Re: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
খাইছে, উদাসীন ভাইতো দেখি এক ধাক্কায় স্ট্যটাস চেইঞ্জ কইরা হালাইছেন গিয়া।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
খাইছে, উদাসীন ভাইতো দেখি এক ধাক্কায় স্ট্যটাস চেইঞ্জ কইরা হালাইছেন গিয়া।
খাইছে, উদাসীন ভাইতো দেখি এক ধাক্কায় স্ট্যটাস চেইঞ্জ কইরা হালাইছেন গিয়া।
হা হা হা। এই কেলানো ডংকি'দাকে আমি বড়ই পছন্দ করি। তাই চেইঞ্জ করে দিলাম। তাছাড়া ওটার প্রয়োজনীয়তাও ফুরিয়েছিলো। এখন কী দরকার দেখতেই তো পাচ্ছেন কিন্তু সেটা তো হবে না...সে তো আম্রিকার কোনো এক জায়গায়...
সম্ভবত এই কারণে আম্রিকা দেখতে ইচ্ছে করে না।
বড্ড ঘুম পাচ্ছিল, বিছানাতে গা এলিয়ে দিতেই ঘুম যেন কোথায় পালিয়ে গেল ।
আগের স্টার্ট মেনু ফিরিয়ে আনা যাবে নাকি? তাহলে তো ভালোই হয়। আমি গতকাল করতে যেয়েও করি নাই। তবে এখনকার ২৩ মনিটরটা বিক্রি করে দিয়ে একটা টাচ মনিটরের ধান্দায় আছি
তবে, হাতে তেমন টাকা নেই...থাকলে আমারে ঠেকায় কোন্ শ্যালক? হা হা হা। আমি অবশ্য উইন ৮ -এর ডেভেলপার এবং রিলিজ প্রিভিউ - দু'টোই ব্যবহার করেছিলাম। তখন বেশ লেগেছিলো।
যাইব না ক্যান! এইটা দেখেন।
লিয়নার্দো ডি ক্যপ্রিও অভিনিত Shutter Island দেখার চেষ্টা করছিলাম, ১৫ মিনিট দেখেই ক্ষ্যান্ত দিলাম পুরোটা দেখতে গেলে বোধ হয় মাথার তার-তুর ছিড়ে যেতে পারে
লিয়নার্দো ডি ক্যপ্রিও অভিনিত Shutter Island দেখার চেষ্টা করছিলাম, ১৫ মিনিট দেখেই ক্ষ্যান্ত দিলাম
পুরোটা দেখতে গেলে বোধ হয় মাথার তার-তুর ছিড়ে যেতে পারে
চমৎকার একটি মুভি। আমার খুবই ভাল লেগেছিল। শেষের দিকে দারুণ একটি টুইস্ট আছে।
ইদানিং হজম শক্তি কিছুটা কমে গেছে বলে মনে হচ্ছে, একবেলা ভরপেট কিছু খেলে সহজে হজম হতে চাচ্ছে না। এ থেকে তড়িৎ পরিত্রান পেতে কি মেডেসিন খাওয়া যায় ?
চলমান হোমিওপ্যাথী ল্যাবরেটরী ডেডুভাইয়ের চেম্বারে শিগগীর ধরণা দিন।
আগের স্টার্ট মেনু ফিরিয়ে আনা যাবে নাকি? তাহলে তো ভালোই হয়। আমি গতকাল করতে যেয়েও করি নাই। তবে এখনকার ২৩ মনিটরটা বিক্রি করে দিয়ে একটা টাচ মনিটরের ধান্দায় আছি
তবে, হাতে তেমন টাকা নেই...থাকলে আমারে ঠেকায় কোন্ শ্যালক? হা হা হা। আমি অবশ্য উইন ৮ -এর ডেভেলপার এবং রিলিজ প্রিভিউ - দু'টোই ব্যবহার করেছিলাম। তখন বেশ লেগেছিলো।
প্রথম প্রথম মেট্রো স্কৃণটা পছন্দ হচ্ছিলো না। তাই কিছুদিন Classic Start Menu ব্যবহার করেছিলাম। তবে এটা ইনস্টল করার পর দেখি মেট্রো স্কৃণটাই আবার বেশি কাজের লাগছিলো।
এইটা কি দেখলাম
, দেশে এখন গংগেম
এর ভালাই আছর পড়ছে দেখি । এইটা আইজ দেখলাম আমি
চলমান হোমিওপ্যাথী ল্যাবরেটরী ডেডুভাইয়ের চেম্বারে শিগগীর ধরণা দিন
এটা তো শক্ত সমস্যা, হোমিওতে কাজ হবে ?
ঈদের দিন থেকেই আমি ওমিপ্রাযল/প্যান্টোনিক্স + এন্ডাসিড চালাচ্ছি, আজকে এসে মোটামোটি ইফেক্ট দেওয়া শুরু হইচে বাট ঠান্ডা লেগে সর্দি কাশির ঠেলায় শয্যাগত
ফারহান খান লিখেছেন:তুমি খুব দিয়ে আছো মন হয়
অবশ্যই মেয়ে মানুষ থেকে আমি ১০০০০ হাত দূরে
আমি বর্তমানে তাদের সংগ বাদ দিয়ে ভালোই আছি
উদাসীন লিখেছেন:আগের স্টার্ট মেনু ফিরিয়ে আনা যাবে নাকি? তাহলে তো ভালোই হয়। আমি গতকাল করতে যেয়েও করি নাই। তবে এখনকার ২৩ মনিটরটা বিক্রি করে দিয়ে একটা টাচ মনিটরের ধান্দায় আছি
তবে, হাতে তেমন টাকা নেই...থাকলে আমারে ঠেকায় কোন্ শ্যালক? হা হা হা। আমি অবশ্য উইন ৮ -এর ডেভেলপার এবং রিলিজ প্রিভিউ - দু'টোই ব্যবহার করেছিলাম। তখন বেশ লেগেছিলো।
যাইব না ক্যান! এইটা দেখেন।
আমিও আটে আপগ্রেড নেব ভাবছি । কোন ইডিশন নিলে ভালো হয় ? এখন সাতে প্রো ইউসার ।
এখন সাতে প্রো ইউসার
।
আমার গুলোতে সম্ভবত সস্তার আপডেট নেই৷ আমি তো স্টার্টার ইউজার
উইন্ডোজ ৮ এন্টারপ্রাইজের লাইসেন্স দিয়েছে। ইনস্টল দিয়েও আবার সেভেনে ব্যাক করেছিলাম। ইন্টেল নাকি আমার গ্রাফিক্স চিপের জন্য ড্রাইভার দিবে না।
মুক্তবিহঙ্গ লিখেছেন:টোটাল কত জিবি?
Big Bang Theory ? টোটাল ১৯ জিবি।
আমার দরকার কে সময় করে দেখা করে দিতে পারবেন? তবে ১১ নভেম্বরের পরে, ৫ নভেম্বর দেশের বাইরে যাবো ফিরে এসে নেব, এর আগে সময় নাই, যে দিতে পারবেন গোবা দেন।
কই যান? চৈনিক দেশে নাকি?
নাহ চৈনিক দেশে আরও পরে আপাতত ভারত/পশ্চিমবঙ্গ/কলকাতা।
ফারহান খান লিখেছেন:তুমি খুব দিয়ে আছো মন হয়
অবশ্যই মেয়ে মানুষ থেকে আমি ১০০০০ হাত দূরে
huh, বিশ্বাস হইল না
(মাখানি)
অমিত ০০৭ লিখেছেন:লিয়নার্দো ডি ক্যপ্রিও অভিনিত Shutter Island দেখার চেষ্টা করছিলাম, ১৫ মিনিট দেখেই ক্ষ্যান্ত দিলাম
পুরোটা দেখতে গেলে বোধ হয় মাথার তার-তুর ছিড়ে যেতে পারে
চমৎকার একটি মুভি। আমার খুবই ভাল লেগেছিল। শেষের দিকে দারুণ একটি টুইস্ট আছে।
হু, জোশ মুভি। ধৈর্য ধরে দেখে ফেলুন, ঠকবেন না।
উইন্ডোজ ৮ এন্টারপ্রাইজের লাইসেন্স দিয়েছে। ইনস্টল দিয়েও আবার সেভেনে ব্যাক করেছিলাম। ইন্টেল নাকি আমার গ্রাফিক্স চিপের জন্য ড্রাইভার দিবে না।
ইন্টেলের গ্রাফিক্স কার্ড এর ড্রাইভার সহস্তে ইনস্টল করিলে মনিটর কালা হইয়া যায় , ইনস্টলের পর নেট লাগাইয়া ঘন্টাখানেক ফালাইয়া রাখিলে ড্রাইভার নিজেই লইয়া থাকে। উল্লেখ্য ইহা i3 প্রসেসরের সহিত আসীত কার্ডে পরিক্ষিত।
@মুক্তবিহঙ্গ গোবা চেক প্লিজ
পোলাপানের কত পেইন গ্রাফিক্স কার্ড নিয়া আমি এনভিডিয়া লাগাইয়া আরামেই আছি
আহমাদ মুজতবা লিখেছেন:কই যান? চৈনিক দেশে নাকি?
নাহ চৈনিক দেশে আরও পরে আপাতত ভারত/পশ্চিমবঙ্গ/কলকাতা।
যাক অরূণদা এবং হৃদয়দার সাথে ছোটো খাটো গেটটুগেদার সেরে আসতে পারবেন
মজার এক্সপিরিয়েন্স ৯০ এম,পি,এইচ বাতাসের বেগের সাথে ৮০ এম,পি,এইচ গাড়ির গতি। ভাবছিলাম আরেকটু হলেই উড়ে যাবো
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
০.৬৭২৯৯৮৯০৫১৮১৮৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ১১.৬১৫০১২২৩৫৫৩৪ টি কোয়েরী চলেছে