সর্বশেষ সম্পাদনা করেছেন কালমঠ (১২-১০-২০১২ ২০:৪২)

টপিকঃ জরুরী হেল্পঃ ব্লু স্ক্রীন

আমার উইন্ডোজ ৭  কয়েকদিন যাবত খালি সমস্যা করছে। এই সপ্তাহে মোট পাঁচবার ব্লু স্ক্রীন দেখাচ্ছে। ভয়ংকর কথা হল আজকেই দুইবার ব্লু স্ক্রীন ! hairpull কেন ব্লু স্ক্রীন দেখায় এবং সমাধান কি প্লিজ জানান। উল্লেখ্য আমি ইসেট স্মার্ট সিকিউরিটি চালাই ট্রায়াল লাইসেন্স দিয়ে এবং নিয়মিত আপডেট দেই। সি ক্লিনার দিয়ে নিয়মিত পরিষ্কার করি Toolwiz care দিয়ে চেকাপ এবং ফিক্স করি।তাছাড়া ড্রাইভ নিয়মিত ডীফ্রাগমেন্ট করি thumbs_down
তারপরও ব্লু স্ক্রীন।
এঈচপি কতৃক প্রি ইনস্টলড হওয়ার কারনে হার্ডওয়্যারের ড্রাইভার সাপোর্ট নিয়ে কোন প্রব্লেম হোয়ার কথা নয়।আর আমি এঈচপি সাপোর্ট এসিস্টেন্ট দিয়ে ড্রাইভারগুলা আপডেটও করি crying
আর রেগুলার উইন্ডোজ আপডেট তো আছেই angry
কনফিগারেশনও মোটামুটি খারাপ না। কোরাই পাঁচ,ড়্যাম চার জিবু,গেরাফিক্সও একটা আছে রেডীওন smile

তবে কেন এই নীলস্ক্রীন? angry angry hairpull

আর কি করা লাগব প্লিজ হেল্প করেন crying

(চিপা দিয়া একটা কথাঃ আমার উইন্ডোজের চিপায় উবি দিয়া উবুন্তু ইনস্টল করা আছে big_smile)

Re: জরুরী হেল্পঃ ব্লু স্ক্রীন

রেম খুলে আবার লাগিয়ে দেখুন।মূলত রেমের সমস্যা হলে ব্লু স্ক্রিণ দেখা দেয়।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: জরুরী হেল্পঃ ব্লু স্ক্রীন

Re: জরুরী হেল্পঃ ব্লু স্ক্রীন

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: জরুরী হেল্পঃ ব্লু স্ক্রীন

hit like thunder and disappear like smoke