Re: পরিচিতিমূলক পোস্ট: শামীম
ভাইরে, অনেক আরামে আছেন। পিএইচডির মানে কিন্তু পার্মানেন্ট হেড ড্যামেজ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » পরিচিতিমূলক পোস্ট: শামীম
ভাইরে, অনেক আরামে আছেন। পিএইচডির মানে কিন্তু পার্মানেন্ট হেড ড্যামেজ।
আমি ব্যক্তিগত জীবনে একজন পেশাদার চোর। মিমোহু আপনাকে স্বাগতম। আশাকরি গ্রহণ করে ধন্য করবেন।
বাহ পেশাদার চোরের দেওয়া সংক্ষিপ্ত নামটা তো দারুণ হয়েছে। মিমোহু - শুনতেই কেমন যেনো একটা জাপানিজ ভাব আসে। কি বলেন শামীম ভাই?
হ্যা.... এটা সামহোয়ারইন ফোরামের দোষ .. ... ওখানথেকেই নাম সংক্ষিপ্তকরণটা শুরু করছে সকলে।
চোর: গ্রহণ করলাম..... আশা করি ধন্য হবেন।
দুষ্টামি করে না.. মাসুদ করিম ভাই। আপনি কম্পু লাইনের লোক বলেই আমার ধারণা।
ময়লা পরিষ্কারের কাজ তো আমি করি (পেশাদার বলে কথা!!)। লোকজন হা করে আমাকে দেখে ..... কারণ ঢাকার মিরপুরে ভাড়া-বাসার সামনের রাস্তার ড্রেনটা খুবই মনোযোগ দিয়ে পর্যবেক্ষন রত ছিলাম।
ভাই শামীম।
" কম্পু লাইন" বিষয়টা ঠিক বুঝা গেলোনা। আহা! আমি কি দারুন গাঁধা! একটু খোলাশা করে বলবেন কি?
দুষ্টামি করে না.. মাসুদ করিম ভাই। আপনি কম্পু লাইনের লোক বলেই আমার ধারণা।
ময়লা পরিষ্কারের কাজ তো আমি করি (পেশাদার বলে কথা!!)। লোকজন হা করে আমাকে দেখে ..... কারণ ঢাকার মিরপুরে ভাড়া-বাসার সামনের রাস্তার ড্রেনটা খুবই মনোযোগ দিয়ে পর্যবেক্ষন রত ছিলাম।
:D:(:|:cool:
শুভ্র ভাইয়ের আবেগ দিয়ে শেষ করা যাচ্ছে না.... আবেগে ভেসে যাওয়ার অবস্থা!!
কম্পু --- আদর করে কম্পিউটারকে সংক্ষেপে এভাবে ডাকা হয় @ মাসুদ করিম ভাই।
ওহ! নতুন কিছু শিখলাম।
আমার পরিচিতি মূলক পোস্ট .... একটু জাগিয়ে তুললাম ---- ইদানিং যারা যোগ দিয়েছেন তাঁদের সুবিধার্থে।
শামীম ভাই আপনার পরাশুনা শেষ হবে কবে? মানে আপনি দেশে আসবেন কবে? না আবার জাপানেই থাইক্যা যাবেন?
আমার পরিচিতি মূলক পোস্ট .... একটু জাগিয়ে তুললাম ---- ইদানিং যারা যোগ দিয়েছেন তাঁদের সুবিধার্থে।
ভাই আপনার দেশ(জেলা,গ্রাম) কোথায়?
শামীম লিখেছেন:আমার পরিচিতি মূলক পোস্ট .... একটু জাগিয়ে তুললাম ---- ইদানিং যারা যোগ দিয়েছেন তাঁদের সুবিধার্থে।
ভাই আপনার দেশ(জেলা,গ্রাম) কোথায়?
আমার দেশে বাংলাদেশ। কোন জেলা বা গ্রাম নেই। তবে আমার দাদা থাকতেন কুড়িগ্রাম জেলায় যেটা আমি তেমন একটা চিনি না। নানা আসামের ধুবড়ী জেলায় (এইটাও তেমন একটা চিনি না)। দাদার বাড়ী যেই গ্রামে ওটার নাম: শিমুলবাড়ী। নানার বাড়ী ধুবড়ী শহরে।
বুঝলাম, অভ্যর্থনা জানানোর দায়িত্বটা আমাকেই নিতে হবে!
;D
অনেকদিন পর একটা তথ্য যোগ করতে এই পোস্টটাতে গুতা দিলাম। আলোকচিত্র ফোরামে একটা নতুন পোস্ট হিসেবে মানানসই মনে হলেও, এখানেই বেশি যুতসই মনে হল।
আমি যেখানে থাকি: ঠিকানা ৭৩ গ্রিনরোড, কিন্তু এটা আসলে গার্ডেন রোডে (কাজী পাড়ার গলি, পূর্ণিমার গলি) অবস্থিত। পান্থপথের বসুন্ধরা সিটি শপিং সেন্টারের পেছনে পূর্ণিমার গলি হিসেবে এই রাস্তাটা বেশি পরিচিত।
ডেডলক ভাইও আশেপাশেই থাকেন মনে হয়।
শামীম ভাইকে ফোরামে স্বাগতম। ফোরাম কেমন লাগছে? আশা করি নিয়মিত হবেন।
বাড়ীটা কোথায় জানি, বসুন্ধরা মার্কেটের পেছনে?
শামীম ভাইকে ফোরামে স্বাগতম।
ফোরাম কেমন লাগছে? আশা করি নিয়মিত হবেন।
বাড়ীটা কোথায় জানি, বসুন্ধরা মার্কেটের পেছনে?
পোস্ট এডিট করতে করতেই প্রশ্নকর্তা হাজির
ফোরামটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে কিছ কিছু হটস্পটও আছে দেখা যায়। নিয়মিত পড়ি, তবে লিখতে ভয় লাগে । আপনাদের উৎসাহ, সহযোগীতা আর দোয়া নিয়ে এই ফোরামে পথ চলতে চাই
৭৩ গ্রিনরোড, কিন্তু এটা আসলে গার্ডেন রোডে (কাজী পাড়ার গলি, পূর্ণিমার গলি) অবস্থিত। পান্থপথের বসুন্ধরা সিটি শপিং সেন্টারের পেছনে পূর্ণিমার গলি হিসেবে এই রাস্তাটা বেশি পরিচিত।
কিউবির বিল পরিশোধের জন্য আগে যখন বসুন্ধরা সিটি শপিং সেন্টারে যেতে হত তখন সম্ভবত রিকশায় করে এটার সামনে দিয়েই যেতাম। সাইনবোর্ডে কি যেন হুমকি-ধামকি লেখা। আপনি থাকেন জানলেতো রিকশাওয়ালাকে বলতাম, ভাই দাঁড়াও, মিয়া ভাই'র ঘর থেকে এক গেলাশ পানি খেয়ে আসি।
শামীম ভাইকে ফোরামে পুনঃস্বাগতম আশা করি নিয়মিত হবেন
ফোরামটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে কিছ কিছু হটস্পটও আছে দেখা যায়। নিয়মিত পড়ি, তবে লিখতে ভয় লাগে
। আপনাদের উৎসাহ, সহযোগীতা আর দোয়া নিয়ে এই ফোরামে পথ চলতে চাই
দোয়া করি অনেক বড় হন ([mp3=]বড় হও আরো বড় হও শুধু বেড়ে ওঠ[/mp3])
নিয়মিত হবেন আশাকরি।
অঃটঃ আমার গ্রামের বাড়িও কুড়িগ্রাম
শামীম ভাই একটু আগে আপনার বাড়ির সামনে দিয়া হেঁটে এলাম।
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » পরিচিতিমূলক পোস্ট: শামীম
০.০৯৩৩৩৫১৫১৬৭২৩৬৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৮.৪৮৬১৩৩৪২৩২৪৯ টি কোয়েরী চলেছে