ডালাস ক্যাম্পবেলের মিনি সিরিজ Supersized Earth দেখেছিলাম কিছুদিন আগে। ফ্যান্টাস্টিক! পুরো পৃথিবীটাকে কিভাবে বদলে দিচ্ছে মানুষ না দেখলে বিশ্বাস করা কঠিন!

আমরা আদার ব্যাপারী বাঙালী এক পদ্মা সেতু করতে গিয়ে নাকাল
(গতকাল ব্যাংকে ডিপোযিট করতে গিয়ে খেয়াল করলাম পদ্মাসেতু তহবিলের জন্য দানবাক্স লাগিয়ে রেখেছে) আর এদিকে প্রতি ৫ বছর অন্তর অন্তর চীন পুরো দুনিয়ার মানচিত্রই বদলে দিচ্ছে! 
এই সময় এটা দেখলে মন খারাপ হয়ে যেতে পারে অবশ্য... আমরা জঙ্গলে কাদা ছোঁড়াছুড়িতে ব্যস্ত, আর বাকী পৃথিবী জুতোর ফিতেটুকু বাঁধার সময় নেই এমন তীব্র বেগে ছুটে চলেছে... 
Calm... like a bomb.