১ ০৮-১১-২০১২ ০১:৪৭ সর্বশেষ সম্পাদনা করেছেন Rinko (০৮-১১-২০১২ ০২:১৪)
Re: CSE Information দরকার (AIUB)
আমিও জানতে চাই
Re: CSE Information দরকার (AIUB)
আমার পরামর্শ হলো যেখানে আপনার মন বলে সেদিকে চলে যান। লেট the time decide ..
এভাবে কম্পেয়ার কন্ট্রাস্ট করে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে যাবার কেইস হতে পারে। প্রস এবং কনস পাবলিক, প্রাইভেট দুইটাতেই আছে সুতরাং আপনার নিজের কনভিনিয়েন্স চিন্তা করে ডিসাইড করে ফেলুন আরেকজনের এক্সপিরিয়েন্স এসব ব্যাপারে খুব একটা কাজে আসবে না যদি আপনার মন সাঁয় না দেয়। আর এখন শুধু প্রাইভেটে ভর্তি হয়ে এতগুলা টাকা নষ্ট করবেন কেন যদি পরে আবার ডি,ইউ তেই এডমিশন নেন। অপেক্ষা করাই কি বুদ্ধিমানের কাজ না, আর নাহলে একবারে প্রাইভেটেই ক্যারিয়ার শুরু করুন। চান্স পান নাই বলে এত আপসেট হবার কি আছে.. কনফিডেন্স ঠিক রাখুন সবার আগে..
Re: CSE Information দরকার (AIUB)
আপনি AIUB বা EWU তে চেষ্টা করার আগে বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয়গুলো চেষ্টা করে দেখুন। আপনি যেহেতু শাবিপ্রবিতে চেষ্টা করবেন তার মানে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আপনি তৈরী আছেন।
আপনি রাবি, চবি, খুবি, রুয়েট, কুয়েট, চুয়েট, ইবি এ বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাই করে দেখুন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে চেষ্টা করেও দেখতে পারেন। মাওলানা ভাসানী, নোয়াখালী, যশোর, পাবনা, পটুয়াখালী এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতেও চেষ্টা করে দেখুন।
দেশে ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, এর অধিকাংশতেই সিএসই, আইসিটি, সিএসটি, আইটি এ ধরনের সাবজেক্ট আছে। বেসরকারী বিশ্ববিদ্যালয় যত নামই করুক না কেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবেদন কখনোই বেসরকারী থেকে কম না বরং অনেক বেশী। আর একটা বিল্ডিং এ ক্লাস না করে যদি সত্যিকারের ক্যাম্পাসে ক্লাস করতে চান, তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন বিকল্প এখনো বাংলাদেশে তৈরী হয় নি।
Re: CSE Information দরকার (AIUB)
No Answer! Why? মনে হয় এখানে কোন CSE ইঞ্জিনিয়ার নাই।
ধন্যবাদ।।