Re: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
কয়ডা দিন পর ফোরামমুখী হইলাম
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
কয়ডা দিন পর ফোরামমুখী হইলাম
বাংলা ভিসন খুইলা টাসকায়িত হইলাম ইদের নাটক চলতেসে, প্রভা আর চঞ্চলের । প্রভার বান্ধবি দেখি আমাদের ক্লাসের পিচ্চি শান্ত , টাসকানির কারন প্রভার বান্ধবি হিসেবে শান্ত
এইডা কিছু হইলো? মাত্র ঘন্টা দুয়েক ছিলাম না পিসিতে! ফোরামে দেখি ঝড় হয়ে গেছে! এটা খুলার কারণ কি? আমার কাছে এখনো লোডিং এ কোন পরিবর্তন পড়েছে বলে মনে হচ্ছে না।
10-12 মেগা/সে লাইন ইউজ করলে পার্থক্য বুঝবেন কিভাবে??
হুম বিটিভিতেও প্রভার ২টা নাটক প্রচার হল। (দেশের বাড়িতে বিটিভি ছাড়া উপায় নাই গোলাম হোসেন
)
আজ চঞ্চল চৌধুরীর নাটক দেখাল বিটিভিতে যাষ্ট অসাম
বাংলা ভিসন খুইলা টাসকায়িত হইলাম
ইদের নাটক চলতেসে, প্রভা আর চঞ্চলের । প্রভার বান্ধবি দেখি আমাদের ক্লাসের পিচ্চি শান্ত , টাসকানির কারন প্রভার বান্ধবি হিসেবে শান্ত
![]()
অই মিয়া আমি আরো আমার দুস্তরে খাতা বই দিয়া আইছি নাটকটির নামটি লিখে রাখার জন্য । আফনে নাটকটীর নামটি এখানে শেয়ার করেন তো ।
মুই প্রভার বড়ই ফ্যান
ফারহান খান লিখেছেন:বাংলা ভিসন খুইলা টাসকায়িত হইলাম
ইদের নাটক চলতেসে, প্রভা আর চঞ্চলের । প্রভার বান্ধবি দেখি আমাদের ক্লাসের পিচ্চি শান্ত , টাসকানির কারন প্রভার বান্ধবি হিসেবে শান্ত
![]()
অই মিয়া আমি আরো আমার দুস্তরে খাতা বই দিয়া আইছি নাটকটির নামটি লিখে রাখার জন্য । আফনে নাটকটীর নামটি এখানে শেয়ার করেন তো ।
মুই প্রভার বড়ই ফ্যান
![]()
লাটকের নাম U turn , তবে এই নামে আরেকটা নাটক আছে সজলের, অইটা না, এটা ইদের নাটক
বাড়িতে আসছিলাম প্রায় ৪০গিগা+ ভিডিও কনটেন্ট নিয়ে। এখন পর্যন্ত বিগ ব্যাং থিওরীই শেষ করতে পারলাম না।
মুভি একটাও দেখা হয় নাই। হুদাই নামাইলাম।
চন্দ্রবিন্দুর 'নয়' ডাউনলোড করলাম। চন্দ্রবিন্দু টাইপ না গানগুলি। প্রথমে বেশ মন খারাপ লেগেছিল। পর পর দুবার শুনার পর দেখি ভালই লাগছে।
ইয়ে, ব্রাশু ভাইকে ধন্যবাদ। নয় যে রিলিজ পেয়েছে উনার পোষ্ট থেকেই জানতে পেরেছিলাম।
বাড়িতে আসছিলাম প্রায় ৪০গিগা+ ভিডিও কনটেন্ট নিয়ে। এখন পর্যন্ত বিগ ব্যাং থিওরীই শেষ করতে পারলাম না।
![]()
মুভি একটাও দেখা হয় নাই। হুদাই নামাইলাম।
দুখের কথা কি বলব আপনার দেওয়া ডকুমেন্ট্রি ফোল্ডারটা ডিলিট করে ফেলেছি ভুলে
বিগ ব্যাঙ থিউরি কিন্তু আসলেই বড় মানে ১২৫ পর্ব ১২৫*২০=২৫০০ মিনিট মানে ৪২ ঘন্টা সো এত তারাতারি শেষ হবে কেন??
লাগাতার ৪২ ঘন্টা কি দেখা সম্ভব??
বাট খুব ইনজয়িং বিশেষ করে কারো সাইন্স ব্যাকগ্রাউন্ড হলে বুঝতে সুবিধা, ফিজিক্সের ছাত্র হলেতো কথাই নাই
অনেকক্ষন হয় ঘুম ভেঙ্গে গেছে । জেগে বসে আছি ।
অনেকক্ষন হয় ঘুম ভেঙ্গে গেছে । জেগে বসে আছি ।
কি হইল ভাইজান
প্রথম পেজে একটা ছাপ মেরে গেলাম।
কেমন আছেন? অনেকদিন আপনার সাথে কোন যোগাযোগ নেই? ব্যস্ততা খুব বেশি নাকি?
জেলাল ভাই, সন্ধ্যার দিকে আইএমে একটু সময় দিতে পারবেন? সম্ভব হলে নক করবেন। অপেক্ষায় রইলাম।
এখনও সারভাইভিং
ভাইচা টাইট হয়া বয়া থাকো
মন মেজাজ চ্রম খ্রাপ...
জেলাল ভাই, সন্ধ্যার দিকে আইএমে একটু সময় দিতে পারবেন? সম্ভব হলে নক করবেন। অপেক্ষায় রইলাম।
ওকে, চেষ্টা করবো। জিমেইল চ্যাটে থাকবো।
কি যে ভেজালে পড়ছি, কাউরে কোপাইতে পারলে মনটা ঠাণ্ডা হইত
অবস্থা তো বেশ সংগীন নিউইয়র্কে।
অনেক দিন আগে একখান নাটক দেখেছিলাম টিভিতে। আবার দেখতে মন চাইতেছে। নাটকটার নাম ও মাত্র একটা চরিত্রের কথা মনে পড়ছে এ মুহুর্তে...।
নামঃ মন্থর
অপি করিম অভিনয় করেছিলেন নাটকটায়।
নেট অনেক ঘাটলাম কিন্তু পেলাম না।
এখানে কারো সাহায্য পেতে পারি কি?
প্রথম পেজে একটা ছাপ মেরে গেলাম।
৭/৮বার চেষ্টা করেও প্রথম পেজে স্বাক্ষর রাখতে পারেনি পরে হাল ছেড়ে দিয়েছি।
বরাবর,
এডমিন
প্রজন্ম ফোরাম
জনাব, যথাবিহীত সম্মান প্রদর্শন পুর্বক বিনীত নিবেদন এই যে, গতকাল আজ্যাইরা প্যাচাল-০৩ টপিক খোলার পরে অনেকবার চেষ্টা করেও আমি প্রথম পেজে কোন কমেন্ট করতে পারিনি, সে সময় আমার এখান হতে প্রজন্ম অফলাইন দেখাচ্ছিল। লোডিং টাইম বিপজ্জনকভাবে বেড়েই চলেছে। প্রায়ই ফোরাম অফলাইন ম্যাসেজে পাই।বিষয়টির আশু প্রতিকার হওয়া প্রয়োজন।
অতএব, উপর্যুক্ত বিষয়ের আলোকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের মর্জি হয়।
নিবেদক
প্রাজন্মিক =ইলিয়াস
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
০.০৭৯৭২৫০২৭০৮৪৩৫১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৭৫৪৪৭২৯৮৫২১৮ টি কোয়েরী চলেছে