টপিকঃ সিভিল ইঞ্জিনিয়ারিং/সিএসই কর্মজীবন এবং মনে কিছু প্রশ্ন (?)
আমি একটি সরকারী প্রতিষ্ঠান এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি । প্রথমে ওখানে সিএসই তে ভর্তির আশা থাকলেও ভর্তি পরীক্ষা ভালো হওয়ায় দিয়ে সিভিল পেয়ে যাই । যদিও আগে বিএসসি এর জন্যেও সাবজেক্ট হিসিবে সিএসই বেশী ভালো লাগতো কিন্তু এখন সিভিল ইঞ্জিনিয়ারিংটাতেই মন বসে গেছে । তবে সিএস এ আমি খুব ট্যালেন্টেড তেমনও না তবে ইন্টারমিডিয়েট/স্লাইডলি প্যাসোনেট বলতে পারেন, পড়াশোনায়ও তেমনি ।
শারীরিক কারনে হয়ত বাইরে কাজ করা সম্ভব না আর কম্পিউটারের সাথে শখ্য থাকায় ভবিষ্যতে আর্কিটেকচারাল/ডিজাইনিং এ ক্যারিয়ার গড়তে চাই ।এ ব্যাপারে মনে কিছু প্রশ্ন উকি দিচ্ছে আশাকরি এই বিষয়ে অভিজ্ঞরা সুপরামর্শ দিবেন ।
১. যদি ডিজাইনিং সংক্রান্ত কাজই করি বিএসসি কি সিভিলেই করব নাকি আর্কিটেকচারে ?
২. ডিজাইনিং এর চাহিদা বেশী নাকি কন্সট্রাকশনাল কাজের (মানে সিভিলের অন্যান্য বিষয়)?
৩. আমাদের দেশে ডিজাইনিং কোন স্কিলের চাহিদা বেশি ? দেশের বাইরে কি কি স্কিল বেশী গুরুত্ত দেয়া হয় ?
৪. সম্ভাব্য প্রয়োজনীয় কি কি সফটওয়ার দক্ষ হলে ভালো ?
৫. এধরনের কাজেও কি ফ্রিল্যান্সিং এর সুযোগ আছে ? থাকলে কতটুকু ?
৬. বেসরকারী ইউনি গুলোর মাঝে কোনটা বেশি ভালো হবে সিভিল/আর্কিটেকচারের মত বিষয় গুলোর জন্য ?
৭. আমার ভাইয়া অনেক আগে থেকেই চাইতো আমি সিএসই পড়ি ( আমিও চাইতাম) সেক্ষেত্রে এই সিদ্ধান্ত আমার জন্য কতটুকু ভালো হবে ?
উত্তর গুলো ছাড়াও যে কোন প্রকার পরামর্শও আশা করছি ।