টপিকঃ ৬০ বছর নামাজ না পরলে কত দিন জাহান্নামে থাকতে হবে ?
আমি আল্লাহ কে মানি ও ভালো পথে চলি। কিন্তু জুম্মা ও ঈদের ছাড়া অন্য নামাজ পরি না। তাহলে ৬০ বছরের (ধরলাম ৭২ বছর বাঁচবো) ফরয নামাজ বাকির জন্য কত দিন জাহান্নামে থাকতে হবে ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » জানা-অজানা » ৬০ বছর নামাজ না পরলে কত দিন জাহান্নামে থাকতে হবে ?
আমি আল্লাহ কে মানি ও ভালো পথে চলি। কিন্তু জুম্মা ও ঈদের ছাড়া অন্য নামাজ পরি না। তাহলে ৬০ বছরের (ধরলাম ৭২ বছর বাঁচবো) ফরয নামাজ বাকির জন্য কত দিন জাহান্নামে থাকতে হবে ?
আমার খালি ফজরের নামাজ ইদানিং কালে বেশ মিস যাচ্ছে, বাকি সময়ের নামাজ সমূহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আদায় করতে পারি।
দোয়া করবেন যেন, ফজরও কন্টিনিউ করতে পারি।
তওবা করে আবার নিয়মিত নামাজ পড়লে আল্লাহ্ আগের সব গুনাহ্ মাফ করে দিবেন.
অন্তত কিতাব অনুযায়ী তো তাই - যে তওবা করলে আল্লাহ্ মাফ করবেন, আর আল্লাহর দয়া সীমাহীন.
এখন কেউ যদি আল্লাহর সাথে ঠাট্টা করে, বা এধরনের তওবা করে - তাহলে আল্লাহও তার সাথে একসময় ঠাট্টা করবেন. যেটা সবচেয়ে ভয়াবহ শাস্তির একটা বলে মনে করি. আপনি হয়তো এস্তেদরাজ এর বিষয়ে জানেন.
আরেকটা হাদীসে আছে, বেহেস্তের দরজা পর্যন্ত নিয়ে দোযখে প্রবেশ করানো হবে. এখন আল্লাহর সব ঠাট্টা যে এটাই হবে, তা ভাবার কোন কারন নেই. আরো বুদ্ধিমানের জন্য হয়তো আরো সুক্ষ, কৌশলী ঠাট্টা - সময়ের তো অভাব নেই, অনন্তকাল রয়েছে - খেলা চলবে.
আল্লাহ্ মাফ করুক.
কাগজ কলম নিয়ে গুনতে বসেন দুই টাইমলাইন সম্পর্কে জেনে.. ভালো ম্যথেমেটিক্স প্র্যক্টিস হবে
Btw. আপনি এখনই যে মরে যাবেননা সে গ্যারান্টি কে দিবে?
ভাই আপনি এখনই নামায শুরু করুন এবং প্রতি ওয়াক্তে প্রতি ওয়াক্তের কাযা নামায পড়া শুরু করুন
কাযা নামায আদায় হয়ে গেছে পরবর্তী নামাযগুলো নফল সওয়াব পাবেন । ......... এসব চিন্তা ভাবনা করে চলতে থাকলে আপনার বুঝা ভারি হতেই থাকতে এত চিন্তার দরকার নাই ............ দৃঢ় বিশ্বাস রেখে নামায আদায় শুরু করুন ..........
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » জানা-অজানা » ৬০ বছর নামাজ না পরলে কত দিন জাহান্নামে থাকতে হবে ?
০.০৬৯১৫৬১৬৯৮৯১৩৫৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬১.৩৪৮৩৫১০৬৯৭৭১ টি কোয়েরী চলেছে