টপিকঃ মেঘলা দিনে
ঘুম থেকে উঠে মেঘলা আকাশ, ঠান্ডা, বৃষ্টি…আর ভালো লাগেনা। বাইরের দিকে তাকাতেই ইচ্ছে করেনা। কয়েক দিন আগের এক মেঘলা দিনে হঠাৎ জানালা দিয়ে বাইরে চোখ পড়ল..দেখি কি সুন্দর আকাশ!
ছবিটা কার কম্পিউটারে কেমন দেখাবে বুঝতে পারছিনা। দিব কি দিব না ভাবতে ভাবতে দিয়েই দিলাম। কেউ খারাপ দেখলে আমি দায়ী না, আমি কিন্তু বেশ ঝকঝকেই দেখছি।