টপিকঃ সিভিল ইঞ্জিনিয়ারিং/সিএসই কর্মজীবন এবং মনে কিছু প্রশ্ন (?)

আমি একটি সরকারী প্রতিষ্ঠান এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি । প্রথমে ওখানে সিএসই তে ভর্তির আশা থাকলেও ভর্তি পরীক্ষা ভালো হওয়ায় দিয়ে সিভিল পেয়ে যাই । যদিও আগে বিএসসি এর জন্যেও সাবজেক্ট হিসিবে সিএসই বেশী ভালো লাগতো কিন্তু এখন সিভিল ইঞ্জিনিয়ারিংটাতেই মন বসে গেছে । তবে সিএস এ আমি খুব ট্যালেন্টেড তেমনও না তবে ইন্টারমিডিয়েট/স্লাইডলি প্যাসোনেট বলতে পারেন, পড়াশোনায়ও তেমনি ।
শারীরিক কারনে হয়ত বাইরে কাজ করা সম্ভব না আর কম্পিউটারের সাথে শখ্য থাকায় ভবিষ্যতে আর্কিটেকচারাল/ডিজাইনিং এ ক্যারিয়ার গড়তে চাই ।এ ব্যাপারে মনে কিছু প্রশ্ন উকি দিচ্ছে আশাকরি এই বিষয়ে অভিজ্ঞরা সুপরামর্শ দিবেন ।

১. যদি ডিজাইনিং সংক্রান্ত কাজই করি বিএসসি কি সিভিলেই করব নাকি আর্কিটেকচারে ?
২. ডিজাইনিং এর চাহিদা বেশী নাকি কন্সট্রাকশনাল কাজের (মানে সিভিলের অন্যান্য বিষয়)?
৩. আমাদের দেশে ডিজাইনিং  কোন স্কিলের চাহিদা বেশি ? দেশের বাইরে কি কি স্কিল বেশী গুরুত্ত দেয়া হয় ?
৪. সম্ভাব্য প্রয়োজনীয় কি কি সফটওয়ার দক্ষ হলে ভালো ?
৫. এধরনের কাজেও কি ফ্রিল্যান্সিং এর সুযোগ আছে ? থাকলে কতটুকু ?
৬. বেসরকারী ইউনি গুলোর মাঝে কোনটা বেশি ভালো হবে সিভিল/আর্কিটেকচারের মত বিষয় গুলোর জন্য ?
৭. আমার ভাইয়া অনেক আগে থেকেই চাইতো আমি সিএসই পড়ি ( আমিও চাইতাম)  সেক্ষেত্রে এই সিদ্ধান্ত  আমার জন্য কতটুকু ভালো হবে ?


উত্তর গুলো ছাড়াও যে কোন প্রকার পরামর্শও আশা করছি  smile

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সিভিল ইঞ্জিনিয়ারিং/সিএসই কর্মজীবন এবং মনে কিছু প্রশ্ন (?)

টপিকটায় কোনও উত্তর নেই! যাঁরা এব্যাপারে জানেন প্লিজ টমাটিনো ভাইকে হেল্প করুন।

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: সিভিল ইঞ্জিনিয়ারিং/সিএসই কর্মজীবন এবং মনে কিছু প্রশ্ন (?)

আমি সিএসই তে আছি , তবে করম জীবন নিয়ে একটাই প্ল্যান ডেভলপমেন্ট হোক সফট কিংবা ওয়েব। আর এখন আপাতত ব্যবসা করে যাচ্ছি । তবে সিএসই তে পড়লে চাক্রী রেডি একথা বলতে পারবো না। আর যদি ফ্রিল্যান্সিং করতে চান তবে সিএসই করেন আর বিবিএ করেন সব সেম , খালি যে কাজ করবেন সেটা জানতে হবে। যদিও আমাদের ফ্রিল্যান্সিং বাজারের অবস্থা অত ভালো না , পুলাপান কম দামে কাজ করে দেয়।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: সিভিল ইঞ্জিনিয়ারিং/সিএসই কর্মজীবন এবং মনে কিছু প্রশ্ন (?)

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সিভিল ইঞ্জিনিয়ারিং/সিএসই কর্মজীবন এবং মনে কিছু প্রশ্ন (?)

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সিভিল ইঞ্জিনিয়ারিং/সিএসই কর্মজীবন এবং মনে কিছু প্রশ্ন (?)

ধন্যবাদ শামীম ভাইকে । মোটামুটি ভালো ধারনা পেলাম । সিভিল, আর্কিটেক্ট যাই পড়ি না কেন কম্পিউটিং জনিত কাযে হয়ত পূর্বের অভিজ্ঞতা থেকে বাড়তি সুবিধা পাব । আইটি নিয়ে নিয়ে না পড়ালেখা করে ক্যারিয়ার করার সাহস পাচ্ছি না । কারনটা হয়ত কখনও আইটি শখের চেয়ে বেশি কিছু ভাবিনি ।

তবে পরিশেষে সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে যা ভবিষৎই বলবে সঠিক ছিল নাকি ভুল  whats_the_matter

বেকার থাকার সম্ভবনা কেমন সেইটা বলেন  tongue

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (০৫-১২-২০১২ ১৬:১৬)

Re: সিভিল ইঞ্জিনিয়ারিং/সিএসই কর্মজীবন এবং মনে কিছু প্রশ্ন (?)

প্রিয় টমাটিনো আমি নিজেই প্রযুক্তি বিষয়ে বেসরকারী ও সরকারী বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানে অতিথি ও নিয়মিত শিক্ষকতায় যুক্ত ছিলাম কিছু সময়। বর্তমানে জালাল আহমেদ গ্রুপের এমআইএস ও আইটি বিভাগের দ্বায়িত্বে আছি। কিন্তু আমার গ্রাজুয়েশন ছিলো ইংরেজী সাহিত্যে। আমি সব সময় বিজ্ঞান ও প্রযুক্তির মানুষ ছিলাম, আছি এবং আমরণ থাকতে চাই।

বেকারত্বের প্রচলিত ধারনা থেকে বললে আমি ""চিরায়ত বেকার'' একজন। কারন আমার মগজ প্রসুত প্রায় প্রতিটা কাজেই আমার নিজের বটুয়াতে অর্থ যোগ না হয়ে বিয়োগ ঘটে থাকে। আর নিয়মিতই দেশের ভেতরে-বাইরে চষে বেড়াচ্ছি উন্মুক্ত প্রযুক্তির বার্তা নিয়ে সে তো আন্তর্জালিক পরিবারের প্রায় সবাই অবগত। কিন্তু বিশ্বাস করেন আমার এই কাজগুলোতে আমার ভালোলাগা, ভালোবাসা এবং আত্মার একান্ত বিশ্বাসের প্রতিফলন রয়েছে। আর তাই আমি আমার নিজের ইচ্ছে মতো কাজ করি এবং একজন ""কর্মময় সুখী মানুষ''।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত