টপিকঃ মিল্কী ওয়ে ক্যাটালগ
গত অক্টোবরে নীচের ছবিটি প্রকাশ করেছিলো ইউরোপের স্পেস সংস্থা ESO-র Paranal Observatory। VISTA ইনফ্রারেড সার্ভে টেলিস্কোপ দিয়ে তোলা ছবিটি সম্পুর্ণ তুলতে ১,৯২৯ ঘন্টা সময় লেগেছিলো। ছবিটির রেজুলুশন ৯ গিগাপিক্সেল - ঠিকই পড়েছেন, মেগা নয়, গিগা-ই: 108,200 by 81,500 pixels
ফুল রেজুলুশনের ছবিটি যদি পৃন্ট করতে হয় তাহলে ৯ মিটার লম্বা এবং ৭ মিটার উচ্চতার বিলবোর্ড লাগবে।
ছবিটির সাবজেক্ট আমাদের মিল্কী ওয়ে গ্যালাক্সীর কেন্দ্র। সাড়ে সতেরো কোটি (১৭৩ মিলিয়ন) গ্রহ, নক্ষত্র, গ্যাস-পুন্জ, নেবুলা ইত্যাদি অবজেক্ট দেখা যাচ্ছে ছবিতে। এদের মধ্যে আমাদের সূর্যের মত নক্ষত্রই আছে সাড়ে আট কোটির (৮৪ মিলিয়ন) বেশি। নক্ষত্রগুলোকে ঘিরে কত অজস্র গ্রহ পাক খাচ্ছে তার ইয়ত্তা নেই।
eso1242 ইমেজ: (বড় দেখাতে ক্লিক করুন>>)
তবে শুধু স্ট্যাটিক ইমেজ দেখে আসল মজা পাবেন না। মিল্কীওয়েতে ঘুরে আসার জন্য ইএসও-র ইন্টারএ্যাকটিভ সাইটে ঢুঁ মারুন। (নীচে ডানদিকের বাটনটা ব্যবহার করে ব্রাউজার ফুলস্কৃণে নিলে আরো ভালো হয়)