টপিকঃ ফোল্ডার ডিলেট করতে পারছি না।

Re: ফোল্ডার ডিলেট করতে পারছি না।

গুগল এ গিয়ে folder unlocker লিখে সার্চ মারুন।

Re: ফোল্ডার ডিলেট করতে পারছি না।

Re: ফোল্ডার ডিলেট করতে পারছি না।

ফোল্ডার এর পূর্বে SOBUJ-PC\SOBUJ দেখাচ্ছে কেন? এরকম সাধারনত নেটওয়ার্ক থেকে access করতে গেলে দেখায়। নেটওয়ার্ক থেকে access করতে হলে ফোল্ডার এর write property true করা থাকতে হবে। অন্যথায় delete করতে পারবেন না।

Re: ফোল্ডার ডিলেট করতে পারছি না।

Re: ফোল্ডার ডিলেট করতে পারছি না।

পিসি রিস্টারট করে দেখ।  এইটা কোন ড্রাইভে আছে?

Re: ফোল্ডার ডিলেট করতে পারছি না।

সর্বশেষ সম্পাদনা করেছেন নতুন পণ্ডিত (১৪-১০-২০১২ ০৮:২৮)

Re: ফোল্ডার ডিলেট করতে পারছি না।

আবার সেট-আপ দেন। আর এবার মনে করে ওল্ড উইন্ডোজ মুছে দিয়ে সেট-আপ করবেন ঝামেলা শেষ। করেন নাই বলেই আগের উইন্ডোজে একটা কপি জমা ছিল।
আর ওই ফোল্ডাড় ডীলেট করবেন ক্যামনে? ওতা কি আপনার সম্পত্তি নাকি বিল্লু মামা এর??? আর তাই ওটা ডিলেট করার পারমিশণ আপনার নাই!
একান্তই ডিলেট করতে চাইলে কোনা লিনাক্স বেসড ওএস থেকে করতে হবে ( এখন প্রশ্ন করেন, ম্যাক এ হবে না? উত্ত্রঃ হুম যাবে)

roll

Re: ফোল্ডার ডিলেট করতে পারছি না।

১০

Re: ফোল্ডার ডিলেট করতে পারছি না।

কিল বক্স নামে একটা সফট আছে , এদ্মিন পারমিসন দিয়ে চালু করে ফোল্ডার দেখাইয়া দেন ডিলেট করে দেবে।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

১১

Re: ফোল্ডার ডিলেট করতে পারছি না।

takeown /f "c:\windows.old" /r

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত