টপিকঃ ১০০ উইকেট শিকারে বাংলাদেশে সাকিব শীর্ষে

সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে পেছনে ফেলে দেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট উইকেট এখন সাকিব আল হাসানের। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে একশ উইকেট নেয়ার কৃতিত্বও তার।

৩৩ ম্যাচে ১০০ উইকেট নিয়ে এতো দিন সবার উপরে ছিলেন রফিক। ৪০.৭৬ গড়ে এই উইকেট নেন তিনি। সেরা ৬/৭৭। ২৮তম টেস্টেই রফিককে পেছেনে ফেলে এগিয়ে গেছেন সাকিব।

এই অলরাউন্ডার টেস্ট উইকেট এখন ১০২টি। দ্বিতীয় টেস্টের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৩২.৫১ গড়ে এই উইকেট নিয়েছেন তিনি। ম্যাচ সেরা ৯/১১৫।

Re: ১০০ উইকেট শিকারে বাংলাদেশে সাকিব শীর্ষে

সাকিবকে অভিনন্দন।
বল হাতে যাই করেছে, ব্যাট হাতে কি করে সেটাই এখন দেখার বিষয়। সারা দেশ সাকিবের দিকে তাকিয়ে আছে।

Re: ১০০ উইকেট শিকারে বাংলাদেশে সাকিব শীর্ষে

সাকিবকে অভিনন্দন।ব্যাটে বলে আরো সাফল্য পাক।

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

Re: ১০০ উইকেট শিকারে বাংলাদেশে সাকিব শীর্ষে

সাকিব আমাদের গর্ব

Re: ১০০ উইকেট শিকারে বাংলাদেশে সাকিব শীর্ষে

আবার নার্ভাস নাইন্টিজ এ আউট হইল!!!  mad mad mad সারা দিন খেলে লাস্টে এসে এরকম করার কি দরকার ছিল!!  cry cry cry

Re: ১০০ উইকেট শিকারে বাংলাদেশে সাকিব শীর্ষে

ভালই জুটি হয়েছিল সাকিব-নাসিরের মধ্যে। কিন্তু দিনের শেষ ওভারে এসে আউট হওয়াতে খারাপ লাগল। তবে সাকিবের জন্য শুভ কামনা রইল এবং নাসিরের জন্যও। thumbs_up

মানুষ বইলা কিছু আছে নাকি, সব উদ্ভট কল্পনা।

Re: ১০০ উইকেট শিকারে বাংলাদেশে সাকিব শীর্ষে

সাকিব আমাদের গর্ব (কপি পেস্ট)