টপিকঃ আমার বন্ধুর পাসপোর্ট এর ব্যাপারে একটু হেল্প করতে হবে ।

আমার ঘনিস্ট বন্ধু তোহা ,ও গত দেড় বছর আগে একটি মেশিন রিডাবল পাসপোর্ট বানায় , ছাত্র ভিসায় ইউরোপ  যাওয়ার জন্য । কিন্তু তখন ও মাত্র ইন্টারে ২য় বর্ষে পড়ছে । আপনারা তো জানেন কোথাও ছাত্র ভিসায় ভিসায় যেতে হলে সর্বনিম্ন ইন্টার পাসের দরকার , যেহেতু তখন  ইন্টার পাস করেনি , তাই তোহা তার  এক ঘনিস্ট  আত্মীয়র সার্টিফিকেট দিয়ে যেতে চাইল , তাই তোহা তার আত্মীয়র নাম ও ঠিকানা দিয়ে একটি পাসপোর্ট বানায় ।  ও এখন সেই পাসপোর্ট এ নাম ঠিকানা বদলে ওর আসল নাম ও ঠিকানা দিতে চায় । তোহা এখন অনার্সে পড়ে । এখন ও  কিভাবে করলে ভাল হয় সেই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই ।

Re: আমার বন্ধুর পাসপোর্ট এর ব্যাপারে একটু হেল্প করতে হবে ।

ঐ পাসপোর্ট ফেলে দিয়ে আর একটা নতুন পাসপোর্ট বানাতে কন। ঐইটা শো করলেই ভেজালে পরবে।

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

Re: আমার বন্ধুর পাসপোর্ট এর ব্যাপারে একটু হেল্প করতে হবে ।

ফেক উপায়ে গেলেই ঝামেলায় পড়বে পদে পদে। অথেনটিকেটেড জিনিসপত্র বানাতে বলুন তারপর বৈধভাবে এপ্লাই করতে বলুন। যদি কপালে থাকে তাহলে অবশ্যই যেতে পারবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (২৬-১১-২০১২ ২৩:৪৭)

Re: আমার বন্ধুর পাসপোর্ট এর ব্যাপারে একটু হেল্প করতে হবে ।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আমার বন্ধুর পাসপোর্ট এর ব্যাপারে একটু হেল্প করতে হবে ।

Re: আমার বন্ধুর পাসপোর্ট এর ব্যাপারে একটু হেল্প করতে হবে ।

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

Re: আমার বন্ধুর পাসপোর্ট এর ব্যাপারে একটু হেল্প করতে হবে ।

পাসপোর্ট অফিসের যদি কেউ ঘনিষ্ট থাকে তাহলে সমস্যাটা খুলে বললে হয়তো কিছু একটা সমাধান মিলতে পারে যদিও আমি সিওর না । MRP না হয়ে আগেরটা হত তাহলে হয়ত সমস্যা হত না । ফিঙ্গার প্রিন্ট-ই খুব বড় ধরনের একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে ।

আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনিয় তাছবিহ হলো "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম"

Re: আমার বন্ধুর পাসপোর্ট এর ব্যাপারে একটু হেল্প করতে হবে ।