টপিকঃ প্রবলেম রেকর্ডার
উইন্ডোর পর উইন্ডো খুলে পিসিতে কাজ করতে এমন এক সমস্যায় পড়লেন যা সমাধানের জন্য অন্যের সাহায্য প্রয়োজন। কি করবেন? ব্লগ, ফোরাম বা ফেসবুকে জানানোর জন্য পুরো সমস্যাটি ষ্টেপ বাই ষ্টেপ লিখে রেকর্ড করবেন? কিন্তু এমন অনেক সমস্যা আছে যার বর্ণনা মাউসের প্রতিটি ক্লিক বাই ক্লিক লিখে রেকর্ড করে কাউকে বুঝানো একটু কঠিন বলে মনে করি। এবার আসুন, এই কঠিন কাজটিকে একটু সহজ করা যাক।
উইন্ডোজ (সেভেন) এর ষ্টার্ট বাটনে ক্লিক করে সার্চ বারে psr লিখে এন্টার দিন।
psr মানে Problem Steps Recorder
ষ্টার্ট রেকর্ড বাটনে ক্লিক করুন।
এরপর থেকে আপনার ক্লিক বাই ক্লিক/ উইন্ডো বাই উইন্ডো রেকর্ড হতে থাকবে। যখন আপনি রেকর্ডিং বন্ধ করবেন রেকর্ডেড ফাইলটি জিপ ফরম্যাটে সেভ করার ডায়লগ বক্স আসবে। যে কোন নাম দিয়ে সেভ করুন। কাজ শেষ।
ফাইলটি ওপেন করতে চাইলে এটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ফাইলটি ওপেন করে দেখুন, কয়েকশো শব্দ খরচ করেও যে সমস্যাটি আপনি ঠিকমতো তুলে ধরতে পারতেন না তা ফ্রেম বাই ফ্রেম রেকর্ড হয়ে আছে। ফাইলটি চাইলে স্লাইড শো করেও দেখতে পারেন।
মজা আরও আছে। এডিশনাল ডিটেইলস নামের শেষ ফ্রেমটি খেয়াল করুন। আপনি কবে কখন কোন্ অপারেটিং সিষ্টেম থেকে কোন্ পেজের কোথায় কত নম্বর ক্লিক করেছেন, কিসের ষ্টেপ কতগুলো রেকর্ড করেছেন- ইংরেজিতে এর বর্ণনাও রয়েছে সেখানে।
উইন্ডোজের এই ইউটিলিটিটি বাই ডিফল্ট ২৫টি স্ক্রীন ক্যাপচার করে। আপনি চাইলে সেটিংস থেকে এর সংখ্যা বাড়াতে পারেন।
তো আসুন, অপারেটিং সিষ্টেমের ডিফল্ট সুবিধাগুলো খুঁজে খুঁজে বের করে ব্যবহার করি। থার্ড পার্টি সফটঅয়্যারের ভিড় থেকে পিসি মুক্ত রাখি। পিসি'র বার্ধক্য এড়িয়ে চলি।