টপিকঃ ফোল্ডার ডিলেট করতে পারছি না।
ফোল্ডার ডিলেট করতে পারছি না। উইন্ডোজ দেয়ার পরে windows old নামে একটা ফোল্ডার হয় সেটা ডিলেট করতে পারছি না। এই ছবি দেখুন
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » ফোল্ডার ডিলেট করতে পারছি না।
ফোল্ডার ডিলেট করতে পারছি না। উইন্ডোজ দেয়ার পরে windows old নামে একটা ফোল্ডার হয় সেটা ডিলেট করতে পারছি না। এই ছবি দেখুন
গুগল এ গিয়ে folder unlocker লিখে সার্চ মারুন।
ট্রাই করে দেখতে পারেন -
http://www.emptyloop.com/unlocker/
ফোল্ডার এর পূর্বে SOBUJ-PC\SOBUJ দেখাচ্ছে কেন? এরকম সাধারনত নেটওয়ার্ক থেকে access করতে গেলে দেখায়। নেটওয়ার্ক থেকে access করতে হলে ফোল্ডার এর write property true করা থাকতে হবে। অন্যথায় delete করতে পারবেন না।
ফোল্ডার এর পূর্বে SOBUJ-PC\SOBUJ দেখাচ্ছে কেন? এরকম সাধারনত নেটওয়ার্ক থেকে access করতে গেলে দেখায়। নেটওয়ার্ক থেকে access করতে হলে ফোল্ডার এর write property true করা থাকতে হবে। অন্যথায় delete করতে পারবেন না।
তাহলে উপায় কি? এই ফোল্ডারে প্রায় ১২ গেগা খেয়েছে
পিসি রিস্টারট করে দেখ। এইটা কোন ড্রাইভে আছে?
পিসি রিস্টারট করে দেখ। এইটা কোন ড্রাইভে আছে?
এইটা সি ড্রাইভে আছে ও এটা উইন্ডোজ দেয়ার পরে সাধারনত ডিলেট করে দিতে হয় কিন্তু এটা ডিলেট করে যাচ্ছে না। আমি রিয়াজুল সবুজের হয়ে লিখে দিলাম।
আবার সেট-আপ দেন। আর এবার মনে করে ওল্ড উইন্ডোজ মুছে দিয়ে সেট-আপ করবেন ঝামেলা শেষ। করেন নাই বলেই আগের উইন্ডোজে একটা কপি জমা ছিল।
আর ওই ফোল্ডাড় ডীলেট করবেন ক্যামনে? ওতা কি আপনার সম্পত্তি নাকি বিল্লু মামা এর??? আর তাই ওটা ডিলেট করার পারমিশণ আপনার নাই!
একান্তই ডিলেট করতে চাইলে কোনা লিনাক্স বেসড ওএস থেকে করতে হবে ( এখন প্রশ্ন করেন, ম্যাক এ হবে না? উত্ত্রঃ হুম যাবে)
এটা দেখতে পারেন। -> http://windows.microsoft.com/en-US/wind … old-folder
কিল বক্স নামে একটা সফট আছে , এদ্মিন পারমিসন দিয়ে চালু করে ফোল্ডার দেখাইয়া দেন ডিলেট করে দেবে।
কিছু অপশন আপনার জন্যে।
১। ডিস্কক্লিনআপ খুলুন কন্টোল প্যানেল থেকে। Run এ গিয়ে "cleanmgr" লিখে এন্টার চাপলেও ওপেন হয়। এরপর C: সিলেক্ট করুন। এরপর নিচের ছবি আসবে।
এখানে Clean up system files এ গিয়ে "Older versions of Windows" চেক করুন। এরপর ক্লিন করলেই ফোল্ডার ডিলিট হয়ে যাবে।
২। আপনি এডমিন হলে ঐ ফোল্ডারের প্রোপার্টিজ খুলুন। তারপর Security tab > Advanced > Change Permission। এখান থেকে সকল ইউজারকে রিমুভ করে দিন। আর শুধু আপনার নামটা রাখুন। আর পার্মিশন দিন সব। "Replace all child object permissions with inheritable permissions from this object" চেকবক্স মার্ক করুন। ওকে দিয়ে বের হয়ে গেলে একটু সময় লাগবে পার্মিশন সেট করতে। তারপর ফোল্ডার ডিলিট করে ফেলুন।
৩। এডমিন হয়ে একটা কনসোল খুলুন। এরপর নিচের কমান্ড দিন।
takeown /f "c:\windows.old" /r
এরপর রিমুভ করুন
RMDIR "C:\windows.old" /S
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » ফোল্ডার ডিলেট করতে পারছি না।
০.০৭২৩৩৫৯৫৮৪৮০৮৩৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.২৯৫৫০০৮২৮৯৪১ টি কোয়েরী চলেছে