টপিকঃ কচুরি পানার ফুল
গত ৯ই নভেম্বর গিয়ে ছিলাম ভৈরবের একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে। আমার মেয়েও ছিলো সাথে। ওকে নিয়ে গ্রামের পাশের নিচু জলা জমিতে হাঁটতে গিয়ে ছিলাম। দেখতে পেলাম পাশেই ফুঁটে আছে অনেকগুলি কচুরি পানার ফুল। গ্রামের দুটি বাঁচ্চামেয়ে সেই ফুল তলে নিয়ে যাচ্ছে খেলবে বলে, তারই কিছু ছবি শেয়ার করছি এখানে।