টপিকঃ কানাডায় এমবিএ করতে চাচ্ছি...... সঠিক তথ্য প্রয়োজন ।
আমি কানাডায় MBA করতে চাচ্ছি । তবে মনেহয় স্কলারশিপ পাওয়া সম্ভব নয়। তার মানে self-funding...!নেটে ঘাটাঘাটি করলাম......কয়েকটা বিষয়ে স্পষ্ট ধারণা পাইনি।
তাই প্রশ্ন,
১. সপ্তাহে বিশ ঘণ্টা পার্ট টাইম কাজ করে টিউসন-ফি এবং লিভিং-কস্ট যোগাড় করা সম্ভব???
২. উইন্টার ভেকেসানে ফুল-টাইম কাজ করা সম্ভব???