টপিকঃ তুই না হলে কে?

হুতোম পেঁচা, ডাকিস না ক্যান? রাগ করেছিস নাকি?

সেইদিন যে করছিলি খুব জোরসে ডাকাডাকি!

তাই-না তোকে অনেক রেগে বলেছিলাম 'চুপ কর্‌!'

সেই কারণে আজ এখোনো ভাংলো না কি রাগ তোর?

সত্যি বলছি, আর কখনো দিতাম না রে বকা,

না ডাকলে তুই এই সারাদিন কেমনে কাটাই একা?

লক্ষী পেঁচা, অবুঝ আমার ওপর রাগা বাদ দে,

মিষ্টি করে আরেকটিবার, একটু হেসে ডাক দে।

Re: তুই না হলে কে?

সুন্দর হয়েছে ভাই
আমার ইচ্ছা হয় আপনার ওই পেঁচাটার মত হয়ে য়াই। কিন্তু বড্ড বেহায়া এই মন। হাজার লাথি-ঝেঁটা খেয়েও সেই ভ্যাক ভ্যাক করতে চলে আসি সবকিছু ভুলে ২দিন বাদে।  whats_the_matter

Re: তুই না হলে কে?

Re: তুই না হলে কে?

কবিতাটি সুন্দর লাগলো। neutral

আমি রাবেয়া সুলতানা....

Re: তুই না হলে কে?

Re: তুই না হলে কে?

মামা, ভালই লেখছ  thumbs_up thumbs_up

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: তুই না হলে কে?

ছড়া বেশ ভাল লাগল smile

Seen it all, done it all, can't remember most of it.

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: তুই না হলে কে?

Re: তুই না হলে কে?

অনেক দিন পরে কবিতাটা পড়ে ভাল লাগলো ।