সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (১৩-১২-২০১২ ০১:১৪)

টপিকঃ ইংল্যান্ড চলে গেলেন সাকলাইন মুস্তাক

বিসিবির সঙ্গে সাকলাইন মুস্তাকের চার মাসের চুক্তি শেষ হয় ১১ই ডিসেম্বর। তার যাওয়ার কথা ছিল ১৩ই ডিসেম্বর। কিন্তু ১১ই ডিসেম্বরই তিনি ইংল্যান্ড চলে গেছেন। মূলত পরিবারের সদস্যদের জন্যই তিনি আর অপেক্ষা করতে পারেননি। সাকলাইন তার সংক্ষিপ্ত সময়ের ছোঁয়ায় বাংলাদেশের স্পিনারদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেই প্রমাণও রেখেছে বাংলাদেশের স্পিনাররা। তবে এ যাওয়াই শেষ যাওয়া নয়। সাকলাইন মুস্তাক আবারও আসবেন বাংলাদেশে। সব কিছু ঠিক থাকলে মার্চে শ্রীলঙ্কা সফরের আগে ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি বাংলাদেশে আসতে পারেন। সাকলাইন মুস্তাক বাংলাদেশে এসেছিলেন ১১ই আগস্ট। মূলত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তাকে নিয়ে আসা হয়। কিন্তু  গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বাধা টপকাতে পারেনি বাংলাদেশ। পরের এসাইন্টমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ। দুই টেস্টের সিরিজে হারলেও লড়াইটা হয় ভালই। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের এ রকম সাফল্যের নেপথ্যে ছিল স্পিনারদের দাপট।

Re: ইংল্যান্ড চলে গেলেন সাকলাইন মুস্তাক

আশা করি খুব তারাতারি ব্যাক করবেন ভদ্রলোক।

আরাফাত জাহান কুয়াশা'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: ইংল্যান্ড চলে গেলেন সাকলাইন মুস্তাক

ভাই নামের হেডিং বদলান। আমি ভেবেছিলাম উনি ইন্নালিল্লাহ হয়েছেন।

Re: ইংল্যান্ড চলে গেলেন সাকলাইন মুস্তাক

Re: ইংল্যান্ড চলে গেলেন সাকলাইন মুস্তাক

আমি মোবাইলে  টপিকটি দেখে সত্যিই ঘাবড়ে গেছিলাম

ধন্যবাদ হেডিং বদলানোর জন্য

Re: ইংল্যান্ড চলে গেলেন সাকলাইন মুস্তাক

Great !

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: ইংল্যান্ড চলে গেলেন সাকলাইন মুস্তাক

তিনি একজন প্রশিক্ষকই ছিলেন না। ভালো মটিভেটর ও ছিলেন। যা একান্তই প্রয়োজন সব খেলয়াড়দের জন্য।  thumbs_up

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: ইংল্যান্ড চলে গেলেন সাকলাইন মুস্তাক

আশা করছি কোচকে আবারো বিডি টিম পাবে!

Re: ইংল্যান্ড চলে গেলেন সাকলাইন মুস্তাক

বাংলাদেশের পিচে স্পিনাররা বরাবরই ভালো। এখানে স্যাকলাইনের কতখানি কাজ আছে বলা মুস্কিল। একটা বিদেশ সফর না হওয়া পর্যন্ত তাকে সফল বলা যাবে না।