Re: বিদ্যূত খরচের ব্যাপারে সাবধান ....
...এখানে বলে রাখা ভাল ১ ইউনিটের মানে হল ১ ঘন্টায় ১ কিলো ওয়াট।
মানে ১০০ওয়াটের কোন বাতি ১০ ঘন্টা জ্বালালে মোট খরচ হবে ১০০০ ওয়াট বা ১ কিলো ওয়াট। এটা ১ ইউনিটের সমান।
উহুঁ ... তাড়াহুড়া করতে গিয়ে এই শেষ লাইনটা ঠিক লেখ নাই।
১০০ওয়াটের কোন বাতি ১০ ঘন্টা জ্বালালে মোট খরচ হবে ১০০০ ওয়াট-ঘন্টা বা ১ কিলো ওয়াট-ঘন্টা।
সোজা কথায়
'ক' ওয়াট x 'খ' ঘন্টা = "কxখ' ওয়াট-ঘন্টা = 'কxখ/১০০০' কিলোওয়াট-ঘন্টা বা 'কxখ/১০০০' ইউনিট