Re: সচিত্র বারবীকিউ ২০১২
লেজার লাইট কই থেকে আসলো?
Re: সচিত্র বারবীকিউ ২০১২
Re: সচিত্র বারবীকিউ ২০১২
Re: সচিত্র বারবীকিউ ২০১২
Re: সচিত্র বারবীকিউ ২০১২
আহ আস্ত খাসী।জমজমাট পার্টি করেছেন রে ভাই। আর শেয়ার করার জন্য ধন্যবাদ। দর্শনে অর্ধেক ভোজন।
Re: সচিত্র বারবীকিউ ২০১২
Re: সচিত্র বারবীকিউ ২০১২
লোভ লেগে গেলো।
সামনের ২০ /২১ তারিখের দিকে আমাদের বাসার ছাদে বারবিকিউ করার প্ল্যান করে রেখেছে আমার কাজিনগুলা। প্রতিবার তাদের বাসার ছাদে এই আয়োজন করে। এবার আমাদের বাসার ছাদে করবে।
Re: সচিত্র বারবীকিউ ২০১২
Re: সচিত্র বারবীকিউ ২০১২
ছবিসহ শেয়ার করে জিভে জল আনার জন্য মাইনাস।
বারবীকিউ এর নামে নিমর্ম ভাবে পশু হত্যা খুবই মানবতা বিরোধী কাজ
Re: সচিত্র বারবীকিউ ২০১২
ধন্যবাদ দস্যু ভাই এমন ই আশা করছিলাম যে খাসী নিয়ে টপিক দিবেন।
এবার আমাদের পালা
Re: সচিত্র বারবীকিউ ২০১২
Re: সচিত্র বারবীকিউ ২০১২
Re: সচিত্র বারবীকিউ ২০১২
বাপ রে! মরু দস্যু ভাই, এই পোস্ট তার-ছেঁড়া-কাউয়া দেখলে আপনারেই লোহার শিকে ঢুকিয়ে দেবে কী সুন্দর নধর দেহ!
তাড়াতাড়ি কম্বল ফান্ডে কিছু দিয়ে দিন। নৈলে আপনার বারবিকিউ আমরা এখানে দেখতে চাই না...না, না, না...
ভালৈ মজা করেছেন। পুরা মহল্লা ডেকে নিয়ে এসেছিলেন নাকি? আস্ত খাসী রক্ত সমেত খেয়ে ফেললেন?
Re: সচিত্র বারবীকিউ ২০১২
Re: সচিত্র বারবীকিউ ২০১২
বারবিকিউ মিউ এখনো খাওয়া হয়......... নি
দস্যু ভাই আপনারা অনেক মজা করেন আসলেই এইটাই জীবন ........ যান্ত্রিকতার ফাঁকে এমন আয়োজন করা নিজের জন্য যেমন আনন্দদায়ক তেমনি বাচ্চাদেরও আনন্দের সীমা থাকে না ।
আপনার মেয়ে থালা হাতে দেখে ভাল লাগতাছে ।
Re: সচিত্র বারবীকিউ ২০১২
অনেক দিন বিবিকিউ করা হয়না.. এবার দেখি হান্টিংয়ে গেলে বিগ সাইজ হরিণ মেরে খাবো, তবে শিংওয়ালা গুলা পাওয়া একটু কষ্ট