সর্বশেষ সম্পাদনা করেছেন বিবাহিত ব্যাচেলর (১৯-১২-২০১২ ২১:৪৮)

টপিকঃ আমার বিপিএল ভাবনা.......

আগামীকাল বাংলাদেশের জমজমাট ক্রিকেট আসর বিপিএল এর নিলাম । বাংলাদেশের মোটামুটি মানের একজন ক্রিকেট অনুরাগীও এই সংবাদটা জানেন । আমার মত অনেকের কাছেই বিপিএল একটা আনন্দের উপলক্ষ ,প্রিয় ক্রিকেটারদের বুম-বুম শটগুলো কাছ থেকে দেখার একটা সুযোগ। অনেকেই আছেন যারা বিপিএল এর সমালোচনায় চরম মুখর ।অবশ্য অনেক ক্ষেত্রেই তাদের এই সমালোচনা যৌক্তিক বটে ।আমি ব্যাক্তিগতভাবে বিপিএলকে বাংলাদেশের ক্রিকেটের জন্য উপকারী-ই মনে করি ।তবে আমি এর মাধ্যমে কোনোভাবেই ওইসকল বিজ্ঞ সমালোচকদের যৌক্তিগুলোকে অগ্রাজ়্যও করছিনা ।তাদের যৌক্তিগুলোর(যেমনঃবিদেশি খেলোয়াড় সংখ্যা একাদশে ৫ জন থেকে কমিয়ে আনা,বাংলাদেশি খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে অধিনায়ক দেয়া,আইপিএলকে কপি না করা প্রভৃতি) সাথে বরং আমিও একমত। তবে আমি মনে করি,এই বিষয়গুলো বিপিএল আয়োজনের যৌক্তিকতাকে চ্যালেঞ্জ জানানোর জন্য কখনোই যথেষ্ট নয় । বিপিএল প্রথমবার অনেক তড়িঘড়ি করে আয়োজন করা হয়েছে,তাই অনেক ভুল-ভ্রান্তি হয়েছে বৈকি । তবে বিপিএলকে আমার কাছে এসএলপিএল এর চাইতেও বেশি উপভোগ্য আর গ্রহনযোগ্য মনে হয়েছে ।তাছাড়া আমাদের এই বিপিএল অনেকাংশে সার্থ্বপর ভারতের আইপিএলকেও চ্যালেঞ্জ জানাতে পেরেছে ।আনামূল,মুমিনুল,জিয়া'র মত খেলোয়াড়দের কনফিডেন্স বাড়াতে সাহায্য করেছে।মুশফিক,রিয়াদ,নাসির'দের শট খেলতে আরও আত্মপ্রত্যয়ী করেছে,যার সুফল আমরা এশিয়া কাপ এবং সদ্যসমাপ্ত ওয়েস্ট-ইন্ডিজ সিরিজে দেখেছি । তাই এতসব ভাল দিকগুলোর কথা চিন্তা করে আমাদের উচিত বিপিএল কে সমর্থন করা আর উপভোগ করা । বিপিএল বাংলাদেশের ক্রিকেটে ভাল কিছু নিয়ে আসবেই,আমি একশভাগ নিশ্চিত ।

>>>আমার ব্যাক্তিগত মতামত,ভুলগুলো ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ>>>

আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী...........

Re: আমার বিপিএল ভাবনা.......

পাকিরা না আসলে BPL জমবে না।

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: আমার বিপিএল ভাবনা.......

bpl valoi hoice

জীবে দয়া করে যেই জন  সেইজন সেবিছে ঈশ্বর...

Re: আমার বিপিএল ভাবনা.......

আমাদের বিপিএল কে দুই ভাবে সফল করা যাবেঃ
১) ক্রিকেটীয় প্রেক্ষাপট
২) ব্যবসায়িক প্রেক্ষাপট

এখন ক্রিকেটীয় প্রেক্ষাপট থেকে দেখলে বিদেশি খেলোওয়াড় দের দরকার আছে। কিন্তু তা প্রতি দলে ৩ জনের বেশি না। ১ জন বোলার, ১ জন ব্যাটসম্যান আর ১ জন অলরাউন্ডার হলেই চলে। এর কারন হচ্ছে, বিপিএল কে আমাদের নিতে হবে ট্রেনিং গ্রাউন্ড হিসাবে। সেই ট্রেইনিং গ্রাউন্ডে প্রতিটি পর্যায়ের উন্নতি করার সু্যোগ থাকা উচিত। বিদেশি খেলোওয়াড়দের সাথে খেললে, আমাদের বৈদিশিক ভীতিটা একটু কমে যাবে এবং সাথে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতেও পারবো। এখন ব্যবসায়িক প্রেক্ষাপট থেকে দেখলে, বিপিএল এর সফলতার জন্য অবশ্যই ছয় চার পেটানো খেলোওয়াড় অথবা উইকেট উপড়ে ফেলা বোলার লাগবে, যা দূর্ভাগ্যজনক হলেও আমাদের দেশ এ নাই। তাই যত বেশি খেলানো সম্ভব, বিনিয়োগকারীরা তত বেশি বিদেশি খেলাতে চাইবে। এই ক্ষেত্রে দর্শক হিসাবে আমাদের যোগ্য পদক্ষেপ হতে পারে, যেই ম্যাচ এ বিদেশি প্লেয়ার কম খেলবে সেই ম্যাচে অন্যান্য ম্যাচ অপেক্ষা বেশি যাওয়া এবং আমাদের নিজস্ব খেলোওয়ারদের উৎসাহিত করা। আমাদের কাজই বলে দিবে আমরা কি চাই, এভাবে ফেসবুক অথবা ফোরামে বসে লেখালেখি করলে আসলে কোনো লাভ হবে না।

Re: আমার বিপিএল ভাবনা.......

আপনি ঠিক-ই বলেছেন,আমরাই পারি বিপিএল এর সফলতা আর বিফলতাকে নির্দিষ্ট করতে । এর জন্য সবচেয়ে আগে প্রয়োজন পজিটিভ মানসিকতা নিয়ে খেলা উপভোগ করা ।বিপিএল এর আরও দু-একটা এডিশন যাকনা,তারপর নাহয় আমরা বিকল্প ভাববো । আপনার মতামতের জন্য ধন্যবাদ ।

আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী...........