালো BASIC language এর একটা protonbasic, এছাড়া আছে picbasic. দাম কিছুটা বেশী. অনেক ধরনের (কোম্পানীর) c language আছে যাতে পরে যেতে পারেন. JDM programmer বানাতে পারেন 200 টাকার মধ্যে, তবে computer এ serial port থাকতে হবে. USB to Serial adapter দিয়ে হবেনা. এছাড়া pickit2 clone usb programmer বানাতে পারেন.
এই pic programmer বা arduino board আপনি পাটুয়াটুলীতে Telecom Spares দোকানে পেতে পারেন. 2 বা 3 হাজার টাকার মতো দাম.
Best of luck.
Re: মাইক্রোকন্ট্রোলার, রোবট ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন
Re: মাইক্রোকন্ট্রোলার, রোবট ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: মাইক্রোকন্ট্রোলার, রোবট ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন
Re: মাইক্রোকন্ট্রোলার, রোবট ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: মাইক্রোকন্ট্রোলার, রোবট ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন
Re: মাইক্রোকন্ট্রোলার, রোবট ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"