টপিকঃ সম্মাননার ব্যবহার সংক্রান্ত!
এটা লজ্জার বিষয় এরকম একটা বিষয় নিয়ে নির্দেশনা দিতে হচ্ছে! সম্মানিত প্রাজন্মিকেরা, সম্মাননা প্রদানে বিশেষ করে ঋণাত্মক সম্মাননা(মাইনাস) দেয়ার ক্ষেত্রে সাবধান হতে আহ্বান করা যাচ্ছে। ঋণাত্মক সম্মাননা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে; কেউ কেউ মারাত্মকভাবে মন খারাপ করেন! কোনো কোনো সময় ব্যাপক মনো-মালিন্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই বুঝেশুনে মাইনাস প্রদান করুন। একেবারে যথার্থ না হলে এটা এড়িয়ে চলতে পরামর্শ দেয়া যাচ্ছে। প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন না - ভাববেন না যে দেখার কেউ নেই! আমরা এগুলো কঠোর হাতে দমন করবো, যেটা অবশ্যই প্রীতকর হবে না! অন্তত আমি এরপরে এগুলো দেখলে ব্যান করে দেব। অতএব, লাফালাফি করবার আগে ভেবে চিন্তে করবেন। অহেতুক ঝামেলায় সময় নষ্ট করার সময় কারোরি নেই। আশাকরি, বোঝাতে পেরেছি।
আর প্লাস দেয়ার ক্ষেত্রে কারণটা গুছিয়ে লিখুন। সহজ ক'টা কথা লেখা কি খুব কঠিন কিছু? স্বার্থপর হবেন না; কোনো কিছু ভালো লাগলে সহজ কথায় সম্মাননা দিয়ে উৎসাহিত করুন। শুধু লাইক করে কাজ সারবেন না; সম্মাননা দেয়ার মত হলে মুক্তহস্তে দিয়ে দিন। আলস্য ইত্যাদি অযুহাত দেখানো খুব ভালো কিছু নয়!
সম্মাননা দিন - যেটাই দিন বুঝে-শুনে দিন। এর অপব্যবহার করবেন না। সকল দায়িত্বশীল ফোরামিকেরা গুরুত্বসহকারে এটা মেনে চলবেন বলে আশা করছি।