Re: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
ধুর কচুর মাথা। মেয়েরা সারা জীবন অবুঝই থেকে যাবে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
ধুর কচুর মাথা। মেয়েরা সারা জীবন অবুঝই থেকে যাবে
তরুন সন্ন্যাসী তীর্থ যাত্রার
উদ্দেশ্যে রওনা দিয়েছে। গুরু বললেন,
"যদি কোন সুন্দরী তরুনী তোমাদের
চোখকে আকর্ষন করে, তবে চোখ বন্ধ
করে ফেলবে এবং বলবে 'হরি ওমঁ'"
দুদিন পর একজন বলে উঠল
"হরি ওমঁ"....সাথে সাথে বাকি সবাই বলল,
"কই? কই? কোন দিকে?"lol
উইন ৮ -এ আপগ্রেডের অফার যাচ্ছে - £২৪.৯৯ দিলেই হবে। কিন্তু আমি নিশ্চিত না করবো কিনা। পরিচিত এবং কার্যকর উইন ৭ ছেড়ে ৮ -এ যাওয়াটা কি ঠিক হবে? বুঝতে পারছি না। তবে, মনে হচ্ছে একটা টাচ স্ক্রীন মনিটর না কিনে কেনাটা ঠিক হবে না। মডার্ণ ইউ আই কেন যেন ডেস্কটপের সাথে খাপ খাচ্ছে না! অনভ্যস্ততাও একটা কারণ হতে পারে।
মডার্ণ ইউ আই কেন যেন ডেস্কটপের সাথে খাপ খাচ্ছে না! অনভ্যস্ততাও একটা কারণ হতে পারে।
ডেস্কটপে Win 7 এর ওপরে কিছু নাই।
"স্যান্ডি"র একটা অসাধারণ ভিডিও পেয়েছিলাম নাসার টুইটে। আগ্রহীরা দেখতে পারেন। http://go.nasa.gov/S965o1
উদাসীন লিখেছেন:মডার্ণ ইউ আই কেন যেন ডেস্কটপের সাথে খাপ খাচ্ছে না! অনভ্যস্ততাও একটা কারণ হতে পারে।
ডেস্কটপে Win 7 এর ওপরে কিছু নাই।
আটে আমার বেশ লাগছে , বিশেষ করে প্রোগ্রামের ফাস্ট রেস্পঞ্জ , আর ডেস্কটপে এখন ৮ ই ফিক্সড করলাম। মাইক্রোসফট কে কল দিলাম তারা এক্টিভেসন কোড দিয়ে দিল , আহা শান্তি শান্তি ।
ঢাকার রাস্তা ফাঁকা। . . .
. , . . . . . . . . . , . ছবি
আহারে কি আরামের রাস্তা আমার ঢাকা শহরে
কোথাও নাই এক ফোঁটা ট্রাফিক জ্যাম
উড়াল পঙ্খী হয়ে যেন ভেসে বেড়াই
এমন থাকলে সারা বছর হত একটা কামের কাম।
টোটাল কত জিবি?
Big Bang Theory ? টোটাল ১৯ জিবি।
ফারহান খান লিখেছেন:ধুর কচুর মাথা। মেয়েরা সারা জীবন অবুঝই থেকে যাবে
এজন্যই বলি মেয়েদের সংগ বাদ দেও
তুমি খুব দিয়ে আছো মন হয়
শেষ ২৪ ঘন্টা
উইন ৮ -এ আপগ্রেডের অফার যাচ্ছে - £২৪.৯৯ দিলেই হবে। কিন্তু আমি নিশ্চিত না করবো কিনা।
আমিও ঠিক বুঝতে পারছি না আমার এক্সপি-ভিস্টা-৭ তিনটেই আছে আপগ্রেড করার জন্য ১৯৯৯ টাকা ও ৭০০ টাকা (ভারতীয় মুদ্রায়) চাইছে৷ সমস্যা হচ্ছে ৭ বা ৮ আমার ৩টি লেজার ও ২টি স্ক্যানারকে অপসোলেট বানিয়ে দেবে৷
@ উদাসীন - আপনার স্ট্যাটাস-এর লিখনটা আপনার লেখা-ভাবমূর্তি বা এই অল্প সময়ে আপনাকে যতটা আমার মত করে চিনেছি, তাতে ঠিক মেলে না৷ আপনার সিগনেচারের ভাষাটাই আপনাকে ভালো মানায়৷ এই ধরণের লেখা গুলো নয় বাকিদের জন্য ছেড়েই দিলেন৷
হিসাব করলাম এই মাসে ভারচুয়াল জগতে টাইম লস না কইরা ঘরে বইয়া বইয়া মুভি দেখলাম ।
টোটাল দেখছি এই মাসে = ৪৪ টা
আইচ্ছা কারো কাছে এই মুভির লিঙ্ক হবে টরেন্ট । যত জিবিই হউক সমস্য নাই
।
Wreck-it Ralph (2012)
গোবায় অনুরোধ করার অনুরোধ করা যাচ্ছে
এই লেখাটা উধাও হইয়া গেলো কেন - আপডেট
শেষ ২৪ ঘন্টা
আমার টপ টেন
দ্যা ডেডলক লিখেছেন:ডেস্কটপে Win 7 এর ওপরে কিছু নাই।
আটে আমার বেশ লাগছে , বিশেষ করে প্রোগ্রামের ফাস্ট রেস্পঞ্জ , আর ডেস্কটপে এখন ৮ ই ফিক্সড করলাম। মাইক্রোসফট কে কল দিলাম তারা এক্টিভেসন কোড দিয়ে দিল , আহা শান্তি শান্তি ।
আমি আরো কিছুদিন দেখবো সিদ্ধান্ত নিলাম।
@ উদাসীন - আপনার স্ট্যাটাস-এর লিখনটা আপনার লেখা-ভাবমূর্তি বা এই অল্প সময়ে আপনাকে যতটা আমার মত করে চিনেছি, তাতে ঠিক মেলে না৷ আপনার সিগনেচারের ভাষাটাই আপনাকে ভালো মানায়৷ এই ধরণের লেখা গুলো নয় বাকিদের জন্য ছেড়েই দিলেন৷
হা হা হা দাদা, আপনি কি আমাকে সাধু মনে করেছেন নাকি? তাছাড়া সমস্যা তো খালি ফোরামে নয়, ফোরামের বাইরে আমার চারপাশের পাব্লিকরা ব্যাপক পেইন দিচ্ছে। ঐ তো বললাম না, বেশি বুঝছে! বেশি বোঝাটা আসলেই ভালো নয়। নানান সমস্যার অন্যতম সূত্রপাত কিন্তু এটার থেকেই।
উইন ৮ -এ আপগ্রেডের অফার যাচ্ছে - £২৪.৯৯ দিলেই হবে। কিন্তু আমি নিশ্চিত না করবো কিনা। পরিচিত এবং কার্যকর উইন ৭ ছেড়ে ৮ -এ যাওয়াটা কি ঠিক হবে? বুঝতে পারছি না। তবে, মনে হচ্ছে একটা টাচ স্ক্রীন মনিটর না কিনে কেনাটা ঠিক হবে না। মডার্ণ ইউ আই কেন যেন ডেস্কটপের সাথে খাপ খাচ্ছে না! অনভ্যস্ততাও একটা কারণ হতে পারে।
অবশ্যই উইন এইটে যাবেন। যাবেন না কেন? উইন্ডোজ এইট সবগুলো দিক থেকে বেটার। উইন্ডোজ সেভেনে থেকে অনেকগুণে ফাস্ট। এমন কোন কাজ নেই যা সেভেনে করতে পারবেন এইটে করতে পারবেন না। সাথে বোনাস হিসেবে লেটেস্ট স্টার্ট স্ক্রিন তো থাকছেই। পছন্দ না হলে পূর্বের স্টার্ট মেনু ফিরিয়ে আনাও কোন ব্যাপার না। এখনি আপগ্রেড করেন মিয়া ভাই।
আপনি কি আমাকে সাধু মনে করেছেন নাকি?
না, সাধু বা পীর সাহেব কিছুই ভাবি নি৷ বলতে চেয়েছি, আপনার লেখার শব্দচয়ন ঠিক মেলেনা৷
জেলাল লিখেছেন:ওকে, চেষ্টা করবো। জিমেইল চ্যাটে থাকবো।
আপনাকে পেলাম নাতো!
আপনাকে কিছু রিপ্লাই দিয়েছি। দেখুন।
অবশ্যই উইন এইটে যাবেন। যাবেন না কেন? উইন্ডোজ এইট সবগুলো দিক থেকে বেটার। উইন্ডোজ সেভেনে থেকে অনেকগুণে ফাস্ট। এমন কোন কাজ নেই যা সেভেনে করতে পারবেন এইটে করতে পারবেন না। সাথে বোনাস হিসেবে লেটেস্ট স্টার্ট স্ক্রিন তো থাকছেই। পছন্দ না হলে পূর্বের স্টার্ট মেনু ফিরিয়ে আনাও কোন ব্যাপার না। এখনি আপগ্রেড করেন মিয়া ভাই।
আগের স্টার্ট মেনু ফিরিয়ে আনা যাবে নাকি? তাহলে তো ভালোই হয়। আমি গতকাল করতে যেয়েও করি নাই। তবে এখনকার ২৩ মনিটরটা বিক্রি করে দিয়ে একটা টাচ মনিটরের ধান্দায় আছি তবে, হাতে তেমন টাকা নেই...থাকলে আমারে ঠেকায় কোন্ শ্যালক? হা হা হা। আমি অবশ্য উইন ৮ -এর ডেভেলপার এবং রিলিজ প্রিভিউ - দু'টোই ব্যবহার করেছিলাম। তখন বেশ লেগেছিলো।
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
০.০৮৩৮২২৯৬৫৬২১৯৪৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৪৭৩৫৯৯৯৫৯০৪২ টি কোয়েরী চলেছে