টপিকঃ পরীক্ষার রেজাল্ট পাচ্ছি না
প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা রেজাল্ট বের করতে পারছিনা, সাইট ভিজি। দুপুরে দিচ্ছে জে.এস.সি রেজাল্ট এখনই সাইট ভিজি দেখায়। সাইটে ঢুকার কোন বিকল্প ব্যবস্থা থাকলে একটু জানান।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » পরীক্ষার রেজাল্ট পাচ্ছি না
প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা রেজাল্ট বের করতে পারছিনা, সাইট ভিজি। দুপুরে দিচ্ছে জে.এস.সি রেজাল্ট এখনই সাইট ভিজি দেখায়। সাইটে ঢুকার কোন বিকল্প ব্যবস্থা থাকলে একটু জানান।
প্রতিটা রেজাল্ট আউটের দিনেই এই সাইটের এ অবস্থা থাকে। রেজাল্ট সাইটে পাবিলিশড হবে বেলা ৪টার পর।
JSC/JDC/Equivalent result 2012 will be published after 04.00pm on December 27, 2012
লোল প্রতি রেজাল্ট আউটের সময় বাংলাদেশের ব্লগ সাইটগুলোর পোয়াবারো
প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা রেজাল্ট বের করতে পারছিনা, সাইট ভিজি। দুপুরে দিচ্ছে জে.এস.সি রেজাল্ট এখনই সাইট ভিজি দেখায়। সাইটে ঢুকার কোন বিকল্প ব্যবস্থা থাকলে একটু জানান।
প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা রেজাল্ট এখানে পাবেন
সমাপনী পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছে পাবেন http://dpe.teletalk.com.bd/dpe.php এই লিংকে।
প্রতিটা রেজাল্ট আউটের দিনেই এই সাইটের এ অবস্থা থাকে। রেজাল্ট সাইটে পাবিলিশড হবে বেলা ৪টার পর।
একেই বলে ডিজিটাল বাংলাদেশ।
প্রতিটা রেজাল্ট আউটের দিনেই এই সাইটের এ অবস্থা থাকে। রেজাল্ট সাইটে পাবিলিশড হবে বেলা ৪টার পর।
এ বছর তো এই সমস্যা হবার কথা না। ওরা তো এখন ক্লাউড ব্যবহার করছে।
আমি তো দেড়টার দিকেই দেখলাম কয়েকটা রেজাল্ট, ঠিকমতই দেখা গেল
রেজাল্ট অলরেডি পাওয়া যাচ্ছে, JSC/JDC পরীক্ষার রেজাল্ট বেলা দুটার পর থেকেই পাওয়া যাবে লিখা ছিলো সাইটে, সাইটে কোন সমস্যা ছাড়াই ঢুকতে পারছি- http://www.educationboardresults.gov.bd/lite/index.php
কই এবার তো রেজাল্টের পেজ তো বেশ স্মথলি আসল প্রতি বারেই।
আগের বারগুলোর অবস্থা অনেক করুণ ছিলো।
টেলিটকের লিংকটা সুবিধাজনক ও পরিপাটি মনে হলো।
রেজাল্ট পেজে কোন সমস্যা দেখছি না প্রায় ৩০ মিনিট আগে ভাগ্নের রেজাল্ট (3.50) দেখলাম। খুবই তাড়াতাড়ি লোড হল। সম্ভবত এখনও কেউ জানেনা যে সময় পরিবর্তন করে বেলা ২টায় রেজাল্ট দেয়া হচ্ছে।
সম্ভবত এখনও কেউ জানেনা যে সময় পরিবর্তন করে বেলা ২টায় রেজাল্ট দেয়া হচ্ছে।
আমি দেড়টার সময়ই পেয়েছি, যদিও পেজের নিচে লেখা ছিল after 2pm কিন্তু সাবমিট দিলাম রেজাল্ট ঠিকই আসল।
রেজাল্ট দিছে । দেখতে পারেন।
http://dpe.teletalk.com.bd/dpe.php
আমার রেজাল্ট পেয়েছি
রাবেয়াকে অভিনন্দন !
আমার ছোট বোনের রেজাল্ট ১২ টার সময়ে দেখেছিলা,ও gpa 5 পেয়েছে,আড়াইটা পর্যন্তও সার্ভার ভালো ছিলো।ভাই এখন থেকে তো স্মুথলি "surver time out" লেখা দেখাচ্ছে।ক্লাউড তাহলে চাপ সামলাতে কি পারছে না?
আমার রেজাল্ট পেয়েছি
![]()
![]()
অভিনন্দন .
GPA-?
অন্যান্য বারের চেয়ে সাইটের অবস্থা বেশ ভাল। আমি আমার ২ কেবি স্পিডের ইন্টারনেট দিয়েই প্রায় অর্ধশতক রেজাল্ট দেখে ফেললুম, কিন্তু একটাও GPA 5 পেলুম না কপালে বোধ হয় এবারো মিষ্টি খাওয়া জুটলনা
আমার ছোট ছেলে (তাসিন) এর প্রাথমিক সমাপনী পরীক্ষা রেজাল্ট ১১.৩০ টার সময়ে দেখেছি, -সে জিপিএ ৫ পেয়েছে
আমার ছোট ছেলে (তাসিন) এর প্রাথমিক সমাপনী পরীক্ষা রেজাল্ট ১১.৩০ টার সময়ে দেখেছি, -সে জিপিএ ৫ পেয়েছে
অভিনন্দন .
GPA-?
আমার ছোট বোনের রেজাল্ট ১২ টার সময়ে দেখেছিলা,ও gpa 5 পেয়েছে,আড়াইটা পর্যন্তও সার্ভার ভালো ছিলো।ভাই এখন থেকে তো স্মুথলি "surver time out" লেখা দেখাচ্ছে।ক্লাউড তাহলে চাপ সামলাতে কি পারছে না?
রাবেয়াকে অভিনন্দন !
ধন্যবাদ
আমি তো ৫ পাই নাই
পেয়েছি ৪.৮৯
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » পরীক্ষার রেজাল্ট পাচ্ছি না
০.০৯২১৩৩০৪৫১৯৬৫৩৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৯৪৪২৩৯৬৮৯০৫৪ টি কোয়েরী চলেছে