টপিকঃ নতুন ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ হয়েছে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের
গোপালগঞ্জের পুরাতন স্টেডিয়াম নামে পরিচিত শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম। যেখান আজ থেকে শুরু হলো BPL 2012-13 (Gramen Phone, Bangladesh Premier League 2012-13) এর খেলা। মাঠে উদ্ধোধনী খেলাতে অংশ নিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং আরামবাগ ক্রীড়া সংঘ। যাই হোক কিছু ফটু তুলছিলাম মাঠ থেকে। দেখতে পারেন। আর লিগের মোট আটটি খেলা হবে এই মাঠে।
পুরা স্টেডিয়াম একনজরে