Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
দারুন লাগল টপিক টা, আমি কি শেয়ার করব বুঝতে পারছিনা। আমিও কিন্তু থ্রিডিতে নবীশ কেউ বিশ্বাস করেন আর নাই করেন। এক বছরের মত হবে শিখতেছি। তারপরেও একটা শেয়ার করছি...
নবিশ!!! তাতেই এই।
আমি বিশ্বাস করুম না।
মাইনাচ খাইবেন কইলাম এইরাম মিথ্যা কইলে।
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
ব্যালেন্ডার নামাইয়া আবার আন ইন্সটল করে দিলাম। এটা আমার জন্য না। যারা মায়া কিংবা 3DSmax ব্যাবহারকারী তাদের জন্য কারন আমি এই ইন্টারফেসে অভ্যস্ত না। আমি Cinema 4D R14 চালাই।
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
ক্রিকেট মাঠ
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
এটা কালকে তৈরী করলাম "সিনেমা 4D R14" এ। জীবনের প্রথম স্কাল্পটিং
২৬ ১৫-০১-২০১৩ ১৪:২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন মোঃজাবেদ হোসেন (১৫-০১-২০১৩ ১৪:২৮)
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
@মেরাজ ভাই চোখ ,ঠোট ,চুল ,নাক তো চরম হইছে ।ফেসটা এরাম ক্যান
? কান কই ?
কালকে রাতে করেছিঃ
কালকে সকালেঃ
আজকেঃ
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
কালকে রাতে করেছিঃ
কিসে করেছেন?
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
3D MAX এর নাম শুনলেই গায়ে জ্বর আসে, Blender এও একই অবস্থা কেউ সহজ উপায়ে 3D বানানোর উপায় বাতলাবেন কি
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
কেউ সহজ উপায়ে 3D বানানোর উপায় বাতলাবেন কি
সিনেমা 4D । পানির মত সহজ।
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
ভুতুরে পরিবেশঃ
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
খুব ভালো হচ্ছে জাবেদ। বেশ ফাস্ট-লার্ণার মনে হচ্ছে তোমাকে।
ভুতুরে পরিবেশঃ
![]()
![]()
![]()
হাশশো ক্যানোওওওওও?
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
খুব ভালো হচ্ছে জাবেদ। বেশ ফাস্ট-লার্ণার মনে হচ্ছে তোমাকে।
অসংখ্য ধন্যবাদ জেলাল ভাই ।আপনার এই একটা কমেন্ট আমাকে যে কি পরিমাণ উত্সাহিত করেছে তা লেখে বুঝানো যাবেনা ।
হাশশো ক্যানোওওওওও?
কারেন্ট চলে গিয়েছিল ।ছবির ক্যাপশন দিয়ে হাসি পেল ।
ক্যাপশন মনে হয়ঃ তারাভরা রাত
দিলে ভাল হত ।
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
থ্রিডির কাজগুলো খুব সুন্দর হচ্ছে
থ্রিডি কি দিয়ে করে তাও তো জানি না
এই মেঘ এই রোদ্দুর
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
শিমুল১৩ ভাই এইটা কি দিয়ে করেছেন ?
৩৬ ১৬-০১-২০১৩ ১৬:৪৭ সর্বশেষ সম্পাদনা করেছেন মোঃজাবেদ হোসেন (১৬-০১-২০১৩ ১৭:১২)
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
আজকে আমাদের বাড়ির উপর দিয়া একখান হেলিকপ্টার উড়াইলাম ।থ্রিডিতে খালি মজার উপরে মজা পাইতেছি
নিচে মামার মাথার উপরে কপ্টার বসাইলামঃ
৩৮ ১৭-০১-২০১৩ ১৮:০৪ সর্বশেষ সম্পাদনা করেছেন শোভন আলম (১৭-০১-২০১৩ ১৮:১৬)
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
শোভন তোমার রেন্ডারে আরো কেরামতি করতে হবে। তাহলে আরো সুন্দর রেন্ডার হবে।