টপিকঃ পেন ড্রাইভে লিন্যাক্স মিন্ট ইন্সটল করে ব্যবহারে সমস্যা

আমি পেন ড্রাইভে লিন্যাক্স মিন্ট ১১.০ ইন্সটল করে ব্যবহার করি। কিন্তু সমস্যা হলো কিছুক্ষণ পর পরই ২০/৩০ সেকেন্ড পিসি হ্যাং হয়ে যেয়ে আবার চলে। কিন্তু বার বারই এই সমস্যা হয়। আমার ল্যাপটপের কনফিগার সেলেরন প্রসেসর, ২ জিবি র‌্যাম। আমি কি আরও পুরানো কোন ভার্সন ব্যবহার করব? নাকি একবারে লেটেস্ট ব্যবহার করব? প্লিজ আমার সমস্যার সমাধান দিন।

Re: পেন ড্রাইভে লিন্যাক্স মিন্ট ইন্সটল করে ব্যবহারে সমস্যা

xubuntu

Re: পেন ড্রাইভে লিন্যাক্স মিন্ট ইন্সটল করে ব্যবহারে সমস্যা

আপনি লিনাক্স মিন্ট এলএক্সডিই ট্রাই করুন।

Re: পেন ড্রাইভে লিন্যাক্স মিন্ট ইন্সটল করে ব্যবহারে সমস্যা

প্রিয় মামুন আপনার সিস্টেমটা মূলত কোন ধরনের? ডেস্কটপ নাকি ল্যাপটপ? আপনার পোষ্টের শুরুতে এবং শেষে তথ্যগত গরমিল দেখতে পাচ্ছি। ল্যাপটপ হলে প্রথমে চার্জারটি ল্যাপটপ এবং বিদ্যুৎ সংযোগ করুন এবং তারপর ল্যাপটপ চালু করুন। তাতে করে আপনার প্রসেসর পূর্ন ক্ষমতায় কাজ করতে সক্ষম হবে।

আপনি কোন ব্র্যান্ডের পেনড্রাইভে লাইভবুট করছেন? ওটার তথ্য আদান-প্রদানের ক্ষমতা খুবই নিম্নমানের কিনা একটু যাচাই করে নিন।

সর্বোপরি আপনার ল্যাপটপে লিনাক্স মিন্ট ব্যবহারের জন্য পূর্ন ইন্সটল করে নিতে কোন আপত্তি আছে কি?

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত