টপিকঃ নিশ্বাসের সময় বিশুদ্ধ অক্সিজেন গ্রহন করলে কি হবে?

Re: নিশ্বাসের সময় বিশুদ্ধ অক্সিজেন গ্রহন করলে কি হবে?

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: নিশ্বাসের সময় বিশুদ্ধ অক্সিজেন গ্রহন করলে কি হবে?

এটা কই জানি পড়সি। সূত্র বিহীন কপি ফেস্ট।

আর আমি একটা অনুষ্ঠানে দেখলামএক ব্যাক্তি পানিতে ডুবে থাকার বিশ্বরর্ক্ড করার আগে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে নেন।

Re: নিশ্বাসের সময় বিশুদ্ধ অক্সিজেন গ্রহন করলে কি হবে?

স্কুলে থাকতে পড়েছিলাম।
--যাক এজন্যে মনে হয় উন্নত বিশ্ব কার্বণ নিঃসরণ কমাতে চায় না--fun
.
.

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

সর্বশেষ সম্পাদনা করেছেন hasan05 (২৯-১১-২০১২ ২১:২৫)

Re: নিশ্বাসের সময় বিশুদ্ধ অক্সিজেন গ্রহন করলে কি হবে?

ভাই Hasnat_Riaz, সর্ব প্রথমে বলি শ্বাসকার্যের জন্য অক্সিজেন গ্রহণকে প্রশ্বাস বলে ও কার্বন-ডাই অক্সাইড ত্যাগকে নিশ্বাস বলে।আমরা যে অক্সিজেন গ্রহণ করি তা ফুসফুসের রক্তজালক বেষ্টিত বায়ুথলিতে যায় এবং সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় রক্তজালক তথা রক্তবাহের মধ্যমে অক্সি-হিমগ্লবিন গঠন করে দেহের বিভিন্ন কলা-কোষে ছড়িয়ে পড়ে।তারপর কোষ মধ্যস্থ শ্বসনবস্তু(গ্লুকোজ ) এর জারণ ঘটায়(শ্বসন প্রক্রিয়ায় , তাকে সাধারণত দহন বলে না )।এই শ্বসন প্রক্রিয়ায় তাপ শক্তি (ATP ) ও কার্বন-ডাই অক্সাইড উৎপন্ন হয়।এই তাপশক্তি দেহের বিভিন্ন বিপাকের কাজে লাগে ও কার্বন-ডাই অক্সাইড নিশ্বাসের দ্বারা বাইরে বেরিয়ে যায়।
                           আমরা যদি 100% অক্সিজেন গ্রহণ করি তাহলে তা আমাদের ফুসফুস দ্বারা সম্পুর্ন রূপে গৃহীত হবে ,ফলে ফুসফুসের বাযুথলি গুলি চুপসে যাবার সম্ভবনা থাকে ও শ্বাস কষ্ট দেখা দেয়।বাতাসের নাইট্রোজেনের উপস্থিতিতে তা  হয় না ।


                                *** আমি সর্বদা নুতুন কিছু শিখতে ভালবাসি।

**আমি সর্বদা নুতুন কিছু শিখতে ভালবাসি।

Re: নিশ্বাসের সময় বিশুদ্ধ অক্সিজেন গ্রহন করলে কি হবে?

কলমে কালি নাই....