টপিকঃ shiftdelete হওয়া ফাইল কিভাবে ফিরে পেতে পারি?
আমার কিছু ফাইল ভুলকরে shiftdelete করে দিয়েছি, এগুলো কি ফেরত পেতে পারি?
যদি সম্ভব হয় তাহলে কিভাবে?
খুব গুরুত্বপূর্ণ
জানালে উপকৃত হব।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » shiftdelete হওয়া ফাইল কিভাবে ফিরে পেতে পারি?
আমার কিছু ফাইল ভুলকরে shiftdelete করে দিয়েছি, এগুলো কি ফেরত পেতে পারি?
যদি সম্ভব হয় তাহলে কিভাবে?
খুব গুরুত্বপূর্ণ
জানালে উপকৃত হব।
রিকভার না করা পর্যন্ত ডিস্ক ডিফ্র্যাগমেন্ট চালাবেন না যেন
MiniTool Power Data Recovary = এইটাই আমার জন্য সবচেয়ে ভালো কাজ করেছে।
EASEUS Data Recovery Wizard Professional আমার দেখা সবচেয়ে ভাল
@সেভারাস
আপনার সাথে একমত। EASEUS Data Recovery Wizard Professional এক কথায় অসাধারণ। অনেক বিপদ থেকে কয়েকবার আমাকে বাঁচিয়েছে।
আমার ১ টিবির পোর্টেবল হার্ডডিস্ক থেকে অন্য কেউ না পারলেও এই প্রোগ্রামটা প্রায় ৭০% ছবি ফেরত দিয়েছিল
উদ্ধার করা ফাইগুলো মনে হয় আগের মতো ফোল্ডারে পাওয়া যাবে না।ডিফ্রাগমেন্ট না করে যদি ঐ ড্রাইভে উক্ত ফাইল ডিলিট হবার পর যদি কোন ফাইল কপি পেষ্ট করা হয়,তাহলে কি ডিলিট হওয়া ফাইল উদ্ধার পাওয়ার সম্ভবনা থাকবে কি?
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » shiftdelete হওয়া ফাইল কিভাবে ফিরে পেতে পারি?
০.০৪২০৯০৮৯২৭৯১৭৪৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫০.৭৯৬৯৫৭১৮৮৬৫৮ টি কোয়েরী চলেছে