টপিকঃ মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল
মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল ।
ক্রিকেটের অপর নাম সাচিন টেনডুলকার। যাকে গড অফ ক্রিকেট বলা হয়।কিন্তু দুঃখের বিষয় আজ থেকে তাকে আর দেখা যাবে না রঙ্গিন পোশাকে। আজ ই ঘোষণা দিলেন ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন এই গড অফ ক্রিকেট এবং লিটেল মাস্টার। ক্রিকেট এ তার অবদান অনেক এবং প্রাপ্তিও অনেক।পুরো ক্রিকেট দুনিয়া এ মিস করবে তাকে।মিস করবো আমরাও
।মায়ান ক্যালেন্ডার এ বলা হয়েছিল ২০১২ তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু পৃথিবী ধ্বংস না হলেও পুরো ক্রিকেট দুনিয়াটা যে ধ্বংস হচ্ছে যাচ্ছে সাচিন এর এই বিদায় এ। তাই ই মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল ।