টপিকঃ ফরেক্স সম্বন্ধে জানতে চাই
ভাই ফরেক্স সম্বন্ধে পড়াশোনা করতে গিয়ে মাথা আউলাই গেসে।
কিছু প্রশ্নঃ
১. লেভারেজ কি? (EUR USD ১:৫০০ লেভারেজ $25.82 ডলার এটা বুঝলামনা)
২. Swap Short / Swap Long কি?
৩. লট সাইজ?
৪. Spread কি?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » বিনিয়োগ » ফরেক্স সম্বন্ধে জানতে চাই
ভাই ফরেক্স সম্বন্ধে পড়াশোনা করতে গিয়ে মাথা আউলাই গেসে।
কিছু প্রশ্নঃ
১. লেভারেজ কি? (EUR USD ১:৫০০ লেভারেজ $25.82 ডলার এটা বুঝলামনা)
২. Swap Short / Swap Long কি?
৩. লট সাইজ?
৪. Spread কি?
লেভারেজ- সোজা বাংলায়, ১:৫০০ এর মানে হল, ধরুন আপনার কাছে $১ আছে তাহলে আপনি $৫০০ মূল্যের সমমান লেনদেন করতে পারবেন।
SWAP- মানে হল যারা আপনাকে বাড়তি ডলারের জোগান দিচ্ছেন তাদের টাকার দৈনিক সুদ। short বলতে বোঝায় sell পজিশন এবং long হল buy পজিশন।
লট সাইজ- ফরেক্স এ লেনদেন আমাদের দৈনন্দিন জীবনের টাকার লেনদেন এর মত নয়। এখানে লট হিসেবে লেনদেন করতে হয়। বোঝার জন্য বললে বলতে হয় টাকার বান্ডিল। মাইক্রো লট, মিনি লট এবং স্ট্যান্ডার্ড লট এই তিন সাইজের লট এ লেনদেন করা হয়। বিস্তারিত ডিলারদের ওয়েব সাইটে পাবেন।
Spread- খেয়াল করেছেন নিশ্চয়, buy রেট ও sell রেট পজিশনের মাঝখানে খানিকটা তফাত থাকে। ওইটাই Spread। অর্থাৎ আপনার ডিলারের কমিশন।
একেবারে বইয়ের ভাষায় না বুঝিয়ে "সোজা কথায়" বলেছি। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মানী লন্ডারিং আইন মোতাবেক ফরেক্স ট্রেড করা নিষিদ্ধ।
মার্কেট আওয়ারে যদি ট্রেড ক্লোজ না করেন তাহলে ইন্টারেস্ট হয় দিতে হবে, নয় পাবেন। ইসলামী শরীয়ত অনুযায়ী রিবা বা সুদ দিয়ে/খেয়ে অর্থোপার্জন করলে আপনাকে জাহান্নামের অনন্তর আগুনে বারবিকিউ করা হবে। (মিডল ঈস্টে অবশ্য বেশ কিছু ইন্টারেস্ট-ফৃ ইছলামী ফরেক্স ব্রোকার আছে)
১. লেভারেজ কি? (EUR USD ১:৫০০ লেভারেজ $25.82 ডলার এটা বুঝলামনা)
লেভারেজ হলো ফরেক্স জগৎে কুইক সুইসাইড করার ১০১% ইডিয়ট-প্রুফ টেকনিক। ধরে নিচ্ছি লেভারেজ সম্পর্কে আপনার বেসিক আইডিয়া আছে। ১:১০০ লেভারেজে আপনার নিজস্ব প্রতি ১ ডলার বিনিয়োগের এগেনস্টে ব্রোকার থেকে ৯৯ ডলার লোন নিচ্ছেন। $১ লাখ ডলারের স্ট্যান্ডার্ড লট ট্রেড করতে চান, সেক্ষেত্রে আপনাকে ১:১০০ লেভারেজে মিনিমাম $১০০০ ডিপোযিট করতে হবে, বাকি ৯৯ হাজার আপনাকে লোন দেবে ব্রোকার।
টিপস: যতই লোভনীয় লাগুক, কোনোদিনও ১:৩ - ১:৫ লেভারেজ এক্সীড করবেন না। কদাচিৎ ট্রেড খুব ভালো মনে হলে বড়জোড় ১:১০ বা আরেকটু বেশি পর্যন্ত উঠতে পারেন। একমাত্র বোকার হদ্দরাই ১:৫০, ১:১০০, ১:৫০০ এই ধরণের রিডিকিউলাস লেভারেজ ব্যবহার করে এবং ২/৩ মাসের মধ্যেই স্বর্বস্বান্ত হয়ে খসে পড়ে। ফরেক্সে যদি লংটার্ম থাকতে চান - একদম মিনিমাম লেভারেজ নিয়ে সন্তুষ্ট থাকুন। ব্রোকার সিলেক্ট করার সময় খেয়াল করুন তারা ফ্র্যাকশনাল লেভারেজ দেয় কিনা।
আপনার উদাহরণটা আমিও বুঝলাম না। এটা কোথা থেকে পেয়েছেন?
২. Swap Short / Swap Long কি?
Fx Swap হলো (ইসলামী) জাহান্নামের ফৃ টিকেট। ধরুন, আপনি আমেরিকান ব্রোকারের মাধ্যমে ট্রেড করছেন। কিছু পযিশন ওপেন করলেন। বিকাল ৫টায় নিউ ইয়র্ক এক্সচেন্জ বন্ধ হয়ে গেলো (আরো ধরে নিচ্ছি কাইদা-সেনা বংবীর নাফিছ ছাহেব ইহা চিরতরে ধ্বংস করতে ব্যর্থ হয়েছেন
)। মার্কেট বন্ধ, কিন্তু আপনার ট্রেড তো ওপেন আছে। এখন ঐ পযিশনের ভিত্তিতে আপনি ওভারনাইট হয় কিছু ইন্টারেস্ট দেবেন, বা কিছু ইন্টারেস্ট পাবেন। সুদ খাবেন না দেবেন নির্ভর করে আপনার পযিশনের বেইজ আর কাউন্টার কারেন্সীর ঐ মুহুর্তের অবস্থার উপরে। আমেরিকানরা সোয়্যাপ রেইট ক্যালকুলেট করে ১৬:৫৯ নিউ ইয়র্ক টাইমে।
টিপস: গার্লফ্রেন্ডের পেডিকিউর, হার্ট এ্যাটাক, ট্রাফিক এ্যাক্সিডেন্ট - যত অজুহাতই থাকুক না কেন শুক্রবারে টাইমমত অবশ্যই ট্রেড ক্লোজ করবেন!
পিএস: মোমেন বান্দাদের পকেটের স্বাস্থ্য হালকা করার জন্য কিছু সোয়াপ-ফ্রী ছহীহ ইছলামী তরিকার ব্রোকার আছে।
৩. লট সাইজ?
স্ট্যান্ডার্ড লট = ১ লাখ ইউনিট
মিনি লট = ১০ হাজার ইউনিট
মাইক্রো লট = ১ হাজার ইউনিট
আপনি যদি USD 1 standard lot ট্রেড করেন, এর অর্থ হলো ১ লাখ ডলার ট্রেড করছেন।
৪. Spread কি?
ইহা আপনার ব্রোকারের রুটিরুজীর বন্দোবস্ত।
ধরুণ এই মুহুর্তে EUR/USD-র মার্কেট রেট হলো 1.3600। কিন্তু ব্রোকার আপনাকে ঐ রেটে সেল/বাই করবে না। আপনি যদি কেনেন তাহলে 1.3601 রেটে কিনতে হবে, আর যদি বিক্রয় করেন তাহলে 1.3599 রেটে বেচতে হবে। এই বাই-সেল রেট দু'টোর মাঝখানে যে পার্থক্য ওটাই আপনার ব্রোকারের স্প্রেড। এই উদাহরণে ব্রোকারের স্প্রেড হলো ২ পিপ। আপনি ট্রেড লাভ করেন বা লস করেন - ব্রোকার ঠিকই তার ২ পিপ পেয়ে যাচ্ছে। আশা করি এখন বুঝতে পারছেন আপনাকে দিয়ে হাই লেভারেজে ট্রেড করানোর জন্য ব্রোকারের এত উৎসাহ কেন...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মানী লন্ডারিং আইন মোতাবেক ফরেক্স ট্রেড করা নিষিদ্ধ।
ঠিক এই কারণেই বিস্তারিত বিবরণ এড়িয়ে গেছি। সভ্যতার অদম্য রক্ষক কালা কুর্তাওয়ালারা আসলে কিন্তু আমি নাই ।
পিএস: মোমেন বান্দাদের পকেটের স্বাস্থ্য হালকা করার জন্য কিছু সোয়াপ ফ্রী ছহীহ ইছলামী তরিকার ব্রোকার আছে।
এই ব্যাপারটা পুরাই ভাঁওতাবাজি
। আমাদের দেশের ইসলামি ব্যাংকিং এর মত... সুদ নেবনা লাভ নেব। নাম বদলে ফেললেই যেন হালাল হয়ে গেল।
@invarbrass
এতো ভালো ভালো পোস্ট এক দিনে করলে তো প্লাস দিতে পারি না। খালি নীচের ম্যাসেজ দেখায়
আপনি সম্প্রতি এই সদস্যকে সম্মাননা দিয়েছেন। এই সদস্যকে আবার সম্মাননা দিতে আপনাকে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে।
হুম আপনার লেখা পড়ে বুঝলাম ফরেক্স হল জাহান্নামের ওয়ান ওয়ে টিকেট এবং তাও ফ্রি না, টাকা দিয়ে কিনতে হয়
@invarbrass
এতো ভালো ভালো পোস্ট এক দিনে করলে তো প্লাস দিতে পারি না। খালি নীচের ম্যাসেজ দেখায়আপনি সম্প্রতি এই সদস্যকে সম্মাননা দিয়েছেন। এই সদস্যকে আবার সম্মাননা দিতে আপনাকে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে।
একই অবস্থা আমারো , যাই হোক । আমার একসময় ফরেক্স নিয়া ইন্টারেস্ট ছিল। কিন্তু ফরেক্স এর হাবিজাবি এত বেশি , কই থেকে শুরু করব কিছুই বুঝতে না পেরে খ্যান্ত দিসি
ফরেক্স কে কেন জানি জুয়া খেলার মত মনে হয়। এগুলারে ভালা পাই না।
দ্যা ডেডলক লিখেছেন:@invarbrass
এতো ভালো ভালো পোস্ট এক দিনে করলে তো প্লাস দিতে পারি না। খালি নীচের ম্যাসেজ দেখায়একই অবস্থা আমারো , যাই হোক । আমার একসময় ফরেক্স নিয়া ইন্টারেস্ট ছিল। কিন্তু ফরেক্স এর হাবিজাবি এত বেশি , কই থেকে শুরু করব কিছুই বুঝতে না পেরে খ্যান্ত দিসি
শিশু পিপস ডট কম ইসকুল
শুরু করার জন্য বেবিপিপস দারুণ। আরো এ্যাডভান্সড লেভেলে যেতে চাইলে investopedia সহ লক্ষ লক্ষ সাইট পাবেন সার্চ করলেই।
এই বার ভালো করে for-x বুঝেছি (এরই নাম interbrass) । ব্রাশুভাইকে ধন্যবাদ আমাদের জাহান্নামের বারবিকিউএর ডাক থেকে বাচানোর জন্য ।
++
এই সাইট্টা জানা ও শেখার জন্য বেশ বলে মনে হয় , বাংলায় বয়ান দেয়া হয়েছে...
@ ব্রাসু ভাই, আচ্ছা আপনি কি জানেন না?
যতই দেখছি ততই
ফারহান খান লিখেছেন:একই অবস্থা আমারো , যাই হোক । আমার একসময় ফরেক্স নিয়া ইন্টারেস্ট ছিল। কিন্তু ফরেক্স এর হাবিজাবি এত বেশি , কই থেকে শুরু করব কিছুই বুঝতে না পেরে খ্যান্ত দিসি
শিশু পিপস ডট কম ইসকুল
শুরু করার জন্য বেবিপিপস দারুণ। আরো এ্যাডভান্সড লেভেলে যেতে চাইলে investopedia সহ লক্ষ লক্ষ সাইট পাবেন সার্চ করলেই।
বেবি পিপসে গেসিলাম। কিন্তু ফিরঙ্গী ভাসায় লেখার কারনে বুছতে ব্যার্থ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মানী লন্ডারিং আইন মোতাবেক ফরেক্স ট্রেড করা নিষিদ্ধ।
এই তথ্যটি পুরোপুরি সঠীক নয়
http://tech.priyo.com/news/business/201 … /1772.html
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মানী লন্ডারিং আইন মোতাবেক ফরেক্স ট্রেড করা নিষিদ্ধ।
এই তথ্যটি পুরোপুরি সঠীক নয়
http://tech.priyo.com/news/business/201 … /1772.html
আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, পুরপুরিই বেআইনি। এমন কি দেশে লাইসেন্স প্রাপ্ত মানি-এক্সচেঞ্জ, ব্যাংক এদেরও সরাসরি বাংলাদেশ ব্যাংক ছাড়া লেনদেন করার এখতিয়ার নাই। অর্থাৎ বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে আপনি $১ ডলারও লেনদেন করতে পারবেন না। আর এটা হতে হবে বাংলাদেশ ব্যাংককেরই মাধ্যমে। এটাকে আক্ষরিক অর্থে ফরেক্স ট্রেড বলা যায় না বড়োজোর মানি-এক্সচেঞ্জ বলতে পারেন।
স্মার্ট বয় লিখেছেন:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মানী লন্ডারিং আইন মোতাবেক ফরেক্স ট্রেড করা নিষিদ্ধ।
এই তথ্যটি পুরোপুরি সঠীক নয়
http://tech.priyo.com/news/business/201 … /1772.htmlআপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, পুরপুরিই বেআইনি। এমন কি দেশে লাইসেন্স প্রাপ্ত মানি-এক্সচেঞ্জ, ব্যাংক এদেরও সরাসরি বাংলাদেশ ব্যাংক ছাড়া লেনদেন করার এখতিয়ার নাই। অর্থাৎ বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে আপনি $১ ডলারও লেনদেন করতে পারবেন না। আর এটা হতে হবে বাংলাদেশ ব্যাংককেরই মাধ্যমে। এটাকে আক্ষরিক অর্থে ফরেক্স ট্রেড বলা যায় না বড়োজোর মানি-এক্সচেঞ্জ বলতে পারেন।
বাঙালী তথা মানুষের সহজাত প্রবৃত্তি হলো নিষিদ্ধ বস্তুকে পরখ করে দেখা। আর এ কারণেই বাংলাদেশেও শুরু হয়েছে এ নিয়ে ব্যবসা। এ সংক্রান্ত ট্রেনিং এর যে সকল বিজ্ঞাপন দেখা যায় তাতে মনে হয় অদূর ভবিষ্যতে সবাই ফরেক্স ট্রেডার হয়ে যাবেন।
তবে যথাযথ জ্ঞানার্জনের দ্বারা যদি নিজে নিজে কিছু করতে পারা যায় তবে সেটা খারাপ কিছু হবে না বলেই মনে করি। অন্তত অর্থোপার্জনের একটা উপায় তো হতে পারে। আর বাংলাদেশের পেক্ষাপটে অনেকেই অবৈধ পন্থায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। সেটা যদি থামানো না যায় তবে এসব করেও কোন লাভ হবে না।
জানিনা আমার বক্তব্য স্ববিরোধী হয়ে গেল কি না। কোন ভুল হলে ক্ষমাপ্রার্থী।
SWAP না নিলে ও কি ইসলামী কোন প্রবলেম আছে ?
SWAP না নিলে ও কি ইসলামী কোন প্রবলেম আছে ?
নরমালী ব্যাবসাটা এলাউই মনেহয়েছিল কিন্তু এখানে অনেক দুর্নীতি হয়, সিন্ডিকেট হয় এগুলাতো এলাউ না, সোয়াপ জিনিসটা প্রথম শুনলাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মানী লন্ডারিং আইন মোতাবেক ফরেক্স ট্রেড করা নিষিদ্ধ।
মার্কেট আওয়ারে যদি ট্রেড ক্লোজ না করেন তাহলে ইন্টারেস্ট হয় দিতে হবে, নয় পাবেন। ইসলামী শরীয়ত অনুযায়ী রিবা বা সুদ দিয়ে/খেয়ে অর্থোপার্জন করলে আপনাকে জাহান্নামের অনন্তর আগুনে বারবিকিউ করা হবে। (মিডল ঈস্টে অবশ্য বেশ কিছু ইন্টারেস্ট-ফৃ ইছলামী ফরেক্স ব্রোকার আছে)
মেরাজ০৭ লিখেছেন:১. লেভারেজ কি? (EUR USD ১:৫০০ লেভারেজ $25.82 ডলার এটা বুঝলামনা)
লেভারেজ হলো ফরেক্স জগৎে কুইক সুইসাইড করার ১০১% ইডিয়ট-প্রুফ টেকনিক। ধরে নিচ্ছি লেভারেজ সম্পর্কে আপনার বেসিক আইডিয়া আছে। ১:১০০ লেভারেজে আপনার নিজস্ব প্রতি ১ ডলার বিনিয়োগের এগেনস্টে ব্রোকার থেকে ৯৯ ডলার লোন নিচ্ছেন। $১ লাখ ডলারের স্ট্যান্ডার্ড লট ট্রেড করতে চান, সেক্ষেত্রে আপনাকে ১:১০০ লেভারেজে মিনিমাম $১০০০ ডিপোযিট করতে হবে, বাকি ৯৯ হাজার আপনাকে লোন দেবে ব্রোকার।
টিপস: যতই লোভনীয় লাগুক, কোনোদিনও ১:৩ - ১:৫ লেভারেজ এক্সীড করবেন না। কদাচিৎ ট্রেড খুব ভালো মনে হলে বড়জোড় ১:১০ বা আরেকটু বেশি পর্যন্ত উঠতে পারেন। একমাত্র বোকার হদ্দরাই ১:৫০, ১:১০০, ১:৫০০ এই ধরণের রিডিকিউলাস লেভারেজ ব্যবহার করে এবং ২/৩ মাসের মধ্যেই স্বর্বস্বান্ত হয়ে খসে পড়ে। ফরেক্সে যদি লংটার্ম থাকতে চান - একদম মিনিমাম লেভারেজ নিয়ে সন্তুষ্ট থাকুন। ব্রোকার সিলেক্ট করার সময় খেয়াল করুন তারা ফ্র্যাকশনাল লেভারেজ দেয় কিনা।
আপনার উদাহরণটা আমিও বুঝলাম না। এটা কোথা থেকে পেয়েছেন?
মেরাজ০৭ লিখেছেন:২. Swap Short / Swap Long কি?
Fx Swap হলো (ইসলামী) জাহান্নামের ফৃ টিকেট।
ধরুন, আপনি আমেরিকান ব্রোকারের মাধ্যমে ট্রেড করছেন। কিছু পযিশন ওপেন করলেন। বিকাল ৫টায় নিউ ইয়র্ক এক্সচেন্জ বন্ধ হয়ে গেলো (আরো ধরে নিচ্ছি কাইদা-সেনা বংবীর নাফিছ ছাহেব ইহা চিরতরে ধ্বংস করতে ব্যর্থ হয়েছেন
)। মার্কেট বন্ধ, কিন্তু আপনার ট্রেড তো ওপেন আছে। এখন ঐ পযিশনের ভিত্তিতে আপনি ওভারনাইট হয় কিছু ইন্টারেস্ট দেবেন, বা কিছু ইন্টারেস্ট পাবেন। সুদ খাবেন না দেবেন নির্ভর করে আপনার পযিশনের বেইজ আর কাউন্টার কারেন্সীর ঐ মুহুর্তের অবস্থার উপরে। আমেরিকানরা সোয়্যাপ রেইট ক্যালকুলেট করে ১৬:৫৯ নিউ ইয়র্ক টাইমে।
টিপস: গার্লফ্রেন্ডের পেডিকিউর, হার্ট এ্যাটাক, ট্রাফিক এ্যাক্সিডেন্ট - যত অজুহাতই থাকুক না কেন শুক্রবারে টাইমমত অবশ্যই ট্রেড ক্লোজ করবেন!
পিএস: মোমেন বান্দাদের পকেটের স্বাস্থ্য হালকা করার জন্য কিছু সোয়াপ-ফ্রী ছহীহ ইছলামী তরিকার ব্রোকার আছে।
মেরাজ০৭ লিখেছেন:৩. লট সাইজ?
স্ট্যান্ডার্ড লট = ১ লাখ ইউনিট
মিনি লট = ১০ হাজার ইউনিট
মাইক্রো লট = ১ হাজার ইউনিটআপনি যদি USD 1 standard lot ট্রেড করেন, এর অর্থ হলো ১ লাখ ডলার ট্রেড করছেন।
মেরাজ০৭ লিখেছেন:৪. Spread কি?
ইহা আপনার ব্রোকারের রুটিরুজীর বন্দোবস্ত।
ধরুণ এই মুহুর্তে EUR/USD-র মার্কেট রেট হলো 1.3600। কিন্তু ব্রোকার আপনাকে ঐ রেটে সেল/বাই করবে না। আপনি যদি কেনেন তাহলে 1.3601 রেটে কিনতে হবে, আর যদি বিক্রয় করেন তাহলে 1.3599 রেটে বেচতে হবে। এই বাই-সেল রেট দু'টোর মাঝখানে যে পার্থক্য ওটাই আপনার ব্রোকারের স্প্রেড। এই উদাহরণে ব্রোকারের স্প্রেড হলো ২ পিপ। আপনি ট্রেড লাভ করেন বা লস করেন - ব্রোকার ঠিকই তার ২ পিপ পেয়ে যাচ্ছে। আশা করি এখন বুঝতে পারছেন আপনাকে দিয়ে হাই লেভারেজে ট্রেড করানোর জন্য ব্রোকারের এত উৎসাহ কেন...
সম্মানিত ইনভারব্রাস,
ইসলাম এবং ইসলামপন্থীদেরকে নিয়ে টানাহেঁছড়া না করলেই কি নয়!
মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে। তাই বলে স্বীয় মত এবং মতাদর্শের প্রকাশভঙ্গি যদি ভিন্ন মতাবলম্বী বন্ধু/প্রতিবেশিকে আহত করে সেটা কি কারো জন্যই খুব সুখকর?
আপনার প্রতিটা টপিক/মন্তব্য আমি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে থাকি। খুব ভালো লাগে আপনার যৌক্তিক বিশ্লেষণ। সব্যসাচীর মতো ক্ষিপ্রতার সাথে অসংখ্য বিষয়ের তথ্য দেওয়ার অসাধারণ দক্ষতা কম সংখ্যক ফোরামিকেরই আছে। আপনি তাঁদেরই একজন।
ব্যক্তিগতভাবে আমি আপনার পোষ্টে আরও বেশি নিরপেক্ষতা আশা করি।
আক্রান্ত হলে প্রতিহত করার ক্ষমতা আপনার হাতেই ন্যাস্ত। ভিন্ন মতাবলম্বীর পক্ষ থেকে আক্রান্ত হলে আপনি তার দাঁত ভাঙা জবাব দিন, আমার কোন আপত্তি তো নেই-ই বরং পূর্ণ সমর্থন থাকবে।
আশাকরি বিষয়টা ব্যক্তি আক্রমণ হিসেবে নিবেন না।
আপনার কমেন্টের চিহ্নিত অংশটুকু ছাড়া পুরোটাই অসাধারণ!
ধন্যবাদ।
ফরেক্স বিষয়ে এমই আসলে তেমন কিছু জানতাম না। ২০১০ সালে GCI তে কিছু টাকা ইনভেস্ত করলাম , বুজলাম যে এই মার্কেট থেকে লাভ করা তেমন সহজ হবে না । তাই এই মার্কেট শিখা সুরু করলাম। কিন্তু শালা গুরুর নাম দিয়া কিছু লোক আমাদের কয়াকজন থেকে অনেক টাকা নিলো । কিন্তু কিছুই শিখাইল না ।
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » বিনিয়োগ » ফরেক্স সম্বন্ধে জানতে চাই
০.১১২০৬৫০৭৬৮২৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৬৬৭৮৭৯৭৭৯১৬৫ টি কোয়েরী চলেছে