টপিকঃ সতর্কীকরণ -৩
ফোরামে ইদানীং ধর্মীয় ব্যাপারে পাল্টাপাল্টি আক্রমণ সীমা ছাড়িয়ে গেছে। সম্মানিত ফোরামিকদের আবারো একবার স্মরণ করিয়ে দিতে চাই যে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি এ ফোরামে কাম্য নয়। প্রজন্ম ফোরাম খুব সিরিয়াস ধরণের কোনো ফোরাম নয়; মূলত বিনোদনধর্মী বন্ধুবাৎসল ফোরাম। সবাই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বিবিধ বিষয় শেয়ার করে থাকেন। সেখানে উদ্দেশ্যপ্রণোদিত কোনো প্রকার তৎপরতা কাম্য নয়। এখানে সবাই প্রায় পূর্ণবয়স্ক - কোথায় নিজের মানসিকতা উপযুক্ত হবে, এটা বোঝা উচিৎ বলে মনে করি। আগে বুঝুন কোথায় বলছেন, তারপর হাঙ্গামা করুন। উলুবনে মুক্তা ছড়িয়ে যেমন লাভ নেই, তেমনি খামোখা বিষোদগারেও কোনো মানে নেই! সবাই নিজের বিশ্বাস নিজেদের মধ্যে রাখুন। অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন না। এতে যে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হবে, সেখানে আমাদের (মডদের) হস্তক্ষেপ সুখকর হবে না। আমরা সাধারণত চাই না নাক গলাতে - এটা আমাদের খুবই অপছন্দের! কিন্তু আমাদের বাধ্য করবেন না। আমরা প্রজন্মের প্রহরীর মত। পরিবেশ ঠিক রাখতে কঠিনতম সিদ্ধান্ত নিতে আমরা এতটুকু কাঁপি না। ধন্যবাদ সবাইকে। পারস্পরিক সম্মান বজায় রাখুন।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।