টপিকঃ সূর্যাস্ত,সন্ধ্যা এবং রাত....
আজকাল ছবি একেবারেই তোলা হয়না,প্রফেশনালী অনেক অনেক ব্যাস্ত হয়ে পড়েছি। কিন্তু তবুও কিছু কিছু মুহূর্ত প্রায়ই ভুলে যাওয়া ক্যামেরাটার কথা মনে করিয়ে দেয়। সমপ্রতি কিছু ছবি তুলেছিলাম,সেগুলো এখনো "র" ফরম্যাটেই আছে ! তাদের মাঝে থেকে কিছু ফেসবুকে শেয়ার করার জন্য রেডি করেছিলাম। এখানে শেয়ার করলাম সেগুলো।
এই ছবিটা আমার বেশ পছন্দের। গতকাল রাতে ১২টার দিকে বারান্দায় গিয়ে দেখি আকাশে অনেক তারা,সাথে সাথে ক্যামেরা নিয়ে বের হয়ে যাই,লাইট পোলিউশনের জন্য তেমন কোন ভালো শট পেলামনা অবশেষে গুগুল ম্যাপে খুজে খুজে একটা মাঠের মতো জায়গা বের করে,গাড়িতে ট্রাইপড,ক্যামেরা,শীতের কাপড় আর কফি নিয়ে রওয়া দিলাম মাঝ রাতে। ঘন্টা দু্য়েক শুটের পর বাসায় ফিরি।
বিদ্রঃ ছবিটা লং এক্সপোজারে তোলা (৩২ সেকেন্ড) সম্ভবত !
IMG_0537 copy 5 by Himomiya, on Flickr
এটা এক সূর্যাস্তের ছবি। সবে মাত্র বাসায় ফিরেছি সেদিন কাজ থেকে,কি মনে করে বারান্দায় গিয়ে দেখি আকাশটা জ্বলছে আগুনের মত।
IMG_0511 copy by Himomiya, on Flickr
একই দিনে তোলা আরো একটা ছবি।
IMG_0510 copy by Himomiya, on Flickr
সন্ধ্যা হয়ে গেছে তখন,আগুনের খেলা থেমে গেছে।
IMG_05080 by Himomiya, on Flickr
একলা থাকার খুব দুপুরে...
একটি ঘুঘু ডাকুক !