টপিকঃ আমার বিপিএল ভাবনা.......
আগামীকাল বাংলাদেশের জমজমাট ক্রিকেট আসর বিপিএল এর নিলাম । বাংলাদেশের মোটামুটি মানের একজন ক্রিকেট অনুরাগীও এই সংবাদটা জানেন । আমার মত অনেকের কাছেই বিপিএল একটা আনন্দের উপলক্ষ ,প্রিয় ক্রিকেটারদের বুম-বুম শটগুলো কাছ থেকে দেখার একটা সুযোগ। অনেকেই আছেন যারা বিপিএল এর সমালোচনায় চরম মুখর ।অবশ্য অনেক ক্ষেত্রেই তাদের এই সমালোচনা যৌক্তিক বটে ।আমি ব্যাক্তিগতভাবে বিপিএলকে বাংলাদেশের ক্রিকেটের জন্য উপকারী-ই মনে করি ।তবে আমি এর মাধ্যমে কোনোভাবেই ওইসকল বিজ্ঞ সমালোচকদের যৌক্তিগুলোকে অগ্রাজ়্যও করছিনা ।তাদের যৌক্তিগুলোর(যেমনঃবিদেশি খেলোয়াড় সংখ্যা একাদশে ৫ জন থেকে কমিয়ে আনা,বাংলাদেশি খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে অধিনায়ক দেয়া,আইপিএলকে কপি না করা প্রভৃতি) সাথে বরং আমিও একমত। তবে আমি মনে করি,এই বিষয়গুলো বিপিএল আয়োজনের যৌক্তিকতাকে চ্যালেঞ্জ জানানোর জন্য কখনোই যথেষ্ট নয় । বিপিএল প্রথমবার অনেক তড়িঘড়ি করে আয়োজন করা হয়েছে,তাই অনেক ভুল-ভ্রান্তি হয়েছে বৈকি । তবে বিপিএলকে আমার কাছে এসএলপিএল এর চাইতেও বেশি উপভোগ্য আর গ্রহনযোগ্য মনে হয়েছে ।তাছাড়া আমাদের এই বিপিএল অনেকাংশে সার্থ্বপর ভারতের আইপিএলকেও চ্যালেঞ্জ জানাতে পেরেছে ।আনামূল,মুমিনুল,জিয়া'র মত খেলোয়াড়দের কনফিডেন্স বাড়াতে সাহায্য করেছে।মুশফিক,রিয়াদ,নাসির'দের শট খেলতে আরও আত্মপ্রত্যয়ী করেছে,যার সুফল আমরা এশিয়া কাপ এবং সদ্যসমাপ্ত ওয়েস্ট-ইন্ডিজ সিরিজে দেখেছি । তাই এতসব ভাল দিকগুলোর কথা চিন্তা করে আমাদের উচিত বিপিএল কে সমর্থন করা আর উপভোগ করা । বিপিএল বাংলাদেশের ক্রিকেটে ভাল কিছু নিয়ে আসবেই,আমি একশভাগ নিশ্চিত ।
>>>আমার ব্যাক্তিগত মতামত,ভুলগুলো ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ>>>
আমার একলা লাগে ভারী...........