টপিকঃ মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল ।
ক্রিকেটের অপর নাম সাচিন টেনডুলকার। যাকে গড অফ ক্রিকেট বলা হয়।কিন্তু দুঃখের বিষয় আজ থেকে তাকে  আর দেখা যাবে না রঙ্গিন পোশাকে। আজ ই ঘোষণা দিলেন ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন এই গড অফ ক্রিকেট এবং লিটেল মাস্টার। ক্রিকেট এ তার অবদান অনেক এবং প্রাপ্তিও অনেক।পুরো ক্রিকেট দুনিয়া এ মিস করবে তাকে।মিস করবো আমরাও sad sad sad sad।মায়ান ক্যালেন্ডার এ বলা হয়েছিল ২০১২ তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু পৃথিবী ধ্বংস না হলেও পুরো ক্রিকেট দুনিয়াটা যে ধ্বংস হচ্ছে যাচ্ছে সাচিন  এর এই বিদায় এ। তাই ই মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল ।

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

আংকেলের একেবারে বিদায় নেয়া উচিৎ ছিল। এই বুড়া বয়সে আর কত খেলবে?

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

কি awful লজিক!!!!

যাই হোক.. শচীনকে আসলেই মিস করবো.. ওর খেলা দেখা হতো পিচ্চি থাকতে পরে বড়ো হয়ে যখনই স্কোরের খবর শুনেছি তখনই ওর স্টায়ল গুলা চোখে ভাসতো.. বেস্ট ক্রিকেটার এভার!!!!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

শচীনের ফর্ম আজকাল ভালো নেই, দীর্ঘদিন ধরেই রান খরায় ভুগছে সে, আসন্ন পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজের দলে তাঁকে রাখা হবেনা বলে জোর গুজব উঠেছিলো, সেই সাথে আরেক ক্রিকেট তারকা রিকি পন্টিংয়ের অবসরের পর শচীনের উপর চাপও বেড়ে গিয়েছিলো...সবমিলিয়ে শচীনের অবসরের সিদ্ধান্ত সঠিক বলেই মনে করি। তবে ক্রিকেটের জগতে শচীনের রেকর্ড ও অবদানের কথা সবাই স্মরণ করবে।

মুক্ত অভি'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

সর্বশেষ সম্পাদনা করেছেন arnob216 (২৩-১২-২০১২ ১৬:০৬)

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

সদা বিনয়ী এই ক্রিকেটারকে মানুষ আজীবন মনে রাখবে।
আসলে তার বিদায়টা এইভাবে না হয়ে,কোন ১টা ম্যাচের মাধ্যমে হলে ভালো হতো।
অনেক মিস করবো তাকে এবং তার ব্যাটিং কে। sad

ভাবতে ভীষন অবাক লাগে............নেই আমি আর আগের মত

১১

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

১২

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

১৩

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

আফসোস এটাই যে ওয়ান ডে তে ৪৯ টি শতরান আর ৯৬ টি অর্ধশতরান । ৫০ আর ১০০ করে বিদায় নিলেই ভালো ছিল ।

১৪

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

১৫

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন নির্ঝর (২৩-১২-২০১২ ১৮:৩০)

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

১৭

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

১৮

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

১৯

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

শচীন স্বার্থপর না হলে বিশ্বকাপ জয় করার পরই রিটায়ার্মেন্ট এ চলে যেত। কিন্তু সে ১০০ তম ১০০ এর লোভ সামলাতে পারে নাই। এবিষয়ে আমি তুলে আনবো সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের কথা। উনি চাইলেই আরেক ম্যাচ খেলে ১০০ এভারেজ করে ফেলতে পারতেন। কিন্তু ওনার কাছে নিজের এই ক্ষুদ্র পাওনার চেয়ে দলের দাম অনেক বেশি ছিল বলেই তার আর করেননি। তিনি শ্রদ্ধার প্রাপক ছিলেন বলেই টেইলর সু্যোগ থাকা সত্ত্বেও তার করা সর্বোচ্চ রানের টেস্ট ইনিংসটি ভাংগার আগেই ডিক্লেয়ার করে ফেলে। এরপর আছে, রিকি পয়েন্টিং এর নাম। উনি ইচ্ছে করলেই দলে পড়ে থাকার চেষ্টা করতে পারতেন, কারণ আরেকটা টেস্ট ম্যাচ খেলতে পারলে তিনিই হয়ে যেতেন অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ টেস্ট খেলা প্লেয়ার। কিন্তু স্টিভ ওয়াহ এর প্রতি শ্রদ্ধা থেকেই উনি তা না করে নিজ থেকে অবসরের ঘোষনা দিয়েছেন। শেন ওয়ার্নের কথাই ধরুন, এখনো খেলে যাওয়ার যে ক্ষমতা আছে তা সে বিগ ব্যাস এ প্রমান করছে। ইচ্ছে করলেই সে কিংবা মুরালীধরণ ১০০০ উইকেট শিকার করতে পারতেন। কিন্তু দুজনই দলীয় স্বার্থের কথা চিন্তা করে অবসর গ্রহণ করে ফেলেন। আমার দেয়া উপরের উদাহরণের খেলোয়াররা হচ্ছে সম্মানের অধিকারী, তারা হচ্ছে গ্রেট খেলোওয়ার। এজন্য তাদের রেকর্ড ভাঙ্গার আগে অন্য প্লেয়াররা একবার চিন্তা করে নিবে যে সেটা ভাংগবে নাকি না। কিন্তু শচীন টেন্ডুলকারের মত স্বার্থপর খেলোওয়াড়দের রেকর্ড ভাংগার আগে কেউ একবারও চিন্তা করবে না।

২০

Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল

আমিতো ভাবছিলাম মায়ান ক্যালেন্ডারে শচীনরে নিয়া কি ভবিষৎ বাণী করল whats_the_matter

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত