টপিকঃ Windows7 setup হচ্ছেনা

আমার PC তে Windows7 setup হচ্ছেনা।
এখন আমি এক্সপি ইউজ করছি। জানিনা হঠাত করে কেন সমস্যা হল।
আমার সিস্টেম হল
Core2Duo 2.40 Ghz
RAM 2GB DDR2

সমাধান দিলে উপকৃত হব।

Re: Windows7 setup হচ্ছেনা

বি স্পেসিফিক!
এক্সাক্টলি কি সমস্যা হচ্ছে ? কোন জায়গায় গিয়ে সমস্যা হচ্ছে ? এগুলো বলুন।

Re: Windows7 setup হচ্ছেনা

আরেকটা টপিকেও তো সমস্যা পোস্ট করেছেন। ওখানে জানতে চেয়েছিলাম, বুট ডিভাইস হিসেবে ডিভিডি/সিডি ড্রাইভ প্রথম অপশন হিসেবে দেয়া আছে? দেয়া থাকলে সিডি ভেতরে থাকা অবস্থায় পিসি চালু/ রিস্টার্ট দিলে "Press any key to boot from cd" দেখাবে। সেটা কি দেখায়?

Re: Windows7 setup হচ্ছেনা

আপ্নি সেটাপ দিতে পারেনতো?

Re: Windows7 setup হচ্ছেনা

আপনি সিডি ইন করে সরাসরি সেটাপ দেয়ার চেস্টা করতে পারেন । আগে দেখুন সিডি পার্ফম করে কিনা  hmm

সর্বশেষ সম্পাদনা করেছেন কবুতর (২১-১২-২০১২ ০১:৪২)

Re: Windows7 setup হচ্ছেনা

Re: Windows7 setup হচ্ছেনা

আপনার মাদারবোর্ড কি?

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: Windows7 setup হচ্ছেনা