টপিকঃ পেন ড্রাইভে লিন্যাক্স মিন্ট ইন্সটল করে ব্যবহারে সমস্যা
আমি পেন ড্রাইভে লিন্যাক্স মিন্ট ১১.০ ইন্সটল করে ব্যবহার করি। কিন্তু সমস্যা হলো কিছুক্ষণ পর পরই ২০/৩০ সেকেন্ড পিসি হ্যাং হয়ে যেয়ে আবার চলে। কিন্তু বার বারই এই সমস্যা হয়। আমার ল্যাপটপের কনফিগার সেলেরন প্রসেসর, ২ জিবি র্যাম। আমি কি আরও পুরানো কোন ভার্সন ব্যবহার করব? নাকি একবারে লেটেস্ট ব্যবহার করব? প্লিজ আমার সমস্যার সমাধান দিন।