টপিকঃ ওজন হ্রাসকারী ফুট স্পা -- আরো তথ্যালোচনা দরকার
সম্প্রতি চায়না রেডিওর বাংলা সাইটে ওজন হ্রাসকারী ফুট স্পা সম্পর্কে জানলাম। প্রথম আর শেষে যোগাযোগের ঠিকানাওয়ালা অনুচ্ছেদ বাদে বাকী অংশ এখানে নিয়ে আসলাম। নিজেদের ব্র্যান্ড ও পণ্যকে বাইরের বাজারে পরিচিত করানোর জন্য সেই দেশ চেষ্টা করবে -- এতে অবাক হওয়ার কিছু নাই। আশা করছি ফোরামের স্বাস্থ্য পেশাদারগণ থেকে (নকীব ভাই, ব্রাশুভাই) আরো কিছু ইনপুট পাওয়া যাবে। নিজের স্থুলতা নিয়ে বড়ই পেরেশানীতে আছিরে ভাই .... ...
এ যন্ত্রের মধ্যে রাখা লবনপানির মধ্যে পা ডুবিয়ে রাখতে হয়। যন্ত্রটি পানির ভিতর দিয়ে একটা বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি করে যার মধ্য দিয়ে শরীর থেকে স্থুলতার জন্য দায়ী পদার্থ নিঃসৃত হয়। এটি কাজ করেছে কিনা তা বোঝা যায় পানির রং দেখে। যন্ত্রটি যদি কাজ করে তাহলে পানির রং বাদামি হয়ে যায়। ডেটোক্স সিস্টেম ধনাত্মক ও ঋণাত্মক আইয়োন সৃষ্টি করে যেটা শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কোষগুলোকে অধিক সক্রিয় করে তোলে। আর তার ফলে দূর হয় মুটিয়ে যাওয়ার জন্য দায়ী ফ্যাট।
এ ফুট স্পায় আরো ব্যবহৃত হয় বাঁশের কয়লা। সাম্প্রতিক কয়েকটি গবেষণায় দেখা গেছে, ৫-৬ বছর বয়সী বাঁশের কয়লা উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাত করা হলে, সেটি আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া এ কয়লা ইনফ্রারেড রশ্মি ও ঋণাত্মক আইয়োন নিঃসরণ করে এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শোষণ করে। ডুয়েল আইয়োনিক ডেটক্স ফুট স্পার কোমরবেল্ট তৈরি করা হয় এ বাঁশের কয়লা দিয়ে। এ বেল্ট ব্যবহারকারীর শরীরকে উষ্ণ করে, পেশিব্যথা লাঘব করে এবং দেহকোষের কার্যক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে রক্ত সঞ্চালন আরো গতিশীল করে।
উত্পাদকরা বলছেন, ওজন কমানো ছাড়াও ফুট স্পা ঘুমের মান বাড়ায়, রক্তচাপ ও শরীরের শর্করা কমায়, শরীরের ব্যাথা নাশ করে, ক্লান্তি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক সুন্দর করে, নখের ছত্রাক দূর করে এবং যকৃত ও কিডনির কার্যকারিতা বাড়ায়।
পুরো সেট ফুট স্পার মধ্যে থাকে ডিজিটাল ডিসপ্লেসহ প্রধান যন্ত্র, দু'টি ইনফ্রারেড কোমর বেল্ট এবং এফআইআর বেল্ট।
কুয়াংতুং ও চে চিয়াং প্রদেশসহ চীনের কয়েকটি অঞ্চলে ওজন হ্রাসকারী ফুট স্পা তৈরি হলেও এ পণ্য উত্পাদনকারী সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে কুয়াংতুং প্রদেশে। চীন থেকে আমদানি করলে মান অনুযায়ী প্রতি সেট ফুট স্পার দাম পড়বে ৭০ থেকে দেড় শ ডলার।