টপিকঃ আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

বিদ্যুত্ সাশ্রয় করার জন্য দেশে অনেক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এনার্জি ফিলামেন্ট বাল্ব ।এই বাল্ব গুলো কোম্পানি ভেদে ৫০-৮০% পর্যন্ত বিদ্যুত্ সাশ্রয় করতে পারে । এতেও কিন্তু আমি সন্তুষ্ট নই । আমাকে ৯৯% বিদ্যুত্ সাশ্রয় করতেই হবে । কিন্তু কিভাবে ? হ্যা, আপনাদের সেই পদ্ধতিই বলবো এখন ।
প্রথমে জেনে নেওয়াযাক আমরা বাসা বাড়িতে দৈনিক কত ওয়াটের এনার্জি বাল্ব বা সাধারন বাল্ব ব্যবহার করেকত ইউনিট খরচ করি । ধরি, একটি বাড়িতে দৈনিক ৬ ঘন্টা করে ৫টি ৬০ ওযাট এর বাল্ব জ্বলে । এতে দৈনিক বিদ্যূত্ খরচ হয় ৬০*৫*৬=১৮০০ ওয়াট । ইউনিট হিসেব করলে দাড়ায় ১.৮ এবং ৩০ দিনের ইউনিট হিসেব করলে দাড়ায় ১.৮*৩০=৫৪ ইউনিট । এই খরচটা যদি কমিয়ে প্রতি মাসে দিনরাত ২৪ ঘন্টা আমার প্রযুক্তির আলো জ্বালিয়ে মাত্র ১-২ ইউনিটের মধ্যে হয় তাও আবার আলোর উজ্জ্বলতা সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে, কেমন হবে বলুন তো ? একে ফ্রি বলবো না তো কি বলবো ? আমি এইপ্রযুক্তির নাম দিয়েছি ৯৯% বিদ্যুত্ সাশ্রয় । আমি আপনাদের জন্যে, দেশের জন্যে, দশের জন্য এমনই একটি উপহার দিতে চাচ্ছি পবিত্র ঈদুল আ'যহা উপলক্ষে ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামালঃ ১। ৩০টিLED (light emiting diode)
২। যেকোন মানের রেকটিফায়ারডায়োড ৪টি
৩। একটি ক্যাপাসিটর ১৬০০/১৬v
৪। একটি ৬.V অথবা ৯.V ট্রান্সফরমার (Made by bangladesh)
৫। একটি PCB বোর্ড বা মোটা কাগজের আর্ট পেপার ।
কার্যপ্রনালীঃ প্রথমে এলইডি বাল্বগুলি (১৫ ১৫=৩০) দুটি (৬.V ভোল্ট ট্রান্সফরমারের জন্য) এবং (১০ ১০ ১০=৩০) তিনটি (9.V ট্রান্সফরমারের জন্য) আলাদা আলাদা ভাগ করুন । খেয়াল করুন এলইডি গুলোর একটি পাঁ লম্বা আরেকটি খাটো । লম্বা পাঁ গুলো পজেটিভ এবং খাটোগুলো নেগেটিভ প্রান্ত । এবার আর্টপেপারে বাল্বগুলোর পজেটিভ প্রান্ত একদিকে রেখে ট্রান্সফরমার সাপেক্ষে দুটি অথবা তিনটি লাইনে সাজান । লাইনের মাঝে প্রত্যেকটা বাল্ব আলাদা আলাদাভাবে পজেটিভের সাথে নেগেটিভ প্রান্ত সিরিজে সংযোগ দিন । এবার দু লাইনের দুই পাশের অবশিষ্ট পাঁগুলির সবগুলো প্রান্ত (পজেটিভ ও নেগেটিভ আলাদা আলাদা) প্যারালালেলম্বা সংযোগ দিন । ব্যস আপনার এলইডিরটিউব তৈরির কাজ শেষ । এবার ট্রান্সফরমারের ডিসি সাইটের দুটি তার ৪টি রেকটিফায়ার ডায়োডের সমন্ময়ে গঠিত ব্রিজ সার্কিটে সংযোগ দিন । ব্রিজ সার্কিটে পজেটিভ ওনেগেটিভ প্রান্ত ঠিক রেখে ক্যাপাসিটর লাগিয়ে নিন । এবার ব্রিজ সার্কিট থেকে পজেটিভ ও নেগেটিভ প্রান্ত যথাক্রমে আপনার তৈরি এলইডিটিউব লাইটের পজেটিভ ও নেগেটিভ প্রান্তে সংযোগ দিন । এবার ট্রান্সফরমারে এসি বিদ্যুত্ সরবরাহ দিন আর দেখুন কেমন আলো জ্বলতেছে । আপনার কাজ শেষ হলে এলইডি টিউববাল্ব ও ট্রান্সফরমার সুবিধামতো যায়গায় সেট করুন । এই প্রযুক্তিটির মাধ্যমে সাশ্রয় করুন ৯৯% বিদ্যুত্।
অতিসংক্ষেপে সহজভাবে পদ্ধতিটা বলে দিলাম । তারপরও যদি কেউ না বুঝেন তবে মেইল করুনঃ ssmsis47@gmail. com অথবা সুখের পায়রা ফেসবুকে প্রোফাইল থেকে সার্কিট ডায়াগ্রাম দেখে নিন ।
মূল্যতালিকাঃ
১। ট্রান্সফরমার=১২০-২০০ টাকা ।
২। LED প্রতি পিচ ২.৫০ টাকা ।
৩। ক্যাপাসিটর ৫ থেকে ১০ টাকা ।
৪। রেকটিফায়ার ডায়োড প্রতি পিচ ১ টাকা ।

সুখের পায়রা

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

ধন্যবাদ আপনার আইডিয়ার জন্য। আরেকটু কস্ট করুন। সবাই তো ইলেলেক্ট্রনিক্স থেকে পড়ে আসেনি , আপনি এই বাল্ব বানানোর ব্যাপারটি ছবির সাহায্যে ব্যাখ্যা করুন। মানে ছবির টিউটোরিয়াল আর কি  smile

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

LED বাল্বগুলো কয়দিন পর ডিম হয়ে যায়  waiting

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

সুখের পায়রা

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (২৭-১০-২০১২ ২০:০৯)

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

ভাইজান ইলেক্ট্রনিক্সে আপনার জ্ঞান কতটুকু জানিনা । AC তে led জ্বলেনা এটি আপনি কোথায় পেলেন । আমি আপনাকে AC দিয়ে LED জ্বালিয়ে দেব । তাহলে বিশ্বাস হবে ? আর একটা কথা যেকোন বিষয়ে তর্কে যেতে হলে সেই বিষয়ে ভাল জ্ঞান থাকা দরকার ।  আমি আপনাকে একটা বানিয়ে দেব ৫বছর গ্যারান্টি দিব শুধু LED এর জন্য । ট্রান্সফরমারের জন্য নয় । আলো ১৮ ওয়াটের মত হবে । যদি দরকার হয় প্রয়োজনীয় তথ্য দিয়ে মেইল করুন । ভাল থাকুন শুভকামনা । ঈদমোবারক

সুখের পায়রা

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

সর্বশেষ সম্পাদনা করেছেন icsm_arafat (২৭-১০-২০১২ ২১:৪৬)

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

আমিও এসি + ডিসি দুটো দিয়েই LED জ্বালিয়েছি। এখনো বাসায় ডিমলাইটের বদলে এসি লেডের তিনটা লাইট জ্বালাই, আর টেবিল রিডিং ল্যাম্পের বদলে ২৪ LED'র নিজে তৈরী লাইট ব্যবহার করছি। সার্কিট লাগলে আওয়াজ দিয়েন।

সাইফুল ভাই যেই LED'র ছবি দিয়েছে আমি মাসখানেক আগেই কিনেছি ১০ টাকা করে, আর নিচের দিকের হিটসিঙ্ক ছাড়া শুধু লেড ৭/৮ টাকা করে। এই লেড গুলোর আলো খুবই ভাল, কিন্তু হিটসিঙ্ক ছাড়া বেশিদিন টিকেনা। উল্লেখ্য এই লেডগুলো পাথর লেড নামে পরিচিত।

১০

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

আপনি যেভাবে লিখেছেন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের ছাত্র-ছাত্রীরা ছাড়া আর কেউই বানাতে পারবে না। সম্ভব হলে ছবি সহ টিউটোরিয়ালের মত করে দিন। আরো বিস্তারিতভাবে লিখুন। অনেকটা সংক্ষেপে হয়ে গেছে।

লেখাটার জন্য ধন্যবাদ। চেষ্টা করে দেখবো।

১১

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

আলহামদুলিল্লাহ!

১২

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

সুখের পায়রা

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (২৮-১০-২০১২ ০১:৫৭)

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

১৪

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৫

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

আলোচনা দুটি খুবই সুন্দর হয়েছে।

১৬

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

সবাইকে ধন্যবাদ । নিজ নিজ জ্ঞানের মধ্যে থেকে সুন্দরভাবে আলোচনা করার জন্য ।
একটু চিন্তা করুন লিড বাল্ব ব্যবহার করে যে পরিমান বিদ্যূত্ সাশ্রয় হবে তা যদি দেশের ৩০% লোক এই প্রযুক্তি ব্যবহার করে তবে আমি মনে করি আমাদের বর্তমান উত্পাদিত বিদ্যূত্ এ কখনই লোডশেডিং হতো না । অর্থাত্ লোডশেডিং মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হতো আর বাংলাদেশ উন্নতির আরো একধাপ এগিয়ে যেত বিশ্বদরবারে । তাই আসুন আমরা এই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের বিদ্যুত্ খরচটা খানিকটা কমাই আর দেশের জন্য কিছু করি ।
কথাগুলি গুছিয়ে বলতে পারলাম না কষ্ট করে বুঝে নিবেন । ঈদ মোবারক

সুখের পায়রা

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (২৮-১০-২০১২ ১৪:২১)

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

১৮

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন পাপপু খান (১৫-১২-২০১২ ১৭:৩৯)

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

" আমি নতুন ,আমি নতুন প্রজন্মের পথিক
           অনেক জানার আগ্রহ নিয়ে এসেছি এই প্রজন্মে "

২০

Re: আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই

মাথায় খালি গোবর ভরা  কিচ্ছু ঢুকে না ।  hairpull