টপিকঃ জলতাংক রোগের লক্ষণগুলো ও প্রতিকার কি ?
গত একমাস পূর্বে আমার আম্মা আবছা আলোতে (সম্পূর্ণ আলো নয় ) এমন একটি রুমে বসে পা ঝুলাচ্ছিল । হঠাত্ কোন এক প্রকারের প্রাণী যেন আমার আম্মার পা এর কনিষ্ট আঙ্গুলে কামড় দেয় । সাপ নয় এমন ধরনের প্রাণী একাজটি করেছে এমনটি শিউর হলাম অর্থাত্ চিকা নামে এক ধরনের প্রাণী । তবুও সাথে সাথে পা বেঁধে ব্লেড দিয়ে কেঁটে রক্ত বের করে দেই । পরের দিন একজন এমবিবিএস ডাক্তার (বিসিএস) কে ঘটনাটি বললে তিনি বলেন যেহুতু ২৪ ঘন্টা পার হয়েছে সেহেতু কোন প্রবলেম হবে না । তবুও টেট্রা ৫০০ খাওয়াইয়া দিন । পরে তার পরমর্শ মতো কাজ করি । কিন্তু গত ৩ দিন যাবাত্আমার আম্মার মাথা ঘোরায় অর্থাত্ মাথার ভেতর অস্থিরতা বিরাজ করে ও মাথা দিয়ে প্রচন্ড ঘাম ঝরে । এখন বুঝতে পারছি না কি হয়েছে আমার আম্মার । জলতাংক রোগের কি এসব লক্ষণ বা এ রোগের প্রতিকার কি জানালে উপকৃত হব ।