Re: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
ধুর কচুর মাথা। মেয়েরা সারা জীবন অবুঝই থেকে যাবে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
ধুর কচুর মাথা। মেয়েরা সারা জীবন অবুঝই থেকে যাবে
তরুন সন্ন্যাসী তীর্থ যাত্রার
উদ্দেশ্যে রওনা দিয়েছে। গুরু বললেন,
"যদি কোন সুন্দরী তরুনী তোমাদের
চোখকে আকর্ষন করে, তবে চোখ বন্ধ
করে ফেলবে এবং বলবে 'হরি ওমঁ'"
দুদিন পর একজন বলে উঠল
"হরি ওমঁ"....সাথে সাথে বাকি সবাই বলল,
"কই? কই? কোন দিকে?"lol
উইন ৮ -এ আপগ্রেডের অফার যাচ্ছে - £২৪.৯৯ দিলেই হবে। কিন্তু আমি নিশ্চিত না করবো কিনা। পরিচিত এবং কার্যকর উইন ৭ ছেড়ে ৮ -এ যাওয়াটা কি ঠিক হবে? বুঝতে পারছি না। তবে, মনে হচ্ছে একটা টাচ স্ক্রীন মনিটর না কিনে কেনাটা ঠিক হবে না। মডার্ণ ইউ আই কেন যেন ডেস্কটপের সাথে খাপ খাচ্ছে না! অনভ্যস্ততাও একটা কারণ হতে পারে।
ঢাকার রাস্তা ফাঁকা। . . .
. , . . . . . . . . . , . ছবি
আহারে কি আরামের রাস্তা আমার ঢাকা শহরে
কোথাও নাই এক ফোঁটা ট্রাফিক জ্যাম
উড়াল পঙ্খী হয়ে যেন ভেসে বেড়াই
এমন থাকলে সারা বছর হত একটা কামের কাম।
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
০.৩১৭১২১৯৮২৫৭৪৪৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮.৮৩৬৩৪১৮৮৫৫৩৩৯ টি কোয়েরী চলেছে