Re: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
কয়ডা দিন পর ফোরামমুখী হইলাম
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
কয়ডা দিন পর ফোরামমুখী হইলাম
বাংলা ভিসন খুইলা টাসকায়িত হইলাম ইদের নাটক চলতেসে, প্রভা আর চঞ্চলের । প্রভার বান্ধবি দেখি আমাদের ক্লাসের পিচ্চি শান্ত , টাসকানির কারন প্রভার বান্ধবি হিসেবে শান্ত
বাড়িতে আসছিলাম প্রায় ৪০গিগা+ ভিডিও কনটেন্ট নিয়ে। এখন পর্যন্ত বিগ ব্যাং থিওরীই শেষ করতে পারলাম না।
মুভি একটাও দেখা হয় নাই। হুদাই নামাইলাম।
চন্দ্রবিন্দুর 'নয়' ডাউনলোড করলাম। চন্দ্রবিন্দু টাইপ না গানগুলি। প্রথমে বেশ মন খারাপ লেগেছিল। পর পর দুবার শুনার পর দেখি ভালই লাগছে।
ইয়ে, ব্রাশু ভাইকে ধন্যবাদ। নয় যে রিলিজ পেয়েছে উনার পোষ্ট থেকেই জানতে পেরেছিলাম।
অনেকক্ষন হয় ঘুম ভেঙ্গে গেছে । জেগে বসে আছি ।
মন মেজাজ চ্রম খ্রাপ...
কি যে ভেজালে পড়ছি, কাউরে কোপাইতে পারলে মনটা ঠাণ্ডা হইত
অনেক দিন আগে একখান নাটক দেখেছিলাম টিভিতে। আবার দেখতে মন চাইতেছে। নাটকটার নাম ও মাত্র একটা চরিত্রের কথা মনে পড়ছে এ মুহুর্তে...।
নামঃ মন্থর
অপি করিম অভিনয় করেছিলেন নাটকটায়।
নেট অনেক ঘাটলাম কিন্তু পেলাম না।
এখানে কারো সাহায্য পেতে পারি কি?
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
০.২৫১৫৯৯০৭৩৪১০০৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ১৮.৫২৫১৩৭১৪৭০৯৭ টি কোয়েরী চলেছে