টপিকঃ ওয়েব সাইট খুব ধীরগতিতে ওপেন হচ্ছে
গত কিছুদিন ধরে আমার ল্যাপটপে কিছু কিছু ওয়েব সাইট খুব ধীরগতিতে ওপেন হচ্ছে, আবার অধিকাংশ ওয়েব সাইটই স্বাভাবিকভাবে লোড হচ্ছে। যেগুলো দেরিতে লোড হচ্ছে, সেগুলো কিউবি কিংবা অফিসের ইন্টারনেটে ঠিকমতোই লোড হচ্ছে। উল্লেখ্য, আমি উবুন্টু ১১.১০ অপারেটিং সিস্টেম, ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজার এবং বাংলালায়নের ইন্টারনেট সংযোগ ব্যবহার করি। পরিচিত একজনকে জিজ্ঞাসা করে যেটা জানলাম, তার সারমর্ম হচ্ছে- বিটিসিএল থেকে বাংলালায়নের কিছু আইপি ব্লক করে দেয়া হয়েছে- ফলে এই সমস্যাগুলো হচ্ছে। যদি সেটাই হয়, তাহলে এর সঙ্গে অন্য অনেক ধীরগতির ওয়েব সাইটের সঙ্গে আমার নিজের ওয়েব সাইটের ধীরগতি হওয়ার সম্পর্ক কী?
উল্লেখ্য, আমার ওয়েব সাইটটির যে সাব-ডোমেইন আছে সেটি আবার ঠিকমতোই লোড হচ্ছে। বিটিসিএল যদি আইপি ব্লক করেই থাকে, তাহলে মূল ডোমেইন ধীরগতির হবে কিন্তু সাব-ডোমেইন ঠিকমতো চলবে- এ কেমনতরো ধারা! শুধু আমার ওয়েব সাইট নয়, যেখানে জিমেইল কাজ করছে ঠিকমতো, কিন্তু জিড্রাইভ ওপেনই হচ্ছে না।
পুরো সমস্যাটিকে অদ্ভুত মনে হচ্ছে। এ সমস্যা সমাধানে কারো কোনো আইডিয়া আছে?