টপিকঃ জার্মানী তে উচ্চশিক্ষা সম্পর্কিত কিছু কথা

লাইফ ইজ এ ড্রামা

Re: জার্মানী তে উচ্চশিক্ষা সম্পর্কিত কিছু কথা

কেউ বাংলা করে দিন। hairpull hairpull

Re: জার্মানী তে উচ্চশিক্ষা সম্পর্কিত কিছু কথা

এমন রাবিশ একটা লেখা। তাই এটার উৎস জানা দরকার, আপনার এই লেখা কারো কাজে আসবে না বরং বিভ্রান্তি ছড়াবে। আপনি লেখাটা কাদের উদ্দেশ্যে লিখছেন ক্লিয়ার না। স্কলার দের জন্য লিখলে আশাকরি তাদের কাছে আপনার লেখা মুল্যহীন। আর ব্যাচেলর বা মাষ্টার্স দের জন্য লিখলে বিভ্রান্তিকর।

স্কলারশীপ এর তথ্য ঠিক আছে কিন্তু প্রথম বছর জার্মানী তে আর দ্বিতীয় বছর অন্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই বাধ্যবাধকতার কথা কই পাইলেন?  আর Erasmus এ দুইটা ইউরোপিয়ান দেশে পড়তে হবে এটার মানে কী?
আপনার ফিডব্যাক মানে কি? স্কলারশীপ কোন নির্দিষ্ট সাব্জেক্টে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই। ইসলামের ইতিহাসেও DAAD স্কলারশীপ পাওয়া সম্ভব যদি ফান্ড থাকে। এখানে প্রোপোজালের ব্যপার আছে। আর DAAD এর স্কলারশীপ পোষ্টগ্রাজুয়েট এর জন্য।

ফান্ড বলতে কিছু নাই মানে কি? স্কলারশীপ আগে নাকি ভর্তি আগে? আপনি যখন কোথাও ভর্তি নিশ্চিত করতে পারবেন তখনই ফান্ড এর জন্য আবেদন করবেন DAAD ছাড়াও অনেক ফান্ডিং সোর্স আছে। DAAD স্কলারশীপ ই একধরনের ফান্ডিং সোর্স।
আর এই Hiwi ই একধরনের RA/TA জব।  সপ্তাহে ১৯ ঘন্টা কাজ করা যাবে কে বলছে? বছরে ৯০ পুরাদিন(৮ঘন্টা) অথবা ১৮০ অর্ধদিন(৪ঘন্টা) কাজ করা যায়। আর এই hiwi জব নির্ভর করে চাহিদার উপর বড় ছোট শহরের কোন ব্যাপার নাই, আর এগুলোর ৬ মাস পরে পাওয়া যাবে এমন কোন নিশ্চয়তা নাই। এই ধরনের জব পায় খুব ভাল ছাত্ররা।

IELTS/TOEFL/GRE ছাড়া জার্মানীতে ইউনিভার্সিটিতে ভর্তি হবার কথা চিন্তাও কইরেন না। ইউনিভার্সিটি অব অ্যাপলাইড সাইন্স এ সম্ভব হয অনেক সময়।

সেমেষ্টার ফির এই গাজাখুরি তথ্য কই পাইছেন? সোস্যাল ফি কি? কোর্ট ডিসিশনে কি আসে যায়? প্রোভিন্স কই পাইলেন জার্মানীতে? জার্মানীতে আছে ফেডারেল ষ্টেট বা বুন্ডেসল্যান্ডার, এরা ঠিক করে তাদের ষ্টেট এ টিউশিন ফিস নিবে কিনা, প্রভিন্স আর ফেডারেল ষ্টেট এর পার্থক্য বুঝতে হবে। মোষ্টলি সাবেক ইষ্টার্ন জার্মানীতে কোন টিউশিন ফিশ নাই, শুধু ষ্টুডেন্ট সার্ভিস ফিস এবং সেমেষ্টার টিকিট এর টাকা দিতে হয, যার কন নির্দিষ্ট অঙ্ক নাই নির্ভর করে শহরের উপরে। ওয়েষ্টের দিকের শহরে ৫০০ ইউরো পর্যন্ত নিয়ে থাকে + ষ্টুডেন্ট সার্ভিস ফিস এবং সেমেষ্টার টিকিট।
Living cost এর কোন ঠিক নাই। বিগ সিটি হলেই খরচ বেশী একন কোন কথা নাই, যেমন বার্লিন বড় শহর কিন্তু খরচ কম। আর ট্রান্সপোর্ট নির্ভর করে সেমেষ্টার টিকিট এবং লোকাল ট্রান্সপোর্ট কোম্পানীর নেটওয়ার্কের উপর, এটা কখনই সবসময় একটা পুরো ফেডারেল ষ্টেট বা বুন্ডেসল্যান্ডার কাভার করেনা। এবং এটা মোটেই ফ্রি না, এর জন্য প্রতি সেমেষ্টারে পে করতে হয়।

আর এডুকেশন সিষ্টেম এতটা রিজিড না, ক্লেকজিবিলিটির ও ব্যবস্থা আছে। তবে ফাইনাল exam-ই সব।
সব ইন্টারন্যাশনাল M. Sc ইংরেজীতে কথাটা ঠিক না ফ্রেন্স, স্পানিশ বা অন্য ভাষায়ও হতে পারে, তবে লাঙ্গুয়েজ না জানতে একটু ঝামেলা হয তারপরের জার্মান রা ইউরোপিয়ানদের(ইংল্যান্ড বাদে) মধ্যে সবচেয়ে বেশী ইংরেজি বলে মোট জনসংখার ৫৬ ভাগ, বিশ্বে ৬ নম্বর।

Re: জার্মানী তে উচ্চশিক্ষা সম্পর্কিত কিছু কথা

বাবু ভাই......... thanks for your experienced writing. বাংলা ভাল লিখতে পারি না তই SORRY.
I have one Question for you.........
i knew German people hate English is that false?(since you mentioned more than 50% people speak English there)
And also wanna know the difference between প্রভিন্স আর ফেডারেল ষ্টেট.

@@By the deth of someone the world loses nothing it's
      simply the transformation of souls
      from the planet **

Re: জার্মানী তে উচ্চশিক্ষা সম্পর্কিত কিছু কথা

খারাপ লিখেন নাই।এই তথ্যগুলো আগেও জানতাম।এখন আরেকটু ক্লীয়ার হলাম।