টপিকঃ ১০০ উইকেট শিকারে বাংলাদেশে সাকিব শীর্ষে
সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে পেছনে ফেলে দেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট উইকেট এখন সাকিব আল হাসানের। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে একশ উইকেট নেয়ার কৃতিত্বও তার।
৩৩ ম্যাচে ১০০ উইকেট নিয়ে এতো দিন সবার উপরে ছিলেন রফিক। ৪০.৭৬ গড়ে এই উইকেট নেন তিনি। সেরা ৬/৭৭। ২৮তম টেস্টেই রফিককে পেছেনে ফেলে এগিয়ে গেছেন সাকিব।
এই অলরাউন্ডার টেস্ট উইকেট এখন ১০২টি। দ্বিতীয় টেস্টের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৩২.৫১ গড়ে এই উইকেট নিয়েছেন তিনি। ম্যাচ সেরা ৯/১১৫।