টপিকঃ সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

এটা লজ্জার বিষয় এরকম একটা বিষয় নিয়ে নির্দেশনা দিতে হচ্ছে! সম্মানিত প্রাজন্মিকেরা, সম্মাননা প্রদানে বিশেষ করে ঋণাত্মক সম্মাননা(মাইনাস) দেয়ার ক্ষেত্রে সাবধান হতে আহ্বান করা যাচ্ছে। ঋণাত্মক সম্মাননা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে; কেউ কেউ মারাত্মকভাবে মন খারাপ করেন! কোনো কোনো সময় ব্যাপক মনো-মালিন্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই বুঝেশুনে মাইনাস প্রদান করুন। একেবারে যথার্থ না হলে এটা এড়িয়ে চলতে পরামর্শ দেয়া যাচ্ছে। প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন না - ভাববেন না যে দেখার কেউ নেই! আমরা এগুলো কঠোর হাতে দমন করবো, যেটা অবশ্যই প্রীতকর হবে না! অন্তত আমি এরপরে এগুলো দেখলে ব্যান করে দেব। অতএব, লাফালাফি করবার আগে ভেবে চিন্তে করবেন। অহেতুক ঝামেলায় সময় নষ্ট করার সময় কারোরি নেই। আশাকরি, বোঝাতে পেরেছি।

আর প্লাস দেয়ার ক্ষেত্রে কারণটা গুছিয়ে লিখুন। সহজ ক'টা কথা লেখা কি খুব কঠিন কিছু? স্বার্থপর হবেন না; কোনো কিছু ভালো লাগলে সহজ কথায় সম্মাননা দিয়ে উৎসাহিত করুন। শুধু লাইক করে কাজ সারবেন না; সম্মাননা দেয়ার মত হলে মুক্তহস্তে দিয়ে দিন। আলস্য ইত্যাদি অযুহাত দেখানো খুব ভালো কিছু নয়!

সম্মাননা দিন - যেটাই দিন বুঝে-শুনে দিন। এর অপব্যবহার করবেন না। সকল দায়িত্বশীল ফোরামিকেরা গুরুত্বসহকারে এটা মেনে চলবেন বলে আশা করছি।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

ধন্যবাদ নোটিশের জন্য। হ্যা সম্মাননা পোস্টারকে আরো পোস্ট করার জন্য উৎসাহ প্রদান করে। তেমনি অকারনে মাইনাস ঝামেলা ডেকে আনে ।

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

এমন ভাষাতেই পোস্ট খানা হবার দরকার ছিলো। সো পার্ফেক্ট ব্রো  thumbs_up

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

হুম ভাল জিনিস তুলে ধরেছেন।
কিন্তু অনেকে সস্তা জিনিসের টপিক (এগুলোকে টপিক বলা যায় কিনা আমি শিউর না) খুলে এবং তা থেকে প্রচুর + পায়।
আমি  কোন উদাহরন দিয়ে ব্যাক্তি আক্রমনের শিকার হতে চাই না। কিন্তু ইন্টারনেট থেকে খুজে কিছু ছবি পোষ্ট করার মধ্যে + পাবার কৃতিত্ব নেই আর এটার পক্ষপাতি আমি নই।

এগুলো নিয়েও নির্দেশনা দেন।

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

ধন্যবাদ দাদা।সর্তক করে দেয়ার জন্য!!!

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

ভালো একটা কথা কইছেন...... smile smile

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

এইরকম একটা টপিকের খুব দরকার ছিল ।

ভালো মানুষের কোন কিছুর অভাব হয় না

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

আন্তরিক ধন্যবাদ উদাসীন ভাইয়া

অনেক অনেক অনেক ভাল লাগল আপনার কথাগুলো...................
আশাকরি আপনার কথাগুলো যেন অনুসরণ করে সবাই এবং আমিও  smile smile smile

১০

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

খুব ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন ভাইয়া ।

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন Jemsbond (২৭-০৯-২০১২ ১৪:৪৮)

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

হুম...............  hmm .

দেখা যাক কার কার উপর প্রভাব বিস্তার হয়  thinking



.

১২

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

রাজিব আহসান'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৩

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

লাইক দিতে গেলে খালি বোতামে চিপ দিলেই হয়। রেপুটেশন দিতে গেলে বোতাম একটা চিপলে হয় না। অনেকগুলা চিপতে হয়। সে কারনে বোধহয় প্লাস দিতে চায় না অনেকেই, দিলেও দেখা যায় কারন তেমন কিছু লেখা নেই, কিংবা কারনের জায়গায় ছোট্ট করে ইমোটিকনের লিংক।

নাহ, আমি একাই আলসে নই।  neutral

১৪

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

১৫

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

১৬

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

কপি-পেস্ট এ বোধয় সম্মাননা দেওয়া নিষেধ। কিন্তু আমরা সবাই দিয়ে ও নিয়ে অভস্ত  tongue_smile

roll

১৭

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

Calm... like a bomb.

১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন অরুণ (২৮-০৯-২০১২ ১৩:৪৭)

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

১৯

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!

২০ সর্বশেষ সম্পাদনা করেছেন অরুণ (২৮-০৯-২০১২ ২১:৩৪)

Re: সম্মাননার ব্যবহার সংক্রান্ত!