টপিকঃ ফোনেটিক টাইপিং স্ক্রিপ্ট এর আপডেট
সকলের অবগতির জন্য জানাচ্ছি যে ফোরামের বিল্টইন টাইপিং স্ক্রিপ্টের মধ্যে ফোনেটিক টাইপিং স্ক্রিপ্টকে আপডেট করা হয়েছে।
ফোনেটিক স্ক্রিপ্ট টি আপডেট এর ফলে আরও দ্রুত টাইপ করা যাবে।
তথাপি, স্ক্রিপ্টটি আপডেটের ফলে কেউ কোন সমস্যা পেলে তা এই থ্রেডে জানাবেন।
নতুন স্ক্রিপ্ট কার্যকর হওয়ার জন্য Ctrl + F5 চাপতে হতে পারে। অন্যথায় ব্রাউজার ক্যাশ থেকে পূর্বের ফাইলটি লোড হবে।
ধন্যবাদ।