টপিকঃ আমার বন্ধুর পাসপোর্ট এর ব্যাপারে একটু হেল্প করতে হবে ।
আমার ঘনিস্ট বন্ধু তোহা ,ও গত দেড় বছর আগে একটি মেশিন রিডাবল পাসপোর্ট বানায় , ছাত্র ভিসায় ইউরোপ যাওয়ার জন্য । কিন্তু তখন ও মাত্র ইন্টারে ২য় বর্ষে পড়ছে । আপনারা তো জানেন কোথাও ছাত্র ভিসায় ভিসায় যেতে হলে সর্বনিম্ন ইন্টার পাসের দরকার , যেহেতু তখন ইন্টার পাস করেনি , তাই তোহা তার এক ঘনিস্ট আত্মীয়র সার্টিফিকেট দিয়ে যেতে চাইল , তাই তোহা তার আত্মীয়র নাম ও ঠিকানা দিয়ে একটি পাসপোর্ট বানায় । ও এখন সেই পাসপোর্ট এ নাম ঠিকানা বদলে ওর আসল নাম ও ঠিকানা দিতে চায় । তোহা এখন অনার্সে পড়ে । এখন ও কিভাবে করলে ভাল হয় সেই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই ।