টপিকঃ আসুন বিদ্যুত্ সাশ্রয় করি ! বৈধ সংযোগ থেকে ফ্রি ফ্রি বাল্ব জ্বালাই
বিদ্যুত্ সাশ্রয় করার জন্য দেশে অনেক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এনার্জি ফিলামেন্ট বাল্ব ।এই বাল্ব গুলো কোম্পানি ভেদে ৫০-৮০% পর্যন্ত বিদ্যুত্ সাশ্রয় করতে পারে । এতেও কিন্তু আমি সন্তুষ্ট নই । আমাকে ৯৯% বিদ্যুত্ সাশ্রয় করতেই হবে । কিন্তু কিভাবে ? হ্যা, আপনাদের সেই পদ্ধতিই বলবো এখন ।
প্রথমে জেনে নেওয়াযাক আমরা বাসা বাড়িতে দৈনিক কত ওয়াটের এনার্জি বাল্ব বা সাধারন বাল্ব ব্যবহার করেকত ইউনিট খরচ করি । ধরি, একটি বাড়িতে দৈনিক ৬ ঘন্টা করে ৫টি ৬০ ওযাট এর বাল্ব জ্বলে । এতে দৈনিক বিদ্যূত্ খরচ হয় ৬০*৫*৬=১৮০০ ওয়াট । ইউনিট হিসেব করলে দাড়ায় ১.৮ এবং ৩০ দিনের ইউনিট হিসেব করলে দাড়ায় ১.৮*৩০=৫৪ ইউনিট । এই খরচটা যদি কমিয়ে প্রতি মাসে দিনরাত ২৪ ঘন্টা আমার প্রযুক্তির আলো জ্বালিয়ে মাত্র ১-২ ইউনিটের মধ্যে হয় তাও আবার আলোর উজ্জ্বলতা সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে, কেমন হবে বলুন তো ? একে ফ্রি বলবো না তো কি বলবো ? আমি এইপ্রযুক্তির নাম দিয়েছি ৯৯% বিদ্যুত্ সাশ্রয় । আমি আপনাদের জন্যে, দেশের জন্যে, দশের জন্য এমনই একটি উপহার দিতে চাচ্ছি পবিত্র ঈদুল আ'যহা উপলক্ষে ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামালঃ ১। ৩০টিLED (light emiting diode)
২। যেকোন মানের রেকটিফায়ারডায়োড ৪টি
৩। একটি ক্যাপাসিটর ১৬০০/১৬v
৪। একটি ৬.V অথবা ৯.V ট্রান্সফরমার (Made by bangladesh)
৫। একটি PCB বোর্ড বা মোটা কাগজের আর্ট পেপার ।
কার্যপ্রনালীঃ প্রথমে এলইডি বাল্বগুলি (১৫ ১৫=৩০) দুটি (৬.V ভোল্ট ট্রান্সফরমারের জন্য) এবং (১০ ১০ ১০=৩০) তিনটি (9.V ট্রান্সফরমারের জন্য) আলাদা আলাদা ভাগ করুন । খেয়াল করুন এলইডি গুলোর একটি পাঁ লম্বা আরেকটি খাটো । লম্বা পাঁ গুলো পজেটিভ এবং খাটোগুলো নেগেটিভ প্রান্ত । এবার আর্টপেপারে বাল্বগুলোর পজেটিভ প্রান্ত একদিকে রেখে ট্রান্সফরমার সাপেক্ষে দুটি অথবা তিনটি লাইনে সাজান । লাইনের মাঝে প্রত্যেকটা বাল্ব আলাদা আলাদাভাবে পজেটিভের সাথে নেগেটিভ প্রান্ত সিরিজে সংযোগ দিন । এবার দু লাইনের দুই পাশের অবশিষ্ট পাঁগুলির সবগুলো প্রান্ত (পজেটিভ ও নেগেটিভ আলাদা আলাদা) প্যারালালেলম্বা সংযোগ দিন । ব্যস আপনার এলইডিরটিউব তৈরির কাজ শেষ । এবার ট্রান্সফরমারের ডিসি সাইটের দুটি তার ৪টি রেকটিফায়ার ডায়োডের সমন্ময়ে গঠিত ব্রিজ সার্কিটে সংযোগ দিন । ব্রিজ সার্কিটে পজেটিভ ওনেগেটিভ প্রান্ত ঠিক রেখে ক্যাপাসিটর লাগিয়ে নিন । এবার ব্রিজ সার্কিট থেকে পজেটিভ ও নেগেটিভ প্রান্ত যথাক্রমে আপনার তৈরি এলইডিটিউব লাইটের পজেটিভ ও নেগেটিভ প্রান্তে সংযোগ দিন । এবার ট্রান্সফরমারে এসি বিদ্যুত্ সরবরাহ দিন আর দেখুন কেমন আলো জ্বলতেছে । আপনার কাজ শেষ হলে এলইডি টিউববাল্ব ও ট্রান্সফরমার সুবিধামতো যায়গায় সেট করুন । এই প্রযুক্তিটির মাধ্যমে সাশ্রয় করুন ৯৯% বিদ্যুত্।
অতিসংক্ষেপে সহজভাবে পদ্ধতিটা বলে দিলাম । তারপরও যদি কেউ না বুঝেন তবে মেইল করুনঃ ssmsis47@gmail. com অথবা সুখের পায়রা ফেসবুকে প্রোফাইল থেকে সার্কিট ডায়াগ্রাম দেখে নিন ।
মূল্যতালিকাঃ
১। ট্রান্সফরমার=১২০-২০০ টাকা ।
২। LED প্রতি পিচ ২.৫০ টাকা ।
৩। ক্যাপাসিটর ৫ থেকে ১০ টাকা ।
৪। রেকটিফায়ার ডায়োড প্রতি পিচ ১ টাকা ।