টপিকঃ আমি খুবি অসুস্থ্য, কিছু বিষয়ে ডাক্তার/ফিজিসিয়ন এর কাছে হেল্প চাচ্ছি।
আমি গত শনিবার কিছু বই কেনার জন্য নীলক্ষেতে যাই বাসে করে। যাবার সময় সীট পাই জানালার পাশে।
প্রচন্ড গরমে ঘেমে যাচ্ছিলাম। মাত্র ৩০-৪০ মিনিট লাগবে তাই সহ্য করে যাচ্ছিলাম। কিন্তু সেই যাত্রা জ্যামের কল্লানে ২ঘন্টায় শেষ হয়। নেমে খেয়াল করলাম আমার ঘাম গায়েই শুকিয়ে গেছে। এরপর দোকানের ভীড়ে আরও ১ঘ্ন্টা ব্যয়।
বাসায় আসার পর শরীরের তান্ডব শুরু হল। ইউরিন পুরা লাল। গায়ে প্রচন্ড ব্যথা কাশি ও জ্বর।
আমি এক ডাক্তার বড়ভাইকে ফোন দিলাম তিনি বললেন কোন ব্যাপার না কিছু লাগবে না ২/৩দিনে ভাল হয়ে যাবে।
রাত্রে আবার ফোন দিলাম তিনি বললেন এন্টিবায়োটিক শুরু করতে পার অথবা নাপা এক্সট্রা খাও। যেহেতু তোর ওয়েট বেশি তুমি দুইটা করে তিনবেলা খাও। আমি টাকা পয়সা বাচানোর চিন্তায় প্যারাসিটামল এক্সট্রা (প্যারাসিটামল + ক্যাফেইন) শুরু করলাম। তার কথা সাথে সুডোএফিড্রিন+ডেক্সট্রোমিথোফেন ও সল্বিউটামল খাচ্ছিলাম।
আমি রবি,সোম দুইদিন তিনবেলা করে মোট ১২টা নাপা এক্সট্রা খাই। তখনও সব ঠিক ছিল। এ অবস্থায় বাহিরে যাই ঘোরা ফেরা করি। কোন সমস্যা ছিল না।
এর পরের তিনদিন ২বেলা ১টা করে নাপা এক্সট্রা খাই।
এখন সমস্যা হল একটু হাটলেই হাপিয়ে উঠি। গা ঘেমে যায় ও খুবি দুর্বল লাগে । উল্লেখ্য আমি এত দুর্বল জীবনে কখনো অনুভব করিনি। স্মোকিং করলেও ঘেমে যাচ্ছি (আমি রাতে খাবার পর একবার ধুম্রশলাকা সেবন করি, ওনলি ১টা দিনে)
সেই ডাক্তার ভাইরে ফোন দিলে উনি বললেন তুই থাইরয়েড টেষ্ট করা।
আমি এখন ভিষন টেনশিত। যদিও বুঝতেছিনা কিকরব।
প্লিজ ফোমিক ফিজিশিয়ান ভাইয়েরা হেল্পান।