সর্বশেষ সম্পাদনা করেছেন Foysal13 (১৭-০৯-২০১২ ০১:৩৯)

টপিকঃ সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

আমরা অনেকেই আছি যারা নিয়মিত শরীরচর্চা করতে ভালোবাসি। আমি নিজেও তাদের একজন। ব্যায়াম করার জন্য আমাদের শরীরকে কিছু নিয়ম অনুসারে নাড়াচাড়া করতে হয়। কিন্তু একই ভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের একঘেয়ে লাগতে পারে। তাই অনেকে আগ্রহ নিয়ে জিমে যান। সেখানেও কিন্তু একই জিনিস। তাই একঘেয়েমি কাটানো এবং ব্যায়াম দুটোই একসাথে করার জন্য শিখতে পারেন মার্শালআর্ট।
মার্শালআর্ট একদিকে যেমন উচ্চমাত্রার ব্যায়াম তেমনি এর সাথে আরো পাবেন আত্মরক্ষার নানা কৌশল। মার্শালআর্ট অনুশীলনে মুলত Cardiovascular ব্যায়াম হবে যা আপনার হার্টকে অনেক শক্তিশালী করবে। মার্শালআর্ট অনুশীলনে ঘন্টায় ৬০০ থেকে ৮০০ ক্যালরি পোড়াতে পারবেন। মার্শালআর্ট শিখলে আপনি আত্মবিশ্বাস পাবেন অনেক বেশি। সবচেয়ে মজার ব্যপার হল আপনার কখনো একঘেয়েমি লাগবে না, কারন সব কিছুই একেবারে আলাদা। অনুশীলনে বেশ মজা পাবেন। মানসিক জোর বাড়বে আপনার।
মার্শালআর্ট নানা রকমের আছে। যেমনঃ কারাতে, কুংফু, তায়কোয়ান্দো, জুডো, বক্সিং ইত্যাদি। শেখার আগে ঠিক করে নেবেন কোনটি শিখবেন। সবার জন্য সব মার্শালআর্ট ঠিক নাও হতে পারে। তাই আগে যেনে বুঝে তারপর যাবেন।
যারা দ্রুত ওজন কমাতে চান, তাদের জন্য মার্শালআর্ট মহাঔষধ। মার্শালআর্ট অনুশীলন করে কিন্তু শরীরে মেদ আছে এমন দেখা যায় না। মার্শালআর্ট এর পাশাপাশি চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন, দেখবেন মেদ কমে যাবে। মার্শালআর্ট এ আপনি নমনীয় হতে পারবেন। পেশির টান কে প্রতিরোধ করতে পারবেন। সেই সাথে শক্তি বাড়ানোর জন্য রয়েছে অনেক ব্যায়াম। একটা কথা বলা হয় যে, ৬ থেকে ৬০ সবার জন্য মার্শালআর্ট। তাই বয়স নিয়ে চিন্তা করবেন না।   
দেশে মার্শালআর্ট শেখার অনেক স্কুল চালু হয়েছে। এমনকি অনেকে ব্যক্তি উদ্দোগে পার্ক বা খোলা মাঠেও শেখায়। তবে অবশ্যই জেনে নেবেন কেমন শেখায় তারা। তো একটু ভেবে দেখুন এবং সিদ্ধান্ত নিন।

:) লেখাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি  আরো বিবরন সহ লিখব আশা  করি।

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

Joto susasthoi ho ami sikhbona . Amar voi kore

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

মার্শাল আর্ট নিয়ে আরো বিস্তারিত লিখুন। আমি সে মফস্বল শহরে বড় হয়েছে, সেখানে কিছু প্রতিষ্ঠান থাকলেও পরিবেশ ভাল ছিল না। এ ব্যাপারে আমার আগ্রহ প্রবল। না না আমি আমার নিজের কথা বলছি না, বলছি, আমার ছেলের জন্য। ভাল পরিবেশ ও প্রশিক্ষক জানা থাকলে, একটু জানান প্লিজ।

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

আমার খুব সখ ছিল শেখার। এখনও আছে। আগে আমাদের এলাকায় (যাত্রাবাড়ি) ইলিয়াস কোবরা মার্শাল আর্ট (কুংফু ও কারাতে) শেখাত। ওটা বেশ ভাল ছিল। যারা ১৫-২০ বছর আগের বাংলা ছবি দেখেছেন তারা ইলিয়াস কোবরা কে চিনে থাকবেন। প্রতিদিন সকাল আর বিকালে দেখতাম ওদের মহড়া। ভালই লাগত। খালি দেখতাম আর ভাবতাম কবে শিখব। তারপর একসময় বাংলাদেশে তায়কোয়ান্ডো আমদানি হল। এটা জনপ্রিয় করার জন্য অনেকেই ফ্রি শেখাত। তায়কোয়ান্ডো দেখতে বেশ দৃষ্টিনন্দন ছিল। আমার এক ফ্রেন্ড শিখে ফেলল পুরো যাত্রাবাড়ি থানায় সে ফার্স্ট হয়ে গেল!  surprised আসলে তার প্রতিযোগী ১০-১২ জন ছিল মনে হয়  tongue
তখন আমার মাথায় তায়কোয়ান্ডোর ভুত ঢোকে। খোজ খবর নেই। তারপরও কেন যেন করা হল না। sad
এখন আবার সেই পুরণো কথা মনে পড়ছে।  neutral
মনে থাকে হয়ত করা হবে। কিন্তু মনে থাকবে কি না এটাই সমস্যা।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন arnab127 (১৭-০৯-২০১২ ১২:২৬)

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

মার্শাল আর্ট শেখার আমারও খুব শখ ছিল। এখনও আছে। আপনার লেখা দেখে খুব ভালো লাগল। আচ্ছা বিভিন্ন টেকনিক এর ব্যাপারে লিখুন যাতে বাড়িতে আমরা একটু অভ্যাস করতে পারি। সেল্ফ ডিফেন্সের কোন ভিডিও কি ইউটিউবে পাওয়া যায়? যদি যায় তাহলে একটু লিন্ক দিন। আসলে সার্চ করে তো অনেক আসে তার মধ্যে কোনটা উপযুক্ত সেটা বুঝতে পরি না তাই আপনাকে অনুরোধ করা।

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

কংফু শিখে সিনেমার মত মারার সখ আমার nailbiting nailbiting nailbiting

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন Shahanur79 (১৭-০৯-২০১২ ১২:৪৬)

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

Shahanur79'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

কারাটে নিয়া আমার লং লং স্টোরি আছে বাট শাহনুর ভাইয়ের মতন এরাম ফটুক নাই  brokenheart

একসময় এলাকায় একটা বড় ভাই আইলো , সে রাইত ৮ টার খবর এর পর পাড়ার পুলাপাইন এর মধ্যে  মার্শাল আর্ট আর জিমস্টাকিক এর প্রভাব ছড়িয়ে দিল । রাইত ৮ টা কেন ? কারন আগে পড়ার টাইম ছিল সন্ধ্যা থেকে ৮ টা প্রযন্ত তারপর সবাই খবর দেখতো আর এই ফাকে আধঘন্টা খেলবার যাইতাম পলাইয়া । তখন মাঠে ( বর্তমান টেক্সটাইল হল যেখানে ) সবাই জড়ো হইতাম আর ঐ বড় ভাই বিভিন্ন কসরত সেখাতো । আমার ফেবারিট ছিল নিনজা । আমি খুব ভালই ডিকবাজি রপ্ত করেছিল । একটা মাইর শিখছিলাম ( বেল্ড জাতীয় নিনজারা ছুড়ে মারে যেটা ) যেটা রপ্ত করতে আমার ১ সপ্তাহ লেগেছিল । বড় ভাই এফডিসিতে কাজ করতেন , বলেছিল এখান থেকেই একজন কে নেওয়া হবে রুবেল এর নতুন ছবিতে ( আগে রুবেল যেই ছবিতে ৫/৬ টা টাকলু পুলাপাইন ছিল ঐ ছবিটা ) ।  যেগুলো এখন ও জানি বলে মনে পড়ছে -
১/ এক হাতে পল্টী মারা
২/ দুই হাত ছাইড়া পল্টি মারা
৩/ মাটিতে জিলাপি ড্যান্স  tongue
৪/ নিচে বালু থাকলে ২ তালা থেকে হাত ছাইড়া ডিগবাজি  cool
৫/ দুই পা চেগাইতে পারি তয় বেশি পারি না  sad

আর মনে নাই , তবে সেই সময় যেই সাহসটা তৈরি করে দিয়েছিলেন বড় ভাই সেটা এখন ও মাঝে মাঝে কাজে লাগে তবে বসে বসে কাজ করতে করতে দম সব শেষ হইয়া গেছে  dontsee


বহুত পুরান কতাই মনে পড়ে গেলু   dream dream

১২

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

সবাইকে ধন্যবাদ, খেলাধুলা বিভাগে চোখ রাখুন। আমার ধারাবাহিক লেখা সেখানে দেব আশা করি  smile

১৩

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

আমি তায়কোয়ান্দো শিখতে চাই  big_smile। দয়া করে বলবেন তায়কোয়ান্দো ফেডারেশনটা কোথায় smile।।।

বাংলা আমার আমি বাংলার।

১৪

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

God is great.....

১৫

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

বাংলা আমার আমি বাংলার।

১৬

Re: সুস্বাস্থের জন্য মার্শালআর্ট

অপেক্ষায় থাকলাম।আপনাকে ধন্যবাদ।যারা এ্যামাচার(মানে যাদের প্রশিক্ষণের সুযোগ নেই) তাদের জন্যেও লিখার অনুরোধ করছি।

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।